বাংলা সাহিত্য
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. জীবনান্দন দাশ
- গ. সুধীন্দ্রনাথ দত্ত
- ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ সুধীন্দ্রনাথ দত্ত
252. ‘দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা-
- ক. শওকত ওসমান
- খ. জ্যোতিপ্রকাশ দত্ত
- গ. আখতারুজ্জামান ইলিয়াস
- ঘ. হাসান আজিজুল হক
উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস
253. রোহিণী-বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?
- ক. বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
- খ. কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবী
- গ. দুর্গেশনন্দিনী-চোখের বালি-চরিত্রহীন
- ঘ. কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
উত্তরঃ কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
254. আমার সন্তান যেন থাকে দুধেভাতে- এ প্রার্থনাটি করেছে-
- ক. ভাডু দত্ত
- খ. চাঁদ সওদাগর
- গ. ঈশ্বরী পাটনী
- ঘ. নলকুবের
উত্তরঃ ঈশ্বরী পাটনী
- ক. শ্রীচৈতন্য
- খ. বিদ্যাপতি
- গ. চণ্ডীদাস
- ঘ. জ্ঞান দাস
উত্তরঃ চণ্ডীদাস
256. বাংলা সাহিত্যের ইতিহাসবিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?
- ক. দীনেশ চন্দ্র সেনগুপ্ত
- খ. ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
- গ. মুহম্মদ শহীদুল্লাহ
- ঘ. সুকুমার সেন
উত্তরঃ দীনেশ চন্দ্র সেনগুপ্ত
257. ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ কে রচনা করেন?
- ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ. মুহম্মদ শহীদুল্লাহ
- গ. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
- ঘ. মুহম্মদ এনামুল হক
উত্তরঃ সুনীতিকুমার চট্রোপাধ্যায়
258. দোভাষী পুঁথি বলতে কী বোঝেন?
- ক. দুই ভাষায় রচিত পুঁথি
- খ. কয়েকটি ভাষায় শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
- গ. তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পঁথি
- ঘ. আঞ্চলিক বাংলায় রচিত পুঁথি
উত্তরঃ কয়েকটি ভাষায় শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
259. ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. সতেন্দ্রনাথ দত্ত
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. জসীমউদদীন
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
260. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
- ক. চোখের বালি
- খ. বলাকা
- গ. ঘরে-বাইরে
- ঘ. রক্তকবরী
উত্তরঃ রক্তকবরী
261. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
- ক. বিদ্রোহী
- খ. আনন্দময়ীর আগমনে
- গ. কাণ্ডারী হুঁশিয়ার
- ঘ. অগ্রপথিক
উত্তরঃ আনন্দময়ীর আগমনে
262. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
- ক. বাউন্ডুলের আত্মকাহিনী
- খ. মুক্তি
- গ. হেনা
- ঘ. বিদ্রোহী
উত্তরঃ বাউন্ডুলের আত্মকাহিনী
263. ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- ক. মোহাম্মদ নাসির উদ্দিন
- খ. আবুল কালাম শামসুদদীন
- গ. কাজী আব্দুল ওদুদ
- ঘ. সিকান্দার আবু জাফর
উত্তরঃ মোহাম্মদ নাসির উদ্দিন
264. ‘পথের দাবি’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
- খ. মানিক চট্রোপাধ্যায়
- গ. সত্যেন সেন
- ঘ. সুকান্ত ভট্রাচার্য
উত্তরঃ শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
265. ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
- ক. ফররুখ আহমদ
- খ. আহসান হাবীব
- গ. শামসুর রহমান
- ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তরঃ ফররুখ আহমদ
266. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন?
- ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ আলী আহসান
- খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আবদুল হাই
- গ. মুহম্মদ আবদুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ারা পাশা
- ঘ. মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান
উত্তরঃ মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান
267. কোনটি হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনীগ্রন্থ?
- ক. মরুমায়া
- খ. মরু ভাস্কর
- গ. মরুতীর্থ
- ঘ. মরু কুসুম
উত্তরঃ মরু ভাস্কর
268. ‘বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান’ -এর সম্পাদক কে?
- ক. মুহম্মদ আবদুল হাই
- খ. মুহম্মদ শহীদুল্লাহ
- গ. মুহম্মদ এনামুল হক
- ঘ. আহমদ শরীফ
উত্তরঃ আহমদ শরীফ
269. পদাবলী লিখেছেন-
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. মাইকেল মধুসূদন দত্ত
- গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- ঘ. কায়কোবাদ
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
270. পদ বা পদাবলী বলতে কী বুঝায়?
- ক. লাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলি
- খ. পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
- গ. বাউল বা মরমী গীতি
- ঘ. বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি
উত্তরঃ বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি
271. ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা?
- ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
- খ. মুহম্মদ আবদুল হাই
- গ. মুনীর চৌধুরী
- ঘ. মোফাজ্জল হায়দার চৌধুরী
উত্তরঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ
272. ‘প্রভাবতি সম্ভাষণ কার রচনা?
- ক. দেবেন্দ্রনাথ ঠাকুর
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. রামমোহন রায়
- ঘ. কৃষ্ণমোহন বন্দ্যোপাধায়
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
273. ‘চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা?
- ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- খ. নবীনচন্দ্র সেন
- গ. মাইকেল মধুসূদন দত্ত
- ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
274. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
- ক. বিষের বাঁশী
- খ. বন্দীর বন্দনা
- গ. সন্দীপের চর
- ঘ. রূপসী বাংলা
উত্তরঃ বিষের বাঁশী
275. ‘কবর’ নাটক কার রচনা?
- ক. শহীদুল্লাহ কায়সার
- খ. জহির রায়হান
- গ. মুনীর চৌধুরী
- ঘ. সত্যেন সেন
উত্তরঃ মুনীর চৌধুরী