বাংলা সাহিত্য

301. ‘শাহনামা’ এর লেখক কে?

  • ক. কবি ফেরদৌসী
  • খ. মওলানা রুমী
  • গ. কবি নিজামী
  • ঘ. কবি জমি

উত্তরঃ কবি ফেরদৌসী

বিস্তারিত

302. বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ-এর আবিষ্কারক-

  • ক. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
  • খ. ডক্টর সুনীতিকুমার চট্রোপাধ্যায়
  • গ. ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী
  • ঘ. ডক্টর সুকুমার সেন

উত্তরঃ ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী

বিস্তারিত

303. হিন্দি পদুমাবৎ- এর অবলম্বনে পদ্মবতী কাব্যের রচয়িতা-

  • ক. দৌলত উজির বাহরাম খান
  • খ. সৈয়দ সুলতান
  • গ. আবদুল করিম সাহিত্যবিশারদ
  • ঘ. আলাওল

উত্তরঃ আলাওল

বিস্তারিত

304. তত্ত্ববোধিনী পত্রিকা প্র্রথম প্রকাশিত হয়-

  • ক. ১৮৪১ সালে
  • খ. ১৮৪২ সালে
  • গ. ১৯৫০ সালে
  • ঘ. ১৮৪৩ সালে

উত্তরঃ ১৮৪৩ সালে

বিস্তারিত

305. ‘বীরবল’ নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম-

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়
  • গ. সুধীন্দ্রনাথ দত্ত
  • ঘ. নবীনচন্দ্র সেন

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

306. “আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে” লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়-

  • ক. মুকুন্দরাম চক্রবর্তী
  • খ. ভারতচন্দ্র রায়গুণাকর
  • গ. মদনমোহন তর্কালংকার
  • ঘ. কামিনী রায়

উত্তরঃ ভারতচন্দ্র রায়গুণাকর

বিস্তারিত

307. ১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন-

  • ক. হুমায়ন আজাদ
  • খ. আহমদ রফিক
  • গ. ওয়াকিল আহমদ
  • ঘ. আবদুল মতিন খান

উত্তরঃ ওয়াকিল আহমদ

বিস্তারিত

308. ‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ এই পঙক্তিটি নিচের একজনের লেখা-

  • ক. লালন শাহ্
  • খ. সিরাজ সাঁই
  • গ. মদন বাউল
  • ঘ. পাগলা কানাই

উত্তরঃ লালন শাহ্

বিস্তারিত

309. “মধুর চেয়ে আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি।” কবিতার এই অংশবিশেষের রচয়িতা-

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. মোহাম্মদ মনিরুজ্জামান
  • গ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • ঘ. নির্মলেন্দু গুন

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

310. ‘মানব জীবন’ ‘মহৎ জীবন’ ‘উন্নত জীবন’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা-

  • ক. এস. ওয়াজেদ আলী
  • খ. এয়াকুব আলী চৌধুরী
  • গ. মোঃ লুৎফর রহমান
  • ঘ. মোঃ ওয়াজেদ আলী

উত্তরঃ মোঃ লুৎফর রহমান

বিস্তারিত

312. ‘পথিক তুমি পথ হারাইয়াছ’ কথাটি কার?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
  • গ. মীর মশাররফ হোসেন
  • ঘ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়

বিস্তারিত

313. ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. শামসুদদীন আবুল কালাম
  • গ. খান মুহাম্মদ মইনুউদ্দিন
  • ঘ. মোহাম্মদ নাসিরউদ্দিন

উত্তরঃ মোহাম্মদ নাসিরউদ্দিন

বিস্তারিত

314. কোন গ্রন্থটি ঢাকার হতে প্রথম প্রকাশিত হয়েছিল?

  • ক. মেঘনাদবধ কাব্য
  • খ. দুর্গেশনন্দিনী
  • গ. নীলদর্পণ
  • ঘ. অগ্নিবীণা

উত্তরঃ নীলদর্পণ

বিস্তারিত

315. ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

  • ক. মোহাম্মদ আকরম খাঁ
  • খ. তফাজ্জল হোসেন
  • গ. মোহাম্মদ নাসিরউদ্দিন
  • ঘ. সিকান্দার আবু জাফর

উত্তরঃ সিকান্দার আবু জাফর

বিস্তারিত

316. সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন?

  • ক. গোলাম মোস্তফা
  • খ. ফররুখ আহমদ
  • গ. ভাই গিরীশচন্দ্র সেন
  • ঘ. সুনীতিকুমার চট্রোপাধ্যায়

উত্তরঃ ভাই গিরীশচন্দ্র সেন

বিস্তারিত

317. বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৯৫৫ সালে
  • খ. ১৯৩৫ সালে
  • গ. ১৯৫২ সালে
  • ঘ. ১৩৫২ সালে

উত্তরঃ ১৯৫৫ সালে

বিস্তারিত

318. ‘মানষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর’।- এ পঙক্তিটি কার রচনা?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. শেখ ফজলুল করিম
  • ঘ. শামসুর রহমান

উত্তরঃ শেখ ফজলুল করিম

বিস্তারিত

319. বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?

  • ক. বাংলার প্রকৃতির কথা
  • খ. বাংলার মানুষের কথা
  • গ. বাংলার ইতিহাসের কথা
  • ঘ. বাংলার সংস্কৃতির কথা

উত্তরঃ বাংলার প্রকৃতির কথা

বিস্তারিত

320. ‘রোহিণী’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?

  • ক. চরিত্রহীন
  • খ. গৃহদান
  • গ. কৃষ্ণকান্তের উইল
  • ঘ. সংশপ্তক

উত্তরঃ কৃষ্ণকান্তের উইল

বিস্তারিত

321. ‘একুশে ফেব্রুয়ারি’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?

  • ক. হাসান হাফিজুর রহমান
  • খ. বেগম সুফিয়া কামাল
  • গ. মুনীর চৌধুরী
  • ঘ. আবুল হায়াত

উত্তরঃ হাসান হাফিজুর রহমান

বিস্তারিত

322. কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?

  • ক. বিষবৃক্ষ
  • খ. গণদেবতা
  • গ. আরাণ্যক
  • ঘ. ঘরে বাইরে

উত্তরঃ ঘরে বাইরে

বিস্তারিত

323. কবি কাজী নজরুল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন?

  • ক. বারীন্দ্রকুমার ঘোষকে
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুরকে
  • গ. বীরজাসুন্দরী দেবীকে
  • ঘ. মুজাফফর আহমদকে

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে

বিস্তারিত

324. ‘সোনালী কাবিন’- এর রচয়িতা কে?

  • ক. হাসান হাফিজুর রহমান
  • খ. আল মাহমুদ
  • গ. হুমায়ন আজাদ
  • ঘ. শক্তি চট্রোপাধ্যায়

উত্তরঃ আল মাহমুদ

বিস্তারিত

325. ‘ঠকচাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?

  • ক. আলালের ঘরে দুলাল
  • খ. জোহরা
  • গ. মৃত্যুক্ষুধা
  • ঘ. হাজার বছর ধরে

উত্তরঃ আলালের ঘরে দুলাল

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects