বাংলা সাহিত্য
576. ‘লালসালু’ উপন্যাসটির লেখক কে?
- ক. শহীদুল্লাহ কায়সার
- খ. আকবর হোসেন
- গ. জহির রায়হান
- ঘ. সৈয়দ ওয়ালী উল্লাহ
উত্তরঃ সৈয়দ ওয়ালী উল্লাহ
577. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের সাহিত্যকর্ম?
- ক. উপন্যাস
- খ. নাটক
- গ. ছোটগল্প
- ঘ. কবিতা
উত্তরঃ উপন্যাস
578. ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের লেখক -
- ক. আবুল মনসুর আহমেদ
- খ. তাজউদ্দীন আহমদ
- গ. এ. কে. খোন্দকার
- ঘ. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তরঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
579. ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত মুনীরি চৌধুরীর নাটক কোনটি?
- ক. চিঠি
- খ. দণ্ডকারণ্য
- গ. রক্তাক্ত প্রান্তর
- ঘ. কবর
উত্তরঃ কবর
580. বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি?
- ক. চর্যাপদ
- খ. শ্রীকৃষ্ণকীর্তন
- গ. শূন্য পুরাণ
- ঘ. নিরঞ্জনের রুম্মা
উত্তরঃ চর্যাপদ
581. ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটির রচয়িতা কে?
- ক. তারাশংকর বন্দ্যোপাধ্যায়
- খ. হুমায়ন আহমেদ
- গ. সুনীল গঙ্গোপাধ্যায়
- ঘ. অদ্বৈতমল্ল বর্মন
উত্তরঃ অদ্বৈতমল্ল বর্মন
582. কবি জসীমউদদরীনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ কোনটি?
- ক. ইস্তাম্বুল যাত্রীর পত্র
- খ. চলে মুসাফির
- গ. বিলেতে সাতশ দিন
- ঘ. আমার তুরস্ক
উত্তরঃ চলে মুসাফির
583. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. প্যারীচাঁদ মিত্র
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
584. ‘আরেক ফাল্গুন’ গ্রন্থটির রচয়িতা কে?
- ক. জহির রায়হান
- খ. শওকত ওসমান
- গ. সৈয়দ শামসুল হক
- ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ জহির রায়হান
585. ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রের পরিচালক কে?
- ক. চাষী নজরুল ইসলাম
- খ. আলমগীর কবির
- গ. জহির রায়হান
- ঘ. সুভাষ দত্ত
উত্তরঃ জহির রায়হান
586. বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?
- ক. দ্রাবিড়
- খ. ইউরালীয়
- গ. ইন্দো-ইউরোপীয়
- ঘ. সেমিটেক
উত্তরঃ ইন্দো-ইউরোপীয়
587. ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ কাব্যগন্থটি কার রচনা?
- ক. ড. আশরাফ সিদ্দীকী
- খ. সৈয়দ আলী আহসান
- গ. শামসুর রহমান
- ঘ. সানাউল হক
উত্তরঃ শামসুর রহমান
588. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো -
- ক. পরশুরাম
- খ. নীল লোহিত
- গ. ভানুসিংহ ঠাকুর
- ঘ. গাজী মিয়াঁ
উত্তরঃ ভানুসিংহ ঠাকুর
589. ‘একাত্তরের ডায়েরী’ কার লেখা?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
- গ. বেগম সুফিয়া কামাল
- ঘ. সানাউল হক
উত্তরঃ বেগম সুফিয়া কামাল
590. ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি?
- ক. দারিদ্র্য
- খ. অগ্রপথিক
- গ. বেলাশেষ
- ঘ. প্রলয়োল্লাস
উত্তরঃ প্রলয়োল্লাস
591. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির রচয়িতা কে?
- ক. নবীনচন্দ্র সেন
- খ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- গ. মনমোহন বসু
- ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ সৈয়দ শামসুল হক
592. বাংলা সাহিত্যে ছন্দ প্রধানত কত প্রকার?
- ক. তিন প্রকার
- খ. চার প্রকার
- গ. পাচঁ প্রকার
- ঘ. ছয় প্রকার
উত্তরঃ তিন প্রকার
593. ‘পথিক তুমি পথ হারাইয়াছ’ - উক্তিটি কার?
- ক. কাপালিকের
- খ. কপালকুণ্ডলা
- গ. নবকুমারের
- ঘ. বিলাসীর
উত্তরঃ কপালকুণ্ডলা
594. ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- ক. আবুল কালাম শামসুদ্দীন
- খ. মোহাম্মদ নাসিরউদ্দিন
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. খান মুহাম্মদ মঈনুদ্দীন
উত্তরঃ মোহাম্মদ নাসিরউদ্দিন
595. ‘বিদ্রোহী’ কবিতাটি কার রচনা?
- ক. মোহিত লাল মজুমদার
- খ. সত্যেন্দ্রনাথ দত্ত
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
596. ‘সিরাজুম মুনীরা’ কাব্যগন্থের কবি কে?
- ক. ফররুখ আহমদ
- খ. আবুল হোসেন
- গ. সৈয়দ আলী আহসান
- ঘ. আহসান হাবীব
উত্তরঃ ফররুখ আহমদ
597. কোন রচনাটি রোমান্টিক প্রণয়োপাখ্যানের অন্তর্গত?
- ক. রসুলনামা
- খ. মহাভারত
- গ. পদ্মাবতী
- ঘ. কীচকবধ
উত্তরঃ পদ্মাবতী
599. রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস কোনটি?
- ক. সুলতানার স্বপ্ন
- খ. রিক্তের বেদন
- গ. জীবনের মূল্য
- ঘ. পূর্ব-পশ্চিম
উত্তরঃ সুলতানার স্বপ্ন
600. ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের পটভূমি হচ্ছে?
- ক. পানিপথের যুদ্ধ
- খ. সিপাহী বিদ্রোহ
- গ. কৃষক বিগ্রোহ
- ঘ. পলাশীর যুদ্ধ
উত্তরঃ পানিপথের যুদ্ধ