বাংলা সাহিত্য
- ক. কবি ফেরদৌসী
- খ. মওলানা রুমী
- গ. কবি নিজামী
- ঘ. কবি জমি
উত্তরঃ কবি ফেরদৌসী
302. বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ-এর আবিষ্কারক-
- ক. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
- খ. ডক্টর সুনীতিকুমার চট্রোপাধ্যায়
- গ. ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী
- ঘ. ডক্টর সুকুমার সেন
উত্তরঃ ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী
303. হিন্দি পদুমাবৎ- এর অবলম্বনে পদ্মবতী কাব্যের রচয়িতা-
- ক. দৌলত উজির বাহরাম খান
- খ. সৈয়দ সুলতান
- গ. আবদুল করিম সাহিত্যবিশারদ
- ঘ. আলাওল
উত্তরঃ আলাওল
304. তত্ত্ববোধিনী পত্রিকা প্র্রথম প্রকাশিত হয়-
- ক. ১৮৪১ সালে
- খ. ১৮৪২ সালে
- গ. ১৯৫০ সালে
- ঘ. ১৮৪৩ সালে
উত্তরঃ ১৮৪৩ সালে
305. ‘বীরবল’ নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম-
- ক. প্রমথ চৌধুরী
- খ. ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়
- গ. সুধীন্দ্রনাথ দত্ত
- ঘ. নবীনচন্দ্র সেন
উত্তরঃ প্রমথ চৌধুরী
306. “আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে” লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়-
- ক. মুকুন্দরাম চক্রবর্তী
- খ. ভারতচন্দ্র রায়গুণাকর
- গ. মদনমোহন তর্কালংকার
- ঘ. কামিনী রায়
উত্তরঃ ভারতচন্দ্র রায়গুণাকর
307. ১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন-
- ক. হুমায়ন আজাদ
- খ. আহমদ রফিক
- গ. ওয়াকিল আহমদ
- ঘ. আবদুল মতিন খান
উত্তরঃ ওয়াকিল আহমদ
308. ‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ এই পঙক্তিটি নিচের একজনের লেখা-
- ক. লালন শাহ্
- খ. সিরাজ সাঁই
- গ. মদন বাউল
- ঘ. পাগলা কানাই
উত্তরঃ লালন শাহ্
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. মোহাম্মদ মনিরুজ্জামান
- গ. সত্যেন্দ্রনাথ দত্ত
- ঘ. নির্মলেন্দু গুন
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত
310. ‘মানব জীবন’ ‘মহৎ জীবন’ ‘উন্নত জীবন’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
- ক. এস. ওয়াজেদ আলী
- খ. এয়াকুব আলী চৌধুরী
- গ. মোঃ লুৎফর রহমান
- ঘ. মোঃ ওয়াজেদ আলী
উত্তরঃ মোঃ লুৎফর রহমান
- ক. সওগাত
- খ. মোহাম্মদী
- গ. সমকাল
- ঘ. শিখা
উত্তরঃ শিখা
312. ‘পথিক তুমি পথ হারাইয়াছ’ কথাটি কার?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
- গ. মীর মশাররফ হোসেন
- ঘ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
313. ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. শামসুদদীন আবুল কালাম
- গ. খান মুহাম্মদ মইনুউদ্দিন
- ঘ. মোহাম্মদ নাসিরউদ্দিন
উত্তরঃ মোহাম্মদ নাসিরউদ্দিন
314. কোন গ্রন্থটি ঢাকার হতে প্রথম প্রকাশিত হয়েছিল?
- ক. মেঘনাদবধ কাব্য
- খ. দুর্গেশনন্দিনী
- গ. নীলদর্পণ
- ঘ. অগ্নিবীণা
উত্তরঃ নীলদর্পণ
315. ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- ক. মোহাম্মদ আকরম খাঁ
- খ. তফাজ্জল হোসেন
- গ. মোহাম্মদ নাসিরউদ্দিন
- ঘ. সিকান্দার আবু জাফর
উত্তরঃ সিকান্দার আবু জাফর
316. সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন?
- ক. গোলাম মোস্তফা
- খ. ফররুখ আহমদ
- গ. ভাই গিরীশচন্দ্র সেন
- ঘ. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
উত্তরঃ ভাই গিরীশচন্দ্র সেন
317. বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯৫৫ সালে
- খ. ১৯৩৫ সালে
- গ. ১৯৫২ সালে
- ঘ. ১৩৫২ সালে
উত্তরঃ ১৯৫৫ সালে
318. ‘মানষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর’।- এ পঙক্তিটি কার রচনা?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. শেখ ফজলুল করিম
- ঘ. শামসুর রহমান
উত্তরঃ শেখ ফজলুল করিম
319. বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?
- ক. বাংলার প্রকৃতির কথা
- খ. বাংলার মানুষের কথা
- গ. বাংলার ইতিহাসের কথা
- ঘ. বাংলার সংস্কৃতির কথা
উত্তরঃ বাংলার প্রকৃতির কথা
320. ‘রোহিণী’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
- ক. চরিত্রহীন
- খ. গৃহদান
- গ. কৃষ্ণকান্তের উইল
- ঘ. সংশপ্তক
উত্তরঃ কৃষ্ণকান্তের উইল
321. ‘একুশে ফেব্রুয়ারি’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
- ক. হাসান হাফিজুর রহমান
- খ. বেগম সুফিয়া কামাল
- গ. মুনীর চৌধুরী
- ঘ. আবুল হায়াত
উত্তরঃ হাসান হাফিজুর রহমান
322. কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?
- ক. বিষবৃক্ষ
- খ. গণদেবতা
- গ. আরাণ্যক
- ঘ. ঘরে বাইরে
উত্তরঃ ঘরে বাইরে
323. কবি কাজী নজরুল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন?
- ক. বারীন্দ্রকুমার ঘোষকে
- খ. রবীন্দ্রনাথ ঠাকুরকে
- গ. বীরজাসুন্দরী দেবীকে
- ঘ. মুজাফফর আহমদকে
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে
324. ‘সোনালী কাবিন’- এর রচয়িতা কে?
- ক. হাসান হাফিজুর রহমান
- খ. আল মাহমুদ
- গ. হুমায়ন আজাদ
- ঘ. শক্তি চট্রোপাধ্যায়
উত্তরঃ আল মাহমুদ
325. ‘ঠকচাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
- ক. আলালের ঘরে দুলাল
- খ. জোহরা
- গ. মৃত্যুক্ষুধা
- ঘ. হাজার বছর ধরে
উত্তরঃ আলালের ঘরে দুলাল