বাংলা সাহিত্য

601. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘শ্যামল ছায়া’ কার রচনা?

  • ক. সেলিনা হোসেন
  • খ. হুমায়ন আহমেদ
  • গ. হাসান আজিজুল হক
  • ঘ. রশীদ করীম

উত্তরঃ হুমায়ন আহমেদ

বিস্তারিত

602. কোন জন ‘চর্যাপদ’ এর পদকর্তা?

  • ক. শবরপা
  • খ. কৃত্তিবাস
  • গ. বিদ্যাপতি
  • ঘ. জয়দেব

উত্তরঃ শবরপা

বিস্তারিত

603. বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

  • ক. চর্যাপদ
  • খ. রামায়ণ
  • গ. মহাভারত
  • ঘ. শ্রীবৃষ্ণকীর্তন কাব্য

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

604. ‘ব্যথার দান’ গল্প গ্রন্থের লেখক কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
  • ঘ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

605. মুক্তিযুদ্ধ নির্ভর উপন্যাস কোনটি?

  • ক. জলাঙ্গী
  • খ. অরণ্য
  • গ. জননী
  • ঘ. ওঙ্কার

উত্তরঃ জলাঙ্গী

বিস্তারিত

606. মধুসূদন দত্ত রচিত ‘পত্রকাব্য’ হচ্ছে -

  • ক. ব্রজাঙ্গনা
  • খ. পদ্মাবতী
  • গ. তিলোত্তমা
  • ঘ. বীরাঙ্গনা

উত্তরঃ বীরাঙ্গনা

বিস্তারিত

607. ‘কালান্তর’ প্রবন্ধের লেখক কে?

  • ক. ড. আনিসুজ্জামান
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. প্রমথ চৌধুরী

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

608. ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ গ্রন্থের রচয়িতা কে?

  • ক. শামসুর রহমান
  • খ. হুমায়ন আহমেদ
  • গ. শওকত ওসমান
  • ঘ. জহির রায়হান

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

609. বাংলা সাহিত্যে কিশোর কবি কার উপাধি -

  • ক. আব্দুল করিম
  • খ. রামনারায়ণ
  • গ. ফররুখ আহমেদ
  • ঘ. সুকান্ত ভট্টাচার্য

উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য

বিস্তারিত

610. ‘তিলোত্তমাসম্ভব’ কাব্য গ্রন্থের রচয়িতা কে?

  • ক. মাইকেল মধুসূদন দত্ত
  • খ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • গ. কায়কোবাদ
  • ঘ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

611. ‘বীরবল’ কোন কবির ছদ্মনাম?

  • ক. মীর মশাররফ হোসেন
  • খ. প্রমথ চৌধুরী
  • গ. বিমল ঘোষ
  • ঘ. সমরেশ বসু

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

612. ‘আবোল তাবোল’ কার রচনা?

  • ক. সুকুমার রায়
  • খ. সন্দীপ রায়
  • গ. সত্যজিৎ রায়
  • ঘ. ডি.এল.রায়

উত্তরঃ সুকুমার রায়

বিস্তারিত

613. ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচনা?

  • ক. শেখ হাসিনা
  • খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • গ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
  • ঘ. শেখ ফজলুল হক মনি

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

614. ‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসের রচয়িতা কে?

  • ক. মানিক বন্দোপাধ্যায়
  • খ. শওকত ওসমান
  • গ. আলাউদ্দিন আল আজাদ
  • ঘ. হুমায়ন আহমেদ

উত্তরঃ আলাউদ্দিন আল আজাদ

বিস্তারিত

615. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?

  • ক. সারদা দেবী
  • খ. চন্দ্রাবতী
  • গ. স্বর্ণকুমারী দেবী
  • ঘ. সুফিয়া কামাল

উত্তরঃ চন্দ্রাবতী

বিস্তারিত

616. কোনটি শরৎচন্দ্রের উপন্যাস নয়?

  • ক. পল্লীসমাজ
  • খ. গৃহদাহ
  • গ. চার অধ্যায়
  • ঘ. চরিত্রহীন

উত্তরঃ চার অধ্যায়

বিস্তারিত

617. ‘সমকাল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?

  • ক. রাজা রামমোহন রায়
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. সিকান্দার আবু জাফর
  • ঘ. আলাউদ্দিন আল আজাদ

উত্তরঃ সিকান্দার আবু জাফর

বিস্তারিত

618. বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য -

  • ক. বিষাদসিন্ধু
  • খ. মেঘনাদবধ কাব্য
  • গ. পদ্মাবতী
  • ঘ. পদুমাবৎ

উত্তরঃ মেঘনাদবধ কাব্য

বিস্তারিত

619. ভাষা আন্দোলনের ওপর রচিত জহির রায়হানের গ্রন্থটির নাম কী?

  • ক. বরফ গলা নদী
  • খ. আরেক ফাল্গুন
  • গ. হাজার বছর ধরে
  • ঘ. স্টপ জেনোসাইড

উত্তরঃ আরেক ফাল্গুন

বিস্তারিত

620. ‘নূরলদীনের সারাজীবন’ কোন ধরনের রচনা -

  • ক. নাট্যগ্রন্থ
  • খ. কাব্যগ্রন্থ
  • গ. উপন্যাস
  • ঘ. গল্পগ্রন্থ

উত্তরঃ নাট্যগ্রন্থ

বিস্তারিত

621. বাংলাদেশে ‘গ্রাম থিয়েটার’ এর প্রবর্তক কে?

  • ক. মমতাজউদ্দীন আহমেদ
  • খ. আব্দুল্লাহ আল মামুন
  • গ. সেলিম আল দীন
  • ঘ. রামেন্দু মজুমদার

উত্তরঃ সেলিম আল দীন

বিস্তারিত

622. ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে?

  • ক. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
  • খ. চন্দ্রকুমার দে
  • গ. হরপ্রসাদ শাস্ত্রী
  • ঘ. দীনেশ চন্দ্র সেন

উত্তরঃ চন্দ্রকুমার দে

বিস্তারিত

623. উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত উপন্যাস কোনটি?

  • ক. চিলেকোঠার সেপাই
  • খ. অনেক সূর্যের আশা
  • গ. অগ্নিসাক্ষী
  • ঘ. আরেক ফাল্গুন

উত্তরঃ চিলেকোঠার সেপাই

বিস্তারিত

624. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?

  • ক. শর্মিষ্ঠা
  • খ. কৃষ্ণকুমারী
  • গ. বসন্তকুমারী
  • ঘ. ভদ্রার্জুন

উত্তরঃ ভদ্রার্জুন

বিস্তারিত

625. নিচের কোন উপন্যাসটি ভাষা আন্দোলনের উপর রচিত?

  • ক. নিষিদ্ধ লোবান
  • খ. জোছনা ও জননীর গল্প
  • গ. আকের ফাল্গুন
  • ঘ. উপমহাদেশ

উত্তরঃ আকের ফাল্গুন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects