বাংলা সাহিত্য
502. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
- ক. হাঙর নদী গ্রেনেড
- খ. শবনম
- গ. আরেক ফাল্গুন
- ঘ. চিলেকোঠার সেপাই
উত্তরঃ হাঙর নদী গ্রেনেড
503. ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক কে?
- ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- খ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ প্রমথ চৌধুরী
504. সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক কে?
- ক. আব্দুল জাব্বার
- খ. আবদুল হাদী
- গ. মাহমুদুননবী
- ঘ. খুরশীদ আলম
উত্তরঃ আব্দুল জাব্বার
505. স্বাধীনতা উত্তর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র কোনটি?
- ক. জীবন থেকে নেয়া
- খ. লেট দেয়ার বি লাইট
- গ. ওরা ১১ জন
- ঘ. অরুণোদয়ের অগ্নিসাক্ষী
উত্তরঃ ওরা ১১ জন
506. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
- ক. মাটি আর অশ্রু
- খ. হাঙর নদী গ্রেনেড
- গ. সারেং বৌ
- ঘ. ক্রীতদাসের হাসি
উত্তরঃ হাঙর নদী গ্রেনেড
507. চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়?
- ক. নেপালের ধর্মশালা থেকে
- খ. বাঁকুড়ার এক গোয়াল ঘর থেকে
- গ. তিব্বতের ধর্মশালা থেকে
- ঘ. নেপালের রাজ গ্রন্থশালা থেকে
উত্তরঃ নেপালের রাজ গ্রন্থশালা থেকে
508. কোন সময়কে বাংলা সাহিত্যের ‘অন্ধকার যুগ’ বলা হয়?
- ক. ৬০০ - ৯৫০ খ্রি.
- খ. ১২০১ - ১৩৫০ খ্রি.
- গ. ১৩৫১ - ১৪৫০ খ্রি.
- ঘ. ৯৫০ - ১২০০ খ্রি.
উত্তরঃ ১২০১ - ১৩৫০ খ্রি.
509. শ্রীচৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনি কাব্য রচনা করেন -
- ক. লোচন দাস
- খ. গোবিন্দ দাস
- গ. জয়ানন্দ দাস
- ঘ. বৃন্দাবন দাস
উত্তরঃ বৃন্দাবন দাস
510. ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজার সভাকবি ছিলেন?
- ক. রাজা চন্দ্রগুপ্তের
- খ. রাজা বিক্রমাদিত্যের
- গ. লক্ষ্মণসেনের
- ঘ. রাজা কৃষ্ণচন্দ্রের
উত্তরঃ রাজা কৃষ্ণচন্দ্রের
511. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করে?
- ক. সংস্কৃত কলেজ
- খ. প্রেসিডেন্সী কলেজ
- গ. ফোর্ট উইলিয়াম কলেজ
- ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয়
উত্তরঃ সংস্কৃত কলেজ
512. বত্রিশ সিংহাসনের রচয়িতা -
- ক. গোলকনাথ শর্মা
- খ. রাম রাম বসু
- গ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
- ঘ. মদন মোহন তর্কালঙ্কার
উত্তরঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
513. রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম
- ক. গৌড়ীয় ব্যাকরণ
- খ. ভাষা ও ব্যাকরণ
- গ. বর্ণ পরিচয়
- ঘ. সরল বাংলা ব্যাকরণ
উত্তরঃ গৌড়ীয় ব্যাকরণ
514. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি?
- ক. ভদ্রার্জুন
- খ. কীর্তিবিলাস
- গ. শর্মিষ্ঠা
- ঘ. কুলীনকুল সর্বঙ্গ
উত্তরঃ শর্মিষ্ঠা
515. মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল -
- ক. তত্ত্ববোধিনী
- খ. শিখা
- গ. মোহম্মদী
- ঘ. সবুজপত্র
উত্তরঃ শিখা
516. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি?
- ক. দুর্গেশনন্দিনী
- খ. কপালকুণ্ডলা
- গ. মৃণালিনী
- ঘ. বিষবৃক্ষ
উত্তরঃ দুর্গেশনন্দিনী
517. রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কোন সালে?
- ক. ১৯১০
- খ. ১৯১১
- গ. ১৯১২
- ঘ. ১৯১৩
উত্তরঃ ১৯১৩
518. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
- ক. পল্লীসমাজ
- খ. শেষ প্রশ্ন
- গ. পদ্মরাগ
- ঘ. পরিণীতা
উত্তরঃ পদ্মরাগ
519. লেটো গানের দলে যোগ দিয়েছিলেন কে?
- ক. হুমায়ূন আহমেদ
- খ. রফিক আজাদ
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. আবুল ফজল
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
520. ‘পদ্মার পলিদ্বীপ’ - কার রচনা?
- ক. জহির রায়হান
- খ. মাহবুবুল আলম
- গ. আব্দুল ইসহাক
- ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তরঃ আব্দুল ইসহাক
521. ‘ষোল নয়, আমর মাতৃভাষা ষোলশত রূপ’ - কথাটি কে বলেছেন?
- ক. ড. মু শহীদুল্লাহ
- খ. মুনীর চৌধুরী
- গ. আব্দুল হাই
- ঘ. হুমায়ূন আজাদ
উত্তরঃ মুনীর চৌধুরী
522. ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি কে লিখেছেন?
- ক. সুফিয়া কামাল
- খ. নির্মলেন্দু গুণ
- গ. রফিক আজাদ
- ঘ. শামসুর রহমান
উত্তরঃ শামসুর রহমান
523. ‘তোমাকে অভিবাদন বাংলাদেশ’ - কে জানিয়েছেন এই অভিবাদন?
- ক. সৈয়দ শামসুল হক
- খ. আসাদ চৌধুরী
- গ. কামাল চৌধুরী
- ঘ. অসীম সাহা
উত্তরঃ সৈয়দ শামসুল হক
524. ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়?
- ক. বঙ্গদূত
- খ. জ্ঞানান্বেষণ
- গ. জ্ঞানাংকুর
- ঘ. সংবাদপ্রভাকর
উত্তরঃ জ্ঞানান্বেষণ
- ক. সৈয়দ আলাওল
- খ. দীনবন্ধু মিত্র
- গ. জৈনুদ্দীন
- ঘ. অমিয় দেব
উত্তরঃ সৈয়দ আলাওল