বাংলা সাহিত্য

626. ‘কাদম্বিনী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের চরিত্র?

  • ক. একরাত্রি
  • খ. খোকাবাবুর প্রত্যাবর্তন
  • গ. গোরা
  • ঘ. নষ্টনীড়

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

627. ‘পরশুরাম’ কোন লেখকের ছদ্মনাম?

  • ক. সমরেশ বসু
  • খ. রাজশেখর বসু
  • গ. প্রমথ চৌধুরী
  • ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়

উত্তরঃ রাজশেখর বসু

বিস্তারিত

628. সৈয়দ মুজতবা আলী রচিত ‘দেশে বিদেশে’ একটি -

  • ক. রম্য রচনা
  • খ. কবিতা
  • গ. আত্মজীবনী
  • ঘ. ভ্রমণ কাহিনী

উত্তরঃ ভ্রমণ কাহিনী

বিস্তারিত

629. ‘খোয়াবনামা’ কোন ধরনের রচনা?

  • ক. উপন্যাস
  • খ. কাব্যগ্রন্থ
  • গ. ছোটগল্প
  • ঘ. প্রবন্ধ

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

630. ‘অম্বর’ শব্দের অর্থ কি?

  • ক. অম্ল
  • খ. আকাশ
  • গ. আঁচার
  • ঘ. নরম

উত্তরঃ আকাশ

বিস্তারিত

631. আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস কোনটি?

  • ক. খোয়াবনামা
  • খ. অন্য ঘরে অন্য স্বর
  • গ. দোজকের ওম
  • ঘ. চিলেকোঠার সেপাই

উত্তরঃ চিলেকোঠার সেপাই

বিস্তারিত

632. ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম কবিতা কোনটি?

  • ক. আমার ভায়ের রক্তে রাঙানো
  • খ. কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি
  • গ. স্মৃতির মিনার
  • ঘ. বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা

উত্তরঃ কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি

বিস্তারিত

633. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা?

  • ক. গীতালি
  • খ. মরীচিকা
  • গ. কনাকাঞ্জলি
  • ঘ. হোমশিখা

উত্তরঃ গীতালি

বিস্তারিত

634. পানি পথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক কোনটি?

  • ক. রক্তাক্ত প্রান্তর
  • খ. পরাক্রম
  • গ. বিদ্রোহী পদ্মা
  • ঘ. নীল দর্পন

উত্তরঃ রক্তাক্ত প্রান্তর

বিস্তারিত

635. ‘যুগসন্ধিক্ষণের কবি’ হিসেবে পরিচিত কে?

  • ক. বিহারীলাল চক্রবর্তী
  • খ. নবীনচন্দ্র সেন
  • গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • ঘ. মাইকেল মধুসূদন দত্ত

উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত

বিস্তারিত

636. ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির প্রচ্ছদ শিল্পী কে?

  • ক. সমরিৎ রায় চৌধুরী
  • খ. কাইয়ুম চৌধুরী
  • গ. তারিক সুজাত
  • ঘ. সমর মজুমদার

উত্তরঃ সমর মজুমদার

বিস্তারিত

637. ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা কে?

  • ক. সৈয়দ সুলতান
  • খ. আলাওল
  • গ. বিদ্যাপতি
  • ঘ. সাবিরিদ খাঁ

উত্তরঃ আলাওল

বিস্তারিত

638. মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকের পটভূমি -

  • ক. ৫২ এর ভাষা আন্দোলন
  • খ. মুক্তিযুদ্ধ
  • গ. পলাশীর যুদ্ধ
  • ঘ. পানিপথের যুদ্ধ

উত্তরঃ ৫২ এর ভাষা আন্দোলন

বিস্তারিত

639. বাংলা সাহিত্যের প্রথম আধুনিক উপন্যাস কোনটি?

  • ক. বিষবৃক্ষ
  • খ. রাজসিংহ
  • গ. কপালকণ্ডলা
  • ঘ. দুর্গেশনন্দিনী

উত্তরঃ দুর্গেশনন্দিনী

বিস্তারিত

640. ’ধনধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা’ - গানটির রচয়িতা কে?

  • ক. দ্বিজেন্দ্রলাল রায়
  • খ. অতুল মুখোপাধ্যায়
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়

বিস্তারিত

641. ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে?

  • ক. ১৯১৯
  • খ. ১৯৪৭
  • গ. ১৯২৬
  • ঘ. ১৯৩৫

উত্তরঃ ১৯২৬

বিস্তারিত

642. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘শ্যামল ছায়া’ র রচয়িতা কে?

  • ক. হুমায়ূন আহমেদ
  • খ. আবু ইসহাক
  • গ. আনোয়ার পাশা
  • ঘ. সেলিনা হোসেন

উত্তরঃ হুমায়ূন আহমেদ

বিস্তারিত

643. কোনটি বাঙালির মুক্তি চেতনায় উজ্জীবনমূলক নাটক?

  • ক. নূরলদীনের সারাজীবন
  • খ. রক্তাক্ত প্রান্তর
  • গ. শর্মিষ্ঠা
  • ঘ. একেই কি বলে সভ্যতা

উত্তরঃ নূরলদীনের সারাজীবন

বিস্তারিত

644. ‘কবিতা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

  • ক. বিষ্ণু দে
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. বুদ্ধদেব বসু
  • ঘ. হুমায়ুন কবির

উত্তরঃ বুদ্ধদেব বসু

বিস্তারিত

645. বাংলা ভাষায় রচিত সবচেয়ে প্রাচীন গ্রন্থ কোনটি?

  • ক. মহাভারত
  • খ. রামায়ন
  • গ. শ্রীকৃষ্ণকীর্তন
  • ঘ. চর্যাপদ

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

646. ‘শ্রীকৃষ্ণকীর্তনকাব্য’ এর রচয়িতা কে?

  • ক. বড়ু চণ্ডিদাস
  • খ. বৃন্দাবন দাস
  • গ. কাহ্নপা
  • ঘ. মুকুন্দরাম চক্রবর্তী

উত্তরঃ বড়ু চণ্ডিদাস

বিস্তারিত

647. কোন সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাকশক্তিরহিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন?

  • ক. ১৯৪১
  • খ. ১৯২৮
  • গ. ১৯২৯
  • ঘ. ১৯৩০

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

648. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাস কোনটি?

  • ক. দুর্গেশনন্দিনী
  • খ. সীতারাম
  • গ. বিষবৃক্ষ
  • ঘ. আনন্দ মঠ

উত্তরঃ দুর্গেশনন্দিনী

বিস্তারিত

649. ‘রক্তকরবী’ নাটকটির রচয়িতা কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. নূরুল মোমেন
  • ঘ. আসকার ইবনে শাইখ

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

650. বাংলা গদ্যের জনক কাকে বলা হয়?

  • ক. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. কালীপ্রসন্ন সিংহ

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects