বাংলা সাহিত্য

526. ‘জয়গুন’ - কোন ‍উপন্যাসের চরিত্র?

  • ক. জননী
  • খ. সূর্যদীঘল বাড়ী
  • গ. সারেং বৌ
  • ঘ. হাজার বছর ধরে

উত্তরঃ সূর্যদীঘল বাড়ী

বিস্তারিত

527. ‘মনপুরা-৭০’ কী?

  • ক. একটি উপজেলা
  • খ. একটি নদী বন্দর
  • গ. একটি উপন্যাস
  • ঘ. একটি চিত্রশিল্প

উত্তরঃ একটি চিত্রশিল্প

বিস্তারিত

528. কোনটি হযরত মুহাম্মদ (স) এর জীবনী গ্রন্থ?

  • ক. মরুমায়া
  • খ. মরুভাস্কর
  • গ. মরুতীর্থ
  • ঘ. মরুকুসুম

উত্তরঃ মরুভাস্কর

বিস্তারিত

529. বাংলা একাডেমির ১ম মহাপরিচালক কে?

  • ক. প্রফেসর আবদুল হাই
  • খ. ড. মুহম্মদ শহিদুল্লাহ
  • গ. কাজী মোতাহার হোসেন
  • ঘ. ড. এনামুল হক

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

530. রামায়ণের রচয়িতা -

  • ক. রত্নাকর দস্যু
  • খ. কবীন্ত্র পরমেশ্বর
  • গ. কৃত্তিবাস ওজা
  • ঘ. মাগন ঠাকুর

উত্তরঃ রত্নাকর দস্যু

বিস্তারিত

531. প্রথম বাংলা ‘থিসরাস’ অভিধান সংকলন করেছেন?

  • ক. অশোক মুখোপাধ্যায়
  • খ. জগন্নাত চক্রবর্তী
  • গ. আশীষ রায়
  • ঘ. ড. মুহম্মদ শহিদুল্লাহ

উত্তরঃ অশোক মুখোপাধ্যায়

বিস্তারিত

532. ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটি কার রচনা?

  • ক. আবুল ফজল
  • খ. কৌটিল্য
  • গ. ইবনে খালদুন
  • ঘ. দীনেশ চন্দ্র সেন

উত্তরঃ কৌটিল্য

বিস্তারিত

533. ‘বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ’ গ্রন্থের রচয়িতার নাম -

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ. বিদ্যাপতি
  • গ. ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
  • ঘ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়

উত্তরঃ ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়

বিস্তারিত

534. বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?

  • ক. প্যারীচাঁদ মিত্র
  • খ. মোহিতলাল মজুমদার
  • গ. বিহারীলাল চক্রবর্তী
  • ঘ. মাইকেল মধুসূদন দত্ত

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

535. ‘চর্যাপদ’ আবিষ্কৃত হয় কত সালে?

  • ক. ১৯০৯
  • খ. ১৭৯৮
  • গ. ১৯০৭
  • ঘ. ১৭০৯

উত্তরঃ ১৯০৭

বিস্তারিত

536. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ - কি ধরনের রচনা?

  • ক. ছোটগল্প
  • খ. কাব্যনাটক
  • গ. উপন্যাস
  • ঘ. পত্রোপন্যাস

উত্তরঃ কাব্যনাটক

বিস্তারিত

537. বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. প্যারীচাঁদ মিত্র
  • ঘ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

538. ‘ধূমকেতু’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

  • ক. বুদ্ধদেব বসু
  • খ. শাসমুর রহমান
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. শওকত ওসমান

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

539. প্রথম বাঙলা ভাষার ব্যাকরণ কে লেখেন?

  • ক. রামমোহন রায়
  • খ. ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড
  • গ. উইলিয়াম কেরী
  • ঘ. সুনীতিকুমার চট্রোপাধ্যায়

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

540. ‘মনসামঙ্গল’ কাব্যের একজন প্রধান রচয়িতা হলেন -

  • ক. দ্বিজ মাধব
  • খ. রামদাস আদক
  • গ. ময়ূর ভট্ট
  • ঘ. বিজয় গুপ্ত

উত্তরঃ বিজয় গুপ্ত

বিস্তারিত

541. ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যের নায়িকার নাম -

  • ক. মধুমালা
  • খ. রুপাই
  • গ. সাজু
  • ঘ. দুলী

উত্তরঃ সাজু

বিস্তারিত

542. ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. অক্ষয় কুমার দত্ত
  • গ. বুদ্ধদেব বসু
  • ঘ. প্রথম চৌধুরী

উত্তরঃ প্রথম চৌধুরী

বিস্তারিত

543. বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?

  • ক. আধুনিক যুগ
  • খ. মধ্যযুগ
  • গ. মধ্য বর্তমান যুগ
  • ঘ. প্রাচীন যুগ

উত্তরঃ আধুনিক যুগ

বিস্তারিত

544. গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?

  • ক. শবপোড়া
  • খ. মড়াদেহ
  • গ. শবদাহ
  • ঘ. শবমোড়া

উত্তরঃ শবদাহ

বিস্তারিত

545. বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. সৈয়দ আলী আহসান
  • গ. W. B. Yeats
  • ঘ. মাহফুজ আনাম

উত্তরঃ সৈয়দ আলী আহসান

বিস্তারিত

546. মধ্যযুদের সাহিত্যের সবচেয়ে উল্লেখযোগ্য শাখা কোনটি?

  • ক. অনুবাদ সাহিত্য
  • খ. রোমান্টিক প্রনয়োপাখ্যান
  • গ. মঙ্গলকাব্য
  • ঘ. জীবনী সাহিত্য

উত্তরঃ মঙ্গলকাব্য

বিস্তারিত

547. কোনটি হযরত মুহম্মদ (স) এর জীবনীগ্রন্থ?

  • ক. মরুমায়া
  • খ. মরুভাস্কর
  • গ. মরুতীর্থ
  • ঘ. মরুকুসুম

উত্তরঃ মরুভাস্কর

বিস্তারিত

548. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য -

  • ক. ইউসুফ জোলেখা
  • খ. রসুল বিজয়
  • গ. নূরনামা
  • ঘ. শবে মেরাজ

উত্তরঃ ইউসুফ জোলেখা

বিস্তারিত

549. ‘মহুয়া’ পালাটির রচয়িতা -

  • ক. দ্বিজ কানাই
  • খ. মনসুর বয়াতি
  • গ. নয়নচাঁদ ঘোষ
  • ঘ. দ্বিজ ঈশান

উত্তরঃ দ্বিজ কানাই

বিস্তারিত

550. আধুনিক বাংলা মুসলিম সাহিত্যিকদের পথিকৃৎ কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. গোলাম মোস্তফা
  • গ. মীর মশাররফ হোসেন
  • ঘ. আকরাম খাঁ

উত্তরঃ মীর মশাররফ হোসেন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects