বাংলা সাহিত্য

651. বাংলা কবিতার অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?

  • ক. ভারতচন্দ্র রায়
  • খ. বিহারীলাল চক্রবর্তী
  • গ. মাইকেল মধুসূদন দত্ত
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

652. ছন্দের যাদুকর বলা হয় কোন কবিকে?

  • ক. সত্যেন্দ্রনাথ দত্ত
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. মধুসূদন দত্ত
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

653. ‘একাত্তরের ডায়েরী’ কে লিখেছেন?

  • ক. বেগম সুফিয়া কামাল
  • খ. জাহানারা ইমাম
  • গ. নীলিমা ইব্রাহীম
  • ঘ. সেলিনা হোসেন

উত্তরঃ বেগম সুফিয়া কামাল

বিস্তারিত

654. ‘বাঁধনহারা’ কাজী নজরুল ইসলামের কোন শেণির রচনা?

  • ক. উপন্যাস
  • খ. ছোটগল্প
  • গ. কাব্যগ্রন্থ
  • ঘ. নাটক

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

655. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?

  • ক. নবান্ন
  • খ. পায়ের আওয়াজ পাওয়া যায়
  • গ. ইবলিশ
  • ঘ. কীত্তনখোলা

উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়

বিস্তারিত

656. ‘চোখের বালি’ উপন্যাসের রচয়িতা কে?

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
  • ঘ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

657. কোনটি বেগম রোকেয়ার রচনা?

  • ক. আয়না
  • খ. লালসালু
  • গ. ভাষা ও সাহিত্য
  • ঘ. অবরোধবাসিনী

উত্তরঃ অবরোধবাসিনী

বিস্তারিত

658. কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি?

  • ক. শৌরসেনী প্রাকৃত
  • খ. মাগধী প্রাকৃত
  • গ. পৈশাচিক প্রাকৃত
  • ঘ. অসমী

উত্তরঃ মাগধী প্রাকৃত

বিস্তারিত

659. বাংলা ভাষার আদি গ্রন্থ কোনটি?

  • ক. শূন্যপুরাণ
  • খ. শ্রীকৃষ্ণকীর্তন
  • গ. চর্যাপদ
  • ঘ. বৈষ্ণব পদাবলী

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

660. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?

  • ক. ভানুসিংহ ঠাকুর
  • খ. টেকচাঁদ ঠাকুর
  • গ. হুতোম প্যাঁচা
  • ঘ. বীরবল

উত্তরঃ ভানুসিংহ ঠাকুর

বিস্তারিত

661. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের প্রথম প্রকাশিত বাংলা উপন্যাস কোনটি?

  • ক. কপালকুণ্ডলা
  • খ. সীতারাম
  • গ. দুর্গেশনন্দিনী
  • ঘ. দেবী চৌধুরাণী

উত্তরঃ দুর্গেশনন্দিনী

বিস্তারিত

662. বাংলা ভাষার অভিধান প্রথম কে রচনা করেন?

  • ক. উইলিয়াম কেরী
  • খ. ড. মুহম্মদ শহিদুল্লাহ
  • গ. ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
  • ঘ. ফাদার মনোএল

উত্তরঃ ফাদার মনোএল

বিস্তারিত

663. বিশ্বকবি তাঁর কোন কবিতাটি উৎসর্গ করেছিলেন বিদ্রোহী কবিকে?

  • ক. বসন্ত
  • খ. ঘরে বাইরে
  • গ. সাজা
  • ঘ. ডাকঘর

উত্তরঃ বসন্ত

বিস্তারিত

664. ‘অবিরাম যাত্রার চির সংঘর্ষে/ একদিন সে-পাহাড় টলবেই।’ কবিতাংশটি কার রচনা?

  • ক. সিকান্দর আবু জাফর
  • খ. সামসুর রাহমান
  • গ. সুভাষ মুখোপাধ্যায়
  • ঘ. ফররুখ আহমদ

উত্তরঃ সিকান্দর আবু জাফর

বিস্তারিত

665. ‘কমলাকান্তের দপ্তর’ বঙ্কিমচন্দ্রের কোন ধরনের রচনা?

  • ক. প্রবন্ধ রচনা
  • খ. কাব্যগ্রন্থ
  • গ. রম্যরচনা
  • ঘ. ঐতিহাসিক উপন্যাস

উত্তরঃ রম্যরচনা

বিস্তারিত

666. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?

  • ক. উইলিয়াম কেরী
  • খ. ড. মুহম্মদ শহিদুল্লাহ
  • গ. ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
  • ঘ. এন. বি. হেলহেড

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

668. ‘তিরিশ বসন্তের ফুল’ কাব্যগ্রন্থটির রচয়িতা :

  • ক. হুমায়ূন আহমেদ
  • খ. আশরাফ সিদ্দিকী
  • গ. সৈয়দ মুজতবা আলী
  • ঘ. আল মাহমুদ

উত্তরঃ আশরাফ সিদ্দিকী

বিস্তারিত

669. ড. মুহম্মদ শহীদুল্লাহর উপাধি কোনটি?

  • ক. সাহিত্যবিশারদ
  • খ. সাহিত্যরত্ন
  • গ. ভাষাবিজ্ঞানী
  • ঘ. ক্ল্যাসিক সাহিত্যিক

উত্তরঃ ভাষাবিজ্ঞানী

বিস্তারিত

670. ‘ধনধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা’ চরণের রচয়িতা কে?

  • ক. দ্বিজেন্দ্রলাল রায়
  • খ. যতীন্দ্রমোহন বাগচী
  • গ. কামিনী রায়
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়

বিস্তারিত

671. নিচের কোন উপন্যাসটি কাজী নজরুল ইসলাম রচিত?

  • ক. গোরা
  • খ. আনন্দ মঠ
  • গ. বাঁধন-হারা
  • ঘ. কবি

উত্তরঃ বাঁধন-হারা

বিস্তারিত

672. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?

  • ক. বনফুল
  • খ. সোনার তরী
  • গ. বলাকা
  • ঘ. গীতাঞ্জলি

উত্তরঃ গীতাঞ্জলি

বিস্তারিত

673. সেলিনা হোসেন রচিত গল্পগ্রন্থ কোনটি?

  • ক. দোযখের ওম
  • খ. ময়ূরীর মুখ
  • গ. কালো মাফলার
  • ঘ. খোল করতাল

উত্তরঃ খোল করতাল

বিস্তারিত

674. ‘বেহুলা-লখিন্দরের’ কাহিনি পাওয়া যায় কোন মঙ্গলকাব্যে?

  • ক. মনসামঙ্গল
  • খ. অন্নদামঙ্গল
  • গ. শীতলামঙ্গল
  • ঘ. সারদামঙ্গল

উত্তরঃ মনসামঙ্গল

বিস্তারিত

675. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ?

  • ক. বঙ্গসুন্দরী
  • খ. সোনার তরী
  • গ. প্রেম ও ফুল
  • ঘ. দীপ ও ধূপ

উত্তরঃ সোনার তরী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects