বাংলা সাহিত্য

551. পল্লীকবি জসীম উদ্দীন কত সালে মারা যান?

  • ক. ১৯৭৬
  • খ. ১৯৭৮
  • গ. ১৯৭৪
  • ঘ. ১৯৭২

উত্তরঃ ১৯৭৬

বিস্তারিত

552. ‘ভ্রান্তিবিলাস’ কার লেখা?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
  • ঘ. প্রমথ চৌধুরী

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

553. কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস?

  • ক. স্বর্ণলতা
  • খ. কপালকুণ্ডলা
  • গ. আলারের ঘরের দুলাল
  • ঘ. ফুলমণি ও করুণার বিবরণ

উত্তরঃ কপালকুণ্ডলা

বিস্তারিত

554. ‘বীরাঙ্গনা কাব্য’ কার রচনা?

  • ক. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. অক্ষয় কুমার দত্ত
  • ঘ. মাইকেল মধুসূদন দত্ত

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

555. ‘মৃত্যুক্ষধা’ উপন্যাসটি কে রচনা করেন?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. সঞ্জীবচন্দ্র চট্রোপাধ্যায়
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. রামমোহন রায়

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

556. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক?

  • ক. কৃষ্ণকুমারী
  • খ. রক্তকরবী
  • গ. বসন্তকুমারী
  • ঘ. সধবার একাদশী

উত্তরঃ রক্তকরবী

বিস্তারিত

557. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে/কে বাঁচিতে চায়?’ - উক্তিটি কার?

  • ক. মাইকেল মধুসূদন দত্ত
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  • ঘ. বিহারীলাল চক্রবর্তী

উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

558. ‘নয়নচারা’ গল্পের লেখক কে?

  • ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • খ. আখতারুজ্জামান ইলিয়াস
  • গ. মানিক বন্দ্যোপাধ্যায়
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ

বিস্তারিত

559. বাংলা গদ্যের জনক কালে বলা হয়?

  • ক. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. প্যারিচাঁদ মিত্র
  • ঘ. কালীপ্রসন্ন সিংহ

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

560. ‘তরঙ্গভঙ্গ’ নাটকটির রচয়িতা কে?

  • ক. সৈয়দ শামসুল হক
  • খ. সৈয়দ ওয়ালী উল্লাহ
  • গ. সৈয়দ মুজতবা আলী
  • ঘ. সৈয়দ মঞ্জুরুল ইসলাম

উত্তরঃ সৈয়দ ওয়ালী উল্লাহ

বিস্তারিত

561. ‘আয়নাবাজি’ চলচ্চিত্রের পরিচালকের নাম কী?

  • ক. অমিতাভ রেজা
  • খ. গাজী রাফায়াত
  • গ. আবু সাইয়ীদ
  • ঘ. তৌকির আহমদ

উত্তরঃ অমিতাভ রেজা

বিস্তারিত

562. শাহ্ আব্দুল করিমের জম্ম কোন জেলায়?

  • ক. মানিকগঞ্জ
  • খ. মুন্সিগঞ্জ
  • গ. নারয়ণগঞ্জ
  • ঘ. সুনামগঞ্জ

উত্তরঃ সুনামগঞ্জ

বিস্তারিত

563. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?

  • ক. ১৯০৩
  • খ. ১৯১৩
  • গ. ১৯২৩
  • ঘ. ১৯৩৩

উত্তরঃ ১৯১৩

বিস্তারিত

564. ‘নূরলদীনের সারাজীবন’ নাটকের পটভূমি কী?

  • ক. ভাষা আন্দোলন
  • খ. মুক্তিযুদ্ধ
  • গ. অসহযোগ আন্দোলন
  • ঘ. কৃষক বিদ্রোহ

উত্তরঃ কৃষক বিদ্রোহ

বিস্তারিত

565. ‘বন্দী শিবির থেকে’ কাব্যটি কার লেখা?

  • ক. শামসুর রহমান
  • খ. নির্মলেন্দু গুণ
  • গ. সৈয়দ শামসুল হক
  • ঘ. জীবনান্দন

উত্তরঃ শামসুর রহমান

বিস্তারিত

566. শহিদ জননী জাহানারা ইমামের রচনা কোনটি?

  • ক. হৃদয়ে একাত্তর
  • খ. মূলধারা একাত্তর
  • গ. একাত্তরের দিনগুলি
  • ঘ. স্বাধীনতা ১৯৭১

উত্তরঃ একাত্তরের দিনগুলি

বিস্তারিত

567. ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসের রচয়িতা কে?

  • ক. আখতারুজ্জামান ইলিয়াস
  • খ. হাসান আজিজুল হক
  • গ. সৈয়দ শামসুল হক
  • ঘ. সৈয়দ ওয়ালী উল্লাহ

উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস

বিস্তারিত

568. বাংলা ভাষার সার্থক মহাকাব্য কোনটি?

  • ক. মেঘনাদবধ
  • খ. বৃত্রসংহার
  • গ. কুরুক্ষেত্র
  • ঘ. মহাশ্মশান

উত্তরঃ মেঘনাদবধ

বিস্তারিত

569. ‘রূপসী বাংলা’ কাব্যের কবির নাম -

  • ক. বুদ্ধদেব বসু
  • খ. সুধীন্দ্রনাথ দত্ত
  • গ. অমিয় চক্রবর্তী
  • ঘ. জীবনানন্দ দাশ

উত্তরঃ জীবনানন্দ দাশ

বিস্তারিত

570. ‘মৃত্যু ক্ষুধা’ উপন্যাসের লেখক কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. আবু ইসহাক
  • গ. সৈয়দ ওয়ালী উল্লাহ
  • ঘ. জহির রায়হান

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

571. ‘রাজবন্দীর জবানবন্দী’ লিখেছেন -

  • ক. জীবনানন্দ দাশ
  • খ. সুকান্ত ভট্টাচার্য
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

572. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্য নাট্যটির লেখক কে?

  • ক. আল মাহমুদ
  • খ. শামসুর রহমান
  • গ. সানাউল হক
  • ঘ. সৈয়দ শামসুল হক

উত্তরঃ সৈয়দ শামসুল হক

বিস্তারিত

573. বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে?

  • ক. মুহসীন কলেজ
  • খ. ফোর্ট উইলিয়াম কলেজ
  • গ. শ্রীরামপুর মিশন
  • ঘ. সংস্কৃত

উত্তরঃ ফোর্ট উইলিয়াম কলেজ

বিস্তারিত

574. বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে?

  • ক. প্যারীচাঁদ মিত্র
  • খ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
  • গ. প্রভাত কুমার মুখোপাধ্যায়
  • ঘ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

উত্তরঃ প্যারীচাঁদ মিত্র

বিস্তারিত

575. ‘আবদুল্লাহ’ উপন্যাসটির লেখক কে?

  • ক. গোলাম মোস্তফা
  • খ. শওকত ওসমান
  • গ. কাজী ইমদাদুল হক
  • ঘ. মীর মশাররফ হোসেন

উত্তরঃ কাজী ইমদাদুল হক

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects