বাংলা সাহিত্য
476. বাংলা মুদ্রণযন্ত্র আবিষ্কার হয় কোন সালে?
- ক. ১৯০০
- খ. ১৮০০
- গ. ১৯৫২
- ঘ. ১৯৭১
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
- খ. হরপ্রসাদ শাস্ত্রী
- গ. ডক্টর সুনীতিকুমার চট্রোপাধ্যায়
- ঘ. ডক্টর সুকুমার সেন
উত্তরঃ হরপ্রসাদ শাস্ত্রী
- ক. চণ্ডীদাস
- খ. বিদ্যাপতি
- গ. দৌলত কাজী
- ঘ. বড়ু চণ্ডীদাস
উত্তরঃ বড়ু চণ্ডীদাস
479. জীবনান্দন দাশের প্রথম কাব্য কোনটি?
- ক. রূপসী বাংলা
- খ. ঝরা পালক
- গ. ধূসর পান্ডুলিপি
- ঘ. বনলতা সেন
উত্তরঃ ঝরা পালক
480. ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’র রচয়িতা কে?
- ক. মাইকেল মধুসূদন দত্ত
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. বিদ্যাপতি
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
481. বাংলা সাহিত্যে মধ্যযুগের শেষ কবি কে?
- ক. ভারতচন্দ্র রায়
- খ. বিজয় গুপ্ত
- গ. মুকুন্দরাম চক্রবর্তী
- ঘ. কানা হরিদত্ত
উত্তরঃ ভারতচন্দ্র রায়
482. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি?
- ক. বেতালপঞ্চবিংশতি
- খ. সীতার বনবাস
- গ. অতি অল্প হইল
- ঘ. শকুন্তলা
উত্তরঃ অতি অল্প হইল
484. বাংলা ভাষায় প্রথম ঔপন্যাসিক কে?
- ক. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. প্যারীচাঁদ মিত্র
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র
485. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের কোন গ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করেছিল?
- ক. শ্রীকান্ত
- খ. গ্রহদাহ
- গ. পথের দাবী
- ঘ. শেষ প্রশ্ন
উত্তরঃ পথের দাবী
487. কোনটি কাজী নজরুল ইসলামের লেখা উপন্যাস?
- ক. চক্রবাক
- খ. মৃত্যুক্ষুধা
- গ. আলেয়া
- ঘ. সাম্যবাদী
উত্তরঃ মৃত্যুক্ষুধা
488. প্রমথ চৌধুরী সম্পাদিত সাময়িকপত্র কোনটি?
- ক. ভারতী
- খ. যুগান্তর
- গ. সবুজপত্র
- ঘ. সওগাত
উত্তরঃ সবুজপত্র
- ক. কবীন্দ্র পরমেশ্বর
- খ. কৃত্তিদাস
- গ. নিত্যানন্দ আচার্য
- ঘ. চন্দ্রাবতী
উত্তরঃ কবীন্দ্র পরমেশ্বর
490. আরাকান রাজসভার কবি ছিলেন -
- ক. দৌলত উজির বাহরাম খান
- খ. দোনাগাজী
- গ. আলাওল
- ঘ. ফকির গরীবুল্লাহ
উত্তরঃ আলাওল
491. মুক্তিযুদ্ধ-কেন্দ্রিক উপন্যাস নয় কোনটি?
- ক. যাত্রা
- খ. দুই সৈনিক
- গ. রাইফেল রোটি আওরাত
- ঘ. নীল ময়ূরের যৌবন
উত্তরঃ নীল ময়ূরের যৌবন
492. ‘নীল দর্পণ’ নাটকের রচয়িতা কে?
- ক. জহির রায়হান
- খ. মুনীর চৌধুরী
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. দীনবন্ধু মিত্র
উত্তরঃ দীনবন্ধু মিত্র
493. ‘নীলদর্পণ’ নাটকের রচয়িতা কে?
- ক. জহির রায়হান
- খ. মুনীর চৌধুরী
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. দীনবন্ধু মিত্র
উত্তরঃ দীনবন্ধু মিত্র
494. ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ -এই উক্তিটি কার?
- ক. চণ্ডীদাস
- খ. বিবেকানন্দ
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ চণ্ডীদাস
495. বাংলা সাহিত্যে গদ্যের জনক কে?
- ক. প্যারীচাঁদ মিত্র
- খ. রাজা রামমোহন
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
497. ‘পদ্মবতী’ কাব্যের রচয়িতা আলাওল কোন যুগের কবি?
- ক. প্রাচীন যুগের
- খ. আধুনিক যুগের
- গ. মধ্য যুগের
- ঘ. উত্তর আধুনিক যুগের
উত্তরঃ মধ্য যুগের
498. ‘যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান’- পঙক্তিটি কোন কবির রচনা?
- ক. দ্বিজেন্দ্রলাল রায়
- খ. অতুল প্রসাদ সেন
- গ. সৈয়দ শামসুল হক
- ঘ. নির্মলেন্দু গুণ
উত্তরঃ সৈয়দ শামসুল হক
499. প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি?
- ক. আবুল ফজাল
- খ. আব্দুল হাই
- গ. কাজেম আল কোরেশী
- ঘ. শেখ আজিজুর রহমান
উত্তরঃ শেখ আজিজুর রহমান
500. কাজী নজরুল ইসলাম রচিত ‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
- ক. সিন্ধু হিন্দোল
- খ. অগ্নিবীণা
- গ. ভাঙার গান
- ঘ. বিষের বাঁশি
উত্তরঃ অগ্নিবীণা