বাংলা সাহিত্য

376. ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা-

  • ক. অগ্রপথিক
  • খ. বিদ্রোহী
  • গ. প্রলয়োল্লাস
  • ঘ. ধূমকেতু

উত্তরঃ প্রলয়োল্লাস

বিস্তারিত

377. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুযারির ’ রচয়িতা-

  • ক. শামসুর রহমান
  • খ. আলতাফ মাহমুদ
  • গ. হাসান হাফিজুর রহমান
  • ঘ. আবদুল গাফফার চৌধুরী

উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী

বিস্তারিত

378. বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে?

  • ক. কেশর চন্দ্র সেন
  • খ. গিরীশচন্দ্র সেন
  • গ. মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী
  • ঘ. মওলানা আকরম খাঁ

উত্তরঃ গিরীশচন্দ্র সেন

বিস্তারিত

379. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?

  • ক. ১৯১১ সালে
  • খ. ১৯২১ সালে
  • গ. ১৯৩১ সালে
  • ঘ. ১৯৪১ সালে

উত্তরঃ ১৯২১ সালে

বিস্তারিত

380. ‘লাল সালু’ উপন্যাসটির লেখক কে?

  • ক. মুনীর চৌধুরী
  • খ. সৈয়দ ওয়ালিউল্লাহ
  • গ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
  • ঘ. শওকত আলী

উত্তরঃ সৈয়দ ওয়ালিউল্লাহ

বিস্তারিত

381. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?

  • ক. পরশুরাম
  • খ. নীললোহিত
  • গ. ভানুসিংহ ঠাকুর
  • ঘ. গাজী মিয়া

উত্তরঃ ভানুসিংহ ঠাকুর

বিস্তারিত

382. ‘সিরাজুম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম -

  • ক. তালিম হোসেন
  • খ. ফররুখ আহমদ
  • গ. গোলাম মোস্তফা
  • ঘ. আবুল হোসেন

উত্তরঃ ফররুখ আহমদ

বিস্তারিত

383. জীবনান্দন দাশের জম্মস্থান কোন জেলায়?

  • ক. বরিশাল জেলায়
  • খ. ফরিদপুর জেলায়
  • গ. ঢাকা জেলায়
  • ঘ. রাজশাহী জেলায়

উত্তরঃ বরিশাল জেলায়

বিস্তারিত

384. দীনবন্ধু মিত্রের ‘নীল দর্পণ’ নাটক পথম কোথা থেকে প্রকাশিত হয়?

  • ক. কলকাতা
  • খ. ঢাকা
  • গ. লন্ডন
  • ঘ. মুর্শিদাবাদ

উত্তরঃ ঢাকা

বিস্তারিত

385. ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?

  • ক. Buddhist Mystic Songs
  • খ. চর্যাগীতিকা
  • গ. চর্যাগীতিকোষ
  • ঘ. হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা

উত্তরঃ Buddhist Mystic Songs

বিস্তারিত

386. কোন দুটি রচনা একই শেণির?

  • ক. গীতাঞ্জলি ও অগ্নিবীণা
  • খ. ডাকঘর ও শ্রীকান্ত
  • গ. নীলদর্পন ও বিষাদ-সিন্ধু
  • ঘ. লালসালু ও বলাকা

উত্তরঃ গীতাঞ্জলি ও অগ্নিবীণা

বিস্তারিত

387. বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কী?

  • ক. শাহ মুহম্মদ সগীর
  • খ. ভারত চন্দ্র রায়
  • গ. শামসুর রাহমান
  • ঘ. কবি কংক

উত্তরঃ শাহ মুহম্মদ সগীর

বিস্তারিত

388. বাংলা ভাষার মধ্যযুগ-

  • ক. 1201 থেকে 1500 খ্রিস্টাব্দ
  • খ. 600 থেকে 1200 খ্রিস্টাব্দ
  • গ. 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ
  • ঘ. 800 থেকে 1000 খ্রিস্টাব্দ

উত্তরঃ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ

বিস্তারিত

389. ‘চর্যাপদ’ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?

  • ক. সনাতন হিন্দু
  • খ. সহজিয়া বৌদ্ধ
  • গ. জৈন
  • ঘ. হরিজ

উত্তরঃ সহজিয়া বৌদ্ধ

বিস্তারিত

390. ‘ছবি’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত?

  • ক. সোনার তরী
  • খ. পূরবী
  • গ. বলাকা
  • ঘ. পুনশ্চ

উত্তরঃ বলাকা

বিস্তারিত

391. ‘রায়গুনাকর’ উপাধি কে লাভ করেন?

  • ক. ঈশ্বরগুপ্ত
  • খ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
  • গ. ভারতচন্দ্র রায়
  • ঘ. আলাওল

উত্তরঃ ভারতচন্দ্র রায়

বিস্তারিত

392. ‘বীরবল’ ছদ্মনামটি কার?

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. সিরাজুন ইসলাম চৌধুরী
  • গ. মোতাহার হোসেন চৌধুরী
  • ঘ. মুনীর চৌধুরী

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

393. ‘কবর’ নাটকটি কোন পটভূমিতে লেখা?

  • ক. মুক্তিযুদ্ধ
  • খ. ভাষা আন্দোলন
  • গ. ঊনসত্তর-এর গণঅভ্যুত্থান
  • ঘ. স্বৈরাচার বিরোধী আন্দোলন

উত্তরঃ ভাষা আন্দোলন

বিস্তারিত

394. বাংলা সাহিত্যে ‘সনেট’ রচনার প্রবর্তক তে?

  • ক. দ্বিজেন্দ্রলাল রায়
  • খ. রজনীকান্ত সেন
  • গ. মাইকেল মধুসূদন দত্ত
  • ঘ. অতুলপ্রসাদ সেন

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

395. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন-

  • ক. ১৯০৫ সালে
  • খ. ১৯১৩ সালে
  • গ. ১৯২৩ সালে
  • ঘ. ১৯২৫ সালে

উত্তরঃ ১৯১৩ সালে

বিস্তারিত

396. কোন দুটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ?

  • ক. বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডুলিপি
  • খ. বনলতা সেন ও উত্তর ফাল্গুনী
  • গ. ঝরা পালক ও রাখালী
  • ঘ. ছাড়পত্র ও বনলতা সেন

উত্তরঃ বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডুলিপি

বিস্তারিত

397. ‘সংশপ্তক’ উপন্যাসের রচয়িতা -

  • ক. মুনীর চৌধুরী
  • খ. রশীদ করিম
  • গ. শওকত ওসমান
  • ঘ. শহীদুল্লা কায়সার

উত্তরঃ শহীদুল্লা কায়সার

বিস্তারিত

398. ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসে অঙ্কিত হয়েছে -

  • ক. কৃষক জীবন
  • খ. ধীবর জীবন
  • গ. বৈশ্য জীবন
  • ঘ. নারীর জীবন

উত্তরঃ ধীবর জীবন

বিস্তারিত

399. ‘অবরোধবাসিনী’ গ্রন্থটি কার লেখা?

  • ক. আশাপূর্ণা দেবী
  • খ. সুফিয়া কামাল
  • গ. বেগম রোকেয়া
  • ঘ. সেলিনা হোসেন

উত্তরঃ বেগম রোকেয়া

বিস্তারিত

400. শামসুর রহমান এর প্রথম কাব্যগ্রন্থ -

  • ক. প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে
  • খ. নিজ বাসভূমে
  • গ. সোনালী কাবিন
  • ঘ. লোক-লোকান্তর

উত্তরঃ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects