বাংলা সাহিত্য

226. জসিমউদদীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

  • ক. রাখালী
  • খ. সোজন বাদিয়ার ঘাট
  • গ. নকশী কাঁথার মাঠ
  • ঘ. বালুচর

উত্তরঃ রাখালী

বিস্তারিত

227. ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?

  • ক. হাসান হাফিজুর রহমান
  • খ. জহির রায়হান
  • গ. শহিদুল্লাহ কায়সার
  • ঘ. আনোয়ার পাশা

উত্তরঃ আনোয়ার পাশা

বিস্তারিত

228. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

  • ক. মৃত্যুক্ষুধা
  • খ. আলেয়া
  • গ. ঝিলিমিলি
  • ঘ. মধুমালা

উত্তরঃ মৃত্যুক্ষুধা

বিস্তারিত

229. ‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?

  • ক. কাব্য
  • খ. নাটক
  • গ. উপন্যাস
  • ঘ. প্রবন্ধ

উত্তরঃ কাব্য

বিস্তারিত

230. কোনটি সঠিক?

  • ক. সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
  • খ. কাঁদো নদী কাঁদো (কাব্য)
  • গ. বহিপীর (নাটক)
  • ঘ. মহাশ্মশান (নাটক)

উত্তরঃ বহিপীর (নাটক)

বিস্তারিত

231. শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ক. পথের দাবি
  • খ. নিষ্কৃতি
  • গ. চরিত্রহীন
  • ঘ. দত্তা

উত্তরঃ পথের দাবি

বিস্তারিত

232. কোন গ্রন্থের রচয়িতা এস ওয়াজেদ আলী?

  • ক. আশা-আকাঙ্ক্ষা
  • খ. ভবিষ্যতের বাঙালী
  • গ. উন্নত জীবন
  • ঘ. সভ্যতা

উত্তরঃ ভবিষ্যতের বাঙালী

বিস্তারিত

233. ‘ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে’ বলেছেন-

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
  • ঘ. প্রমথ চৌধুরী

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

234. ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. সতেন্দ্রনাথ দত্ত
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. জীবনানন্দ দাস

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

235. ঢাকার ‘মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রতষ্ঠা কোন সাালে?

  • ক. ১৯২৬
  • খ. ১৯১১
  • গ. ১৮৬৪
  • ঘ. ১৯০৫

উত্তরঃ ১৯২৬

বিস্তারিত

236. ‘শাশ্বত বঙ্গ’ গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. কাজী মোতাহার হোসেন
  • খ. আবুল হোসেন
  • গ. কাজী আবদুল ওদুদ
  • ঘ. কাজী আনোয়ারুল কাদির

উত্তরঃ কাজী আবদুল ওদুদ

বিস্তারিত

237. ‘কাশবনের কন্যা’ গ্রন্থটির লেখক কে?

  • ক. আবুল কালাম শামসুদ্দীন
  • খ. শামসুদদীন আবুল কালাম
  • গ. আবুল ফজল
  • ঘ. জসীমউদদীন

উত্তরঃ শামসুদদীন আবুল কালাম

বিস্তারিত

238. কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে?

  • ক. রোমান্টিসিজম
  • খ. আধুনিকতাবাদ
  • গ. উত্তরাধুনিকতাবাদ
  • ঘ. বাস্তববাদ

উত্তরঃ উত্তরাধুনিকতাবাদ

বিস্তারিত

239. ‘কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা/দিয়া গেনু ভালে তোর বেদনার টীকাক’- এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. মাইকেল মধুসূদন দত্ত
  • গ. সুকান্ত ভট্রাচার্য
  • ঘ. বেনজীর আহমেদ

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

240. সনেটের ক’টি অংশ?

  • ক. একটি
  • খ. দুটি
  • গ. তিনটি
  • ঘ. চারটি

উত্তরঃ দুটি

বিস্তারিত

241. বাংলা একাডেমির ‘আঞ্চলিক অভিধান’ সম্পাদন কে করেন?

  • ক. মুহাম্মদ শহীদুল্লাহ
  • খ. মুহাম্মদ এনামুল হক
  • গ. মুহাম্মদ মনসুরউদ্দিন
  • ঘ. মুহম্মদ আবদুল হাই

উত্তরঃ মুহাম্মদ শহীদুল্লাহ

বিস্তারিত

242. ‘বীরবলের হালখাতা’ গ্রন্থটি কোন ধরনের রচনা?

  • ক. কাব্য
  • খ. নাটক
  • গ. উপন্যাস
  • ঘ. প্রবন্ধ

উত্তরঃ প্রবন্ধ

বিস্তারিত

243. ‘ফণিমনসা’ কাব্যের রচয়িতা কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. আহসান হাবীব
  • গ. সিকান্দার আবু জাফর
  • ঘ. হাসান হাফিজুর রহমান

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

244. সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কী?

  • ক. সওগাত
  • খ. সমকাল
  • গ. উত্তরণ
  • ঘ. শিখা

উত্তরঃ সমকাল

বিস্তারিত

245. ‘সাম্য’ গ্রন্থের রচয়িতা কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. মোহাম্মদ বরকতউল্লাহ
  • গ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
  • ঘ. মোহাম্মদ লুৎফর রহমান

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

246. কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত?

  • ক. মোস্তফা চরিত
  • খ. নয়া জাতি স্রষ্টা হজরত মোহাম্মদ
  • গ. বিশ্বনবী
  • ঘ. মানব-মুকুট

উত্তরঃ মানব-মুকুট

বিস্তারিত

247. ‘ভানু সিংহ’ কার ছদ্মনাম?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুরের
  • খ. সতেন্দ্রনাথ দত্তের
  • গ. প্রমথ চৌধুরীর
  • ঘ. টেকচাঁদ ঠাকুরের

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের

বিস্তারিত

248. চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?

  • ক. চন্ডীমঙ্গল
  • খ. মনসামঙ্গল
  • গ. ধর্মমঙ্গল
  • ঘ. অন্নদামঙ্গল

উত্তরঃ মনসামঙ্গল

বিস্তারিত

249. ‘ইউসুফ-জুলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছেন-

  • ক. দৌলত উজির বাহরাম খান
  • খ. মাগন ঠাকুর
  • গ. আলাওল
  • ঘ. শাহ মুহম্মদ ‍সগীর

উত্তরঃ শাহ মুহম্মদ ‍সগীর

বিস্তারিত

250. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য অনুবাদ?

  • ক. মার্চেন্ট অব ভেনিস
  • খ. কমেডি অব এররস
  • গ. অ্যা মিডসামার নাইটস ড্রিম
  • ঘ. টেমিং অব দ্য শ্রূ

উত্তরঃ কমেডি অব এররস

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects