বাংলা সাহিত্য

326. ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?

  • ক. ১৮৮৫ সালে
  • খ. ১৮৭২ সালে
  • গ. ১৮৭৫ সালে
  • ঘ. ১৮৮১ সালে

উত্তরঃ ১৮৭২ সালে

বিস্তারিত

327. ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’। এই উক্তিটি কার?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুরের
  • খ. কাজী আবদুল ওদুদের
  • গ. মোহাম্মদ লুৎফর রহমানের
  • ঘ. প্রমথ চৌধুরীর

উত্তরঃ প্রমথ চৌধুরীর

বিস্তারিত

328. ‘প্রভাত চিন্তা’, ‘নিভৃত চিন্তা’, ‘নিশীথ চিন্তা’ প্রভৃতি প্রন্ধের রচয়িতা-

  • ক. কালীপ্রসন্ন সিংহ
  • খ. কালীপ্রসন্ন ঘোষ
  • গ. কৃষ্ণচন্দ্র মজুমদার
  • ঘ. এস. ওয়াজেদ আলী

উত্তরঃ কালীপ্রসন্ন ঘোষ

বিস্তারিত

329. ‘সমকাল’ পত্রিকার সম্পাদক ছিলেন?

  • ক. বিনয় ঘোষ
  • খ. সিকান্দার আবু জাফর
  • গ. মোহাম্মদ আকরম খাঁ
  • ঘ. তফাজ্জল হোসেন

উত্তরঃ সিকান্দার আবু জাফর

বিস্তারিত

330. ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য-

  • ক. জীবনানুভূতির গভীরতায়
  • খ. দৃষ্টিভঙ্গির সূক্ষ্ণতায়
  • গ. কাহিনীর সরলতা ও জটিলতায়
  • ঘ. ভাষার প্রকারভেদে

উত্তরঃ জীবনানুভূতির গভীরতায়

বিস্তারিত

331. বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম-

  • ক. সুন্দরম
  • খ. লোকায়ত
  • গ. উত্তরাধিকার
  • ঘ. কিছুধ্বনি

উত্তরঃ উত্তরাধিকার

বিস্তারিত

333. “সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন হউক দুর অকল্যাণ সকল অশোভন।” চরণ দুটি কার লেখা?

  • ক. কাজী নজরুল ইসলামের
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুরের
  • গ. গোলাম মোস্তাফার
  • ঘ. শেখ ফজলল করিমের

উত্তরঃ শেখ ফজলল করিমের

বিস্তারিত

334. ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ -এর প্রধান লেখকক ছিলেন?

  • ক. কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
  • খ. মোহাম্মদ বরকতউল্লাহ, আবুল কালাম শামসুদ্দীন প্রমুখ
  • গ. মোহাম্মদ আকরম খাঁ, মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ
  • ঘ. কাজী ইমদাদুল হক, মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ

উত্তরঃ কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ

বিস্তারিত

335. কবি জসীমউদদীনের জীবনকাল কোনটি?

  • ক. ১৯০৩-১৯৭৬ ইং
  • খ. ১৮৮৯-১৯৬৬ ইং
  • গ. ১৮৯৯-১৯৯৭ ইং
  • ঘ. ১৯১৯-১৯৮৭ ইং

উত্তরঃ ১৯০৩-১৯৭৬ ইং

বিস্তারিত

336. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপভঙ্গ’ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-

  • ক. ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
  • খ. বাধা-বিপত্তি প্রতিভাকে প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে
  • গ. প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী
  • ঘ. ভাঙার পরেই গড়ার কাজ শুরু হয়

উত্তরঃ ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়

বিস্তারিত

337. কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়?

  • ক. আনোয়ার পাশা
  • খ. ইস্তাম্বুল যাত্রীর পত্র
  • গ. কুচবরণ কন্যা
  • ঘ. সোনার শিকল

উত্তরঃ কুচবরণ কন্যা

বিস্তারিত

338. কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়?

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. প্যারীচাঁদ মিত্র
  • ঘ. দীনবন্ধু মিত্র

উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত

বিস্তারিত

339. ‘বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানিনী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে যত যামিনী’- এই কবিতাংশটুকুর কবি কে?

  • ক. বেনজীর আহমেদ
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. জীবনানন্দ দাশ
  • ঘ. শামসুর রহমান

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

340. বাংলা সাহিত্যের ‘ভোরের পাখি’ বলা হয় কাকে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. রাজশেখর বসু
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. বিহারীলাল চক্রবর্তী

উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী

বিস্তারিত

341. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?

  • ক. জগৎ মোহিনী
  • খ. বসন্তকুমারী
  • গ. আয়না
  • ঘ. মোহনী প্রেমদাস

উত্তরঃ বসন্তকুমারী

বিস্তারিত

342. কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?

  • ক. প্রমথ নাথ
  • খ. প্রমথ চৌধুরী
  • গ. প্রেমেন্দ্র মিত্র
  • ঘ. প্রমথ নাথ বসু

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

343. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?

  • ক. আলাওল
  • খ. ফকির গরীবুল্লাহ
  • গ. সৈয়দ হামজা
  • ঘ. রেজাউদ্দৌলা

উত্তরঃ সৈয়দ হামজা

বিস্তারিত

344. ‘বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম-

  • ক. গবেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
  • খ. মধুসূদন ও কুমুুদিনী
  • গ. গোবিন্দলাল ও রোহিণী
  • ঘ. সুরেশ ও অচলা

উত্তরঃ গোবিন্দলাল ও রোহিণী

বিস্তারিত

345. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জম্ম শতবার্ষিকী পালিত হয়?

  • ক. ১৯৫১ সালে
  • খ. ১৯৬১ সালে
  • গ. ১৯৭১ সালে
  • ঘ. ১৯৮১ সালে

উত্তরঃ ১৯৬১ সালে

বিস্তারিত

346. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?

  • ক. জিঞ্জীরা- কাজী নজরুল ইসলাম
  • খ. সাত সাগরের মাঝি- ফররুখ আহমদ
  • গ. দিলরুবা- আবদুল কাদির
  • ঘ. নূরনামা- আবদুল হাকিম

উত্তরঃ সাত সাগরের মাঝি- ফররুখ আহমদ

বিস্তারিত

347. ‘অনল প্রবাহ’ রচনা করেন-

  • ক. সেয়দ ইসমাইল হোসেন চৌধুরী
  • খ. মোজাম্মেল হক
  • গ. এয়াকুব আলী চৌধুরী
  • ঘ. মুনিরুজ্জামান ইসলামাবাদি

উত্তরঃ সেয়দ ইসমাইল হোসেন চৌধুরী

বিস্তারিত

348. জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ-

  • ক. ধূসর পাণ্ডুলিপি
  • খ. নাম রেখেছি কোমল গান্ধার
  • গ. একক সন্ধ্যায় বসন্ত
  • ঘ. অন্ধকারে একা

উত্তরঃ ধূসর পাণ্ডুলিপি

বিস্তারিত

349. কোনটি ঐতিহাসিক নাটক?

  • ক. শর্মিষ্ঠা
  • খ. রাজসিংহ
  • গ. পলাশীর যুদ্ধ
  • ঘ. রক্তাক্ত প্রান্তর

উত্তরঃ রক্তাক্ত প্রান্তর

বিস্তারিত

350. মাইকেল মধুসূদন দত্তের দেশ প্রেমের প্রবল প্রকাশ ঘটেছে-

  • ক. মহাকাব্যে
  • খ. নাটকে
  • গ. পত্রকাব্যে
  • ঘ. সনেটে

উত্তরঃ সনেটে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects