বাংলা সাহিত্য
376. ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা-
- ক. অগ্রপথিক
- খ. বিদ্রোহী
- গ. প্রলয়োল্লাস
- ঘ. ধূমকেতু
উত্তরঃ প্রলয়োল্লাস
377. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুযারির ’ রচয়িতা-
- ক. শামসুর রহমান
- খ. আলতাফ মাহমুদ
- গ. হাসান হাফিজুর রহমান
- ঘ. আবদুল গাফফার চৌধুরী
উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী
378. বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে?
- ক. কেশর চন্দ্র সেন
- খ. গিরীশচন্দ্র সেন
- গ. মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী
- ঘ. মওলানা আকরম খাঁ
উত্তরঃ গিরীশচন্দ্র সেন
379. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?
- ক. ১৯১১ সালে
- খ. ১৯২১ সালে
- গ. ১৯৩১ সালে
- ঘ. ১৯৪১ সালে
উত্তরঃ ১৯২১ সালে
380. ‘লাল সালু’ উপন্যাসটির লেখক কে?
- ক. মুনীর চৌধুরী
- খ. সৈয়দ ওয়ালিউল্লাহ
- গ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
- ঘ. শওকত আলী
উত্তরঃ সৈয়দ ওয়ালিউল্লাহ
381. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?
- ক. পরশুরাম
- খ. নীললোহিত
- গ. ভানুসিংহ ঠাকুর
- ঘ. গাজী মিয়া
উত্তরঃ ভানুসিংহ ঠাকুর
382. ‘সিরাজুম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম -
- ক. তালিম হোসেন
- খ. ফররুখ আহমদ
- গ. গোলাম মোস্তফা
- ঘ. আবুল হোসেন
উত্তরঃ ফররুখ আহমদ
383. জীবনান্দন দাশের জম্মস্থান কোন জেলায়?
- ক. বরিশাল জেলায়
- খ. ফরিদপুর জেলায়
- গ. ঢাকা জেলায়
- ঘ. রাজশাহী জেলায়
উত্তরঃ বরিশাল জেলায়
384. দীনবন্ধু মিত্রের ‘নীল দর্পণ’ নাটক পথম কোথা থেকে প্রকাশিত হয়?
- ক. কলকাতা
- খ. ঢাকা
- গ. লন্ডন
- ঘ. মুর্শিদাবাদ
উত্তরঃ ঢাকা
385. ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?
- ক. Buddhist Mystic Songs
- খ. চর্যাগীতিকা
- গ. চর্যাগীতিকোষ
- ঘ. হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা
উত্তরঃ Buddhist Mystic Songs
- ক. গীতাঞ্জলি ও অগ্নিবীণা
- খ. ডাকঘর ও শ্রীকান্ত
- গ. নীলদর্পন ও বিষাদ-সিন্ধু
- ঘ. লালসালু ও বলাকা
উত্তরঃ গীতাঞ্জলি ও অগ্নিবীণা
387. বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কী?
- ক. শাহ মুহম্মদ সগীর
- খ. ভারত চন্দ্র রায়
- গ. শামসুর রাহমান
- ঘ. কবি কংক
উত্তরঃ শাহ মুহম্মদ সগীর
388. বাংলা ভাষার মধ্যযুগ-
- ক. 1201 থেকে 1500 খ্রিস্টাব্দ
- খ. 600 থেকে 1200 খ্রিস্টাব্দ
- গ. 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ
- ঘ. 800 থেকে 1000 খ্রিস্টাব্দ
উত্তরঃ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ
389. ‘চর্যাপদ’ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?
- ক. সনাতন হিন্দু
- খ. সহজিয়া বৌদ্ধ
- গ. জৈন
- ঘ. হরিজ
উত্তরঃ সহজিয়া বৌদ্ধ
390. ‘ছবি’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত?
- ক. সোনার তরী
- খ. পূরবী
- গ. বলাকা
- ঘ. পুনশ্চ
উত্তরঃ বলাকা
391. ‘রায়গুনাকর’ উপাধি কে লাভ করেন?
- ক. ঈশ্বরগুপ্ত
- খ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
- গ. ভারতচন্দ্র রায়
- ঘ. আলাওল
উত্তরঃ ভারতচন্দ্র রায়
- ক. প্রমথ চৌধুরী
- খ. সিরাজুন ইসলাম চৌধুরী
- গ. মোতাহার হোসেন চৌধুরী
- ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ প্রমথ চৌধুরী
393. ‘কবর’ নাটকটি কোন পটভূমিতে লেখা?
- ক. মুক্তিযুদ্ধ
- খ. ভাষা আন্দোলন
- গ. ঊনসত্তর-এর গণঅভ্যুত্থান
- ঘ. স্বৈরাচার বিরোধী আন্দোলন
উত্তরঃ ভাষা আন্দোলন
394. বাংলা সাহিত্যে ‘সনেট’ রচনার প্রবর্তক তে?
- ক. দ্বিজেন্দ্রলাল রায়
- খ. রজনীকান্ত সেন
- গ. মাইকেল মধুসূদন দত্ত
- ঘ. অতুলপ্রসাদ সেন
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
395. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন-
- ক. ১৯০৫ সালে
- খ. ১৯১৩ সালে
- গ. ১৯২৩ সালে
- ঘ. ১৯২৫ সালে
উত্তরঃ ১৯১৩ সালে
396. কোন দুটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ?
- ক. বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডুলিপি
- খ. বনলতা সেন ও উত্তর ফাল্গুনী
- গ. ঝরা পালক ও রাখালী
- ঘ. ছাড়পত্র ও বনলতা সেন
উত্তরঃ বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডুলিপি
397. ‘সংশপ্তক’ উপন্যাসের রচয়িতা -
- ক. মুনীর চৌধুরী
- খ. রশীদ করিম
- গ. শওকত ওসমান
- ঘ. শহীদুল্লা কায়সার
উত্তরঃ শহীদুল্লা কায়সার
398. ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসে অঙ্কিত হয়েছে -
- ক. কৃষক জীবন
- খ. ধীবর জীবন
- গ. বৈশ্য জীবন
- ঘ. নারীর জীবন
উত্তরঃ ধীবর জীবন
399. ‘অবরোধবাসিনী’ গ্রন্থটি কার লেখা?
- ক. আশাপূর্ণা দেবী
- খ. সুফিয়া কামাল
- গ. বেগম রোকেয়া
- ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ বেগম রোকেয়া
400. শামসুর রহমান এর প্রথম কাব্যগ্রন্থ -
- ক. প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে
- খ. নিজ বাসভূমে
- গ. সোনালী কাবিন
- ঘ. লোক-লোকান্তর
উত্তরঃ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে