বাংলা সাহিত্য
226. জসিমউদদীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
- ক. রাখালী
- খ. সোজন বাদিয়ার ঘাট
- গ. নকশী কাঁথার মাঠ
- ঘ. বালুচর
উত্তরঃ রাখালী
227. ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. হাসান হাফিজুর রহমান
- খ. জহির রায়হান
- গ. শহিদুল্লাহ কায়সার
- ঘ. আনোয়ার পাশা
উত্তরঃ আনোয়ার পাশা
228. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
- ক. মৃত্যুক্ষুধা
- খ. আলেয়া
- গ. ঝিলিমিলি
- ঘ. মধুমালা
উত্তরঃ মৃত্যুক্ষুধা
230. কোনটি সঠিক?
- ক. সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
- খ. কাঁদো নদী কাঁদো (কাব্য)
- গ. বহিপীর (নাটক)
- ঘ. মহাশ্মশান (নাটক)
উত্তরঃ বহিপীর (নাটক)
231. শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তক বাজেয়াপ্ত হয়েছিল?
- ক. পথের দাবি
- খ. নিষ্কৃতি
- গ. চরিত্রহীন
- ঘ. দত্তা
উত্তরঃ পথের দাবি
232. কোন গ্রন্থের রচয়িতা এস ওয়াজেদ আলী?
- ক. আশা-আকাঙ্ক্ষা
- খ. ভবিষ্যতের বাঙালী
- গ. উন্নত জীবন
- ঘ. সভ্যতা
উত্তরঃ ভবিষ্যতের বাঙালী
233. ‘ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে’ বলেছেন-
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
- ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ প্রমথ চৌধুরী
234. ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. সতেন্দ্রনাথ দত্ত
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. জীবনানন্দ দাস
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
236. ‘শাশ্বত বঙ্গ’ গ্রন্থটির রচয়িতা কে?
- ক. কাজী মোতাহার হোসেন
- খ. আবুল হোসেন
- গ. কাজী আবদুল ওদুদ
- ঘ. কাজী আনোয়ারুল কাদির
উত্তরঃ কাজী আবদুল ওদুদ
237. ‘কাশবনের কন্যা’ গ্রন্থটির লেখক কে?
- ক. আবুল কালাম শামসুদ্দীন
- খ. শামসুদদীন আবুল কালাম
- গ. আবুল ফজল
- ঘ. জসীমউদদীন
উত্তরঃ শামসুদদীন আবুল কালাম
238. কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে?
- ক. রোমান্টিসিজম
- খ. আধুনিকতাবাদ
- গ. উত্তরাধুনিকতাবাদ
- ঘ. বাস্তববাদ
উত্তরঃ উত্তরাধুনিকতাবাদ
239. ‘কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা/দিয়া গেনু ভালে তোর বেদনার টীকাক’- এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. মাইকেল মধুসূদন দত্ত
- গ. সুকান্ত ভট্রাচার্য
- ঘ. বেনজীর আহমেদ
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
241. বাংলা একাডেমির ‘আঞ্চলিক অভিধান’ সম্পাদন কে করেন?
- ক. মুহাম্মদ শহীদুল্লাহ
- খ. মুহাম্মদ এনামুল হক
- গ. মুহাম্মদ মনসুরউদ্দিন
- ঘ. মুহম্মদ আবদুল হাই
উত্তরঃ মুহাম্মদ শহীদুল্লাহ
242. ‘বীরবলের হালখাতা’ গ্রন্থটি কোন ধরনের রচনা?
- ক. কাব্য
- খ. নাটক
- গ. উপন্যাস
- ঘ. প্রবন্ধ
উত্তরঃ প্রবন্ধ
243. ‘ফণিমনসা’ কাব্যের রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. আহসান হাবীব
- গ. সিকান্দার আবু জাফর
- ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
244. সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কী?
- ক. সওগাত
- খ. সমকাল
- গ. উত্তরণ
- ঘ. শিখা
উত্তরঃ সমকাল
245. ‘সাম্য’ গ্রন্থের রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. মোহাম্মদ বরকতউল্লাহ
- গ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
- ঘ. মোহাম্মদ লুৎফর রহমান
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
246. কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত?
- ক. মোস্তফা চরিত
- খ. নয়া জাতি স্রষ্টা হজরত মোহাম্মদ
- গ. বিশ্বনবী
- ঘ. মানব-মুকুট
উত্তরঃ মানব-মুকুট
- ক. রবীন্দ্রনাথ ঠাকুরের
- খ. সতেন্দ্রনাথ দত্তের
- গ. প্রমথ চৌধুরীর
- ঘ. টেকচাঁদ ঠাকুরের
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের
248. চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?
- ক. চন্ডীমঙ্গল
- খ. মনসামঙ্গল
- গ. ধর্মমঙ্গল
- ঘ. অন্নদামঙ্গল
উত্তরঃ মনসামঙ্গল
249. ‘ইউসুফ-জুলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছেন-
- ক. দৌলত উজির বাহরাম খান
- খ. মাগন ঠাকুর
- গ. আলাওল
- ঘ. শাহ মুহম্মদ সগীর
উত্তরঃ শাহ মুহম্মদ সগীর
250. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য অনুবাদ?
- ক. মার্চেন্ট অব ভেনিস
- খ. কমেডি অব এররস
- গ. অ্যা মিডসামার নাইটস ড্রিম
- ঘ. টেমিং অব দ্য শ্রূ
উত্তরঃ কমেডি অব এররস