বাংলা সাহিত্য
401. ‘কল্লোল’ পত্রিকার সম্পাদক -
- ক. বুদ্ধদেব বসু
- খ. জীবনানন্দ দাশ
- গ. প্রেমেন্দ্র মিত্র
- ঘ. দীনেশ রঞ্জন দাশ
উত্তরঃ দীনেশ রঞ্জন দাশ
404. ‘নিরালোকে দিব্যরথ’ কাব্যগ্রন্থটি কার লেখা?
- ক. সিকান্দার আবু জাফর
- খ. আল মাহমুদ
- গ. শামসুর রাহমান
- ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ শামসুর রাহমান
405. মেঘনাদবধ কাব্যে কোনটির প্রবল প্রকাশ ঘটেছে?
- ক. জাতিসত্তা
- খ. দেশপ্রেম
- গ. স্বজনপ্রীতি
- ঘ. আত্মপ্রীতি
উত্তরঃ দেশপ্রেম
406. ‘রক্তাক্ত প্রান্তর’ এর পটভূমি ছিল -
- ক. মহান মুক্তিযুদ্ধ
- খ. ভাষা আন্দোলন
- গ. পানি পথের ৩য় যুদ্ধ
- ঘ. পলাশীর যুদ্ধ
উত্তরঃ পানি পথের ৩য় যুদ্ধ
407. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
- ক. সোনার তরী
- খ. গীতাঞ্জলি
- গ. চিত্রা
- ঘ. ক্ষণিকা
উত্তরঃ গীতাঞ্জলি
408. অমর কথাশিল্পী নামে পরিচিত -
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. কাজী মোতাহার হোসেন
- ঘ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
উত্তরঃ শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
409. বাংলা সাহিত্য ধরার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন -
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. প্যারীচাঁদ মিত্র
- ঘ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র
410. হেমিংওয়ের ‘দি ওল্ডম্যান এন্ড দি সি’ - গ্রন্থের বঙ্গানুবাদ করেছেন -
- ক. ফজলে লোহানী
- খ. ফতেহ লোহানী
- গ. কামাল লোহানী
- ঘ. জামাল লোহানী
উত্তরঃ ফতেহ লোহানী
411. নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?
- ক. বিদ্রোহী
- খ. মুক্তি
- গ. রণ সঙ্গীত
- ঘ. লিচু চোর
উত্তরঃ মুক্তি
413. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জম্মদিন কোনটি?
- ক. ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ
- খ. ২৫ বৈশাখ ১২৯৮ বঙ্গাব্দ
- গ. ২৫ বৈশাখ ১২৭৬ বঙ্গাব্দ
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ
415. ‘চর্যাপদ’ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
- ক. বঙ্গীয় সাহিত্য পরিষদ
- খ. শ্রীরামপুর মিশন
- গ. এশিয়াটিক সোসাইটি
- ঘ. ফোর্ট উইলিয়াম কলেজ
উত্তরঃ বঙ্গীয় সাহিত্য পরিষদ
416. মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে?
- ক. নাসির উদ্দীন শাহ
- খ. মুর্শিদ কুলি খাঁ
- গ. শাহ সুজা
- ঘ. আলাউদ্দিন হুসেন শাহ
উত্তরঃ আলাউদ্দিন হুসেন শাহ
417. ‘ইউসুফ জুলেখা’ কাব্য কোন কবির রচনা?
- ক. শাহ মুহম্মদ সগীর
- খ. আলাওল
- গ. সৈয়দ সুলতান
- ঘ. মুহম্মদ কবীর
উত্তরঃ শাহ মুহম্মদ সগীর
418. বিদ্যাপতি কোন ভাষায় তাঁর পদগুলো রচনা করেন?
- ক. সান্ধ্য ভাষা
- খ. মৈথিলি ভাষা
- গ. ব্রজবুলি ভাষা
- ঘ. অহমিয়া ভাষা
উত্তরঃ মৈথিলি ভাষা
419. মুকুন্দরাম চক্রবর্তী কোন মঙ্গল কাব্য ধারার কবি?
- ক. চণ্ডীমঙ্গল
- খ. মনসা মঙ্গল
- গ. ধর্ম মঙ্গল
- ঘ. অন্নদা মঙ্গল
উত্তরঃ চণ্ডীমঙ্গল
421. ‘চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা’ - বাক্যটি কার রচনা?
- ক. আলাওল
- খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- গ. মাইকেল মধুসূদন দত্ত
- ঘ. শাহাদাৎ হোসেন
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত
422. বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক -
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. সত্যেন্দ্র নাত দত্ত
- গ. মাইকেল মধুসূদন দত্ত
- ঘ. কাদের নওয়াজ
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
424. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের জম্ম সন কোনটি?
- ক. ১৮৩৮ খ্রি.
- খ. ১৮৩৬ খ্রি.
- গ. ১৮৩৭ খ্রি.
- ঘ. ১৮৩৯ খ্রি.
উত্তরঃ ১৮৩৮ খ্রি.
425. কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
- ক. ঘুম নেই
- খ. রাশিয়ার চিঠি
- গ. যোগাযোগ
- ঘ. রক্ত কবরী
উত্তরঃ ঘুম নেই