বাংলা সাহিত্য
276. ‘ব্রজবুুুলি’ বলতে কী বুঝায়?
- ক. ব্রজধামে কথিত ভাষা
- খ. একরকম কৃত্রিম কবিভাষা
- গ. বাংলা ও হিন্দির যোগফল
- ঘ. মৈথিলী ভাষার একটি উপভাষা
উত্তরঃ একরকম কৃত্রিম কবিভাষা
277. ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’ কে বলেছেন?
- ক. চণ্ডীদাস
- খ. বিদ্যাপতি
- গ. রামকৃষ্ণ পরমহংস
- ঘ. বিবেকানন্দ
উত্তরঃ চণ্ডীদাস
279. কোনটি কাব্যগ্রন্থ?
- ক. কবিতা
- খ. কাব্য-পরিক্রমা
- গ. কয়েকটি কবিতা
- ঘ. বাঙলার কাব্য
উত্তরঃ কয়েকটি কবিতা
- ক. উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
- খ. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
- গ. সুকুমার রায়
- ঘ. সত্যজিৎ রায়
উত্তরঃ সুকুমার রায়
282. ‘লাল সালু’ উপন্যাসের লেখক কে?
- ক. মুনীর চৌধুর
- খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
- গ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
- ঘ. শওকত আলী
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ
283. ‘পদ’ বলতে কী বুঝায়?
- ক. কবিতার চরণ
- খ. যে কোন শব্দ
- গ. প্রত্যয়ান্ত শব্দ বা ধাতু
- ঘ. বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু
উত্তরঃ বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু
- ক. কায়কোবাদ
- খ. মীর মশাররফ হোসেন
- গ. মোজ্জামেল হক
- ঘ. ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ মীর মশাররফ হোসেন
286. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
- ক. রাজবন্দীর জবানবন্দী
- খ. ব্যথার দান
- গ. অগ্নিবীণা
- ঘ. নবযুগ
উত্তরঃ ব্যথার দান
287. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ?
- ক. চিলেকোঠায় সেপাই
- খ. আগুনের পরশমণি
- গ. একাত্তরের দিনগুলি
- ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তরঃ আগুনের পরশমণি
288. কোনটি শামসুর রহমানের রচনা?
- ক. নিরন্তর ঘণ্টাধ্বনি
- খ. নির্জন স্বাক্ষর
- গ. নিরালোকে দিব্যরথ
- ঘ. নির্বাণ
উত্তরঃ নিরালোকে দিব্যরথ
289. ‘সংশপ্তক’ কার রচনা?
- ক. মুনীর চৌধুর
- খ. শহীদুল্লাহ কায়সার
- গ. জহির রায়হান
- ঘ. শওকত ওসমান
উত্তরঃ শহীদুল্লাহ কায়সার
290. ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?
- ক. শওকত ওসমান
- খ. জহির রায়হান
- গ. আব্দুল গনি হাজারী
- ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তরঃ হাসান হাফিজুর রহমান
- ক. কাজী আবদুল ওদুদ
- খ. আবুল ফজল
- গ. শামসুদ্দীন আবুল কালাম
- ঘ. হুমায়ন কবির
উত্তরঃ হুমায়ন কবির
292. কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি?
- ক. অগ্নিকোণ
- খ. মরুশিখা
- গ. মরুসূর্য
- ঘ. রাঙা জবা
উত্তরঃ রাঙা জবা
293. ‘আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ?
- ক. অশোক মিত্র
- খ. দেবীপ্রসাদ চট্রোপাধ্যায়
- গ. নিরদচন্দ্র চৌধুরী
- ঘ. অতুল সুর
উত্তরঃ নিরদচন্দ্র চৌধুরী
294. ‘সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থ কে রচনা করেছেন?
- ক. কাজী মোতাহার হোসেন
- খ. বিনয় ঘোষ
- গ. আখতারুজ্জামান ইলিয়াস
- ঘ. রাধারমণ মিত্র
উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস
295. ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
- ক. অগ্নিবীণা
- খ. বিষের বাঁশি
- গ. দোলনচাঁপা
- ঘ. বাঁধনহারা
উত্তরঃ অগ্নিবীণা
296. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুযারি ’ - গানের রচয়িতা কে?
- ক. আবদুল গাফফার চৌধুরী
- খ. আলতাফ মাহমুদ
- গ. আবদুল লতিফ
- ঘ. আব্দুল আলীম
উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী
297. “দ্য লিবারেশন অব বাংলাদেশ” গ্রন্থের রচয়িতা-
- ক. রফিকুল ইসলাম
- খ. রশীদ করিম
- গ. মেজর জেনারেল খুসওয়ান্ত সিং
- ঘ. কর্নের সিদ্দিক মালিক
উত্তরঃ মেজর জেনারেল খুসওয়ান্ত সিং
298. ‘বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে?
- ক. নীহাররঞ্জন রায়
- খ. আর. সি. মজুমদার
- গ. অধ্যাপক আব্দুল করিম
- ঘ. অধ্যাপক সুনীতি কুমার সেন
উত্তরঃ নীহাররঞ্জন রায়
299. কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
- ক. শেষের কবিতা
- খ. দোলন চাঁপা
- গ. সোনার তরী
- ঘ. মানসী
উত্তরঃ দোলন চাঁপা
300. কাজী ইমদাদুল হক-এর ‘আব্দুল্লাহ’ উপন্যাসের উপজীব্য কী?
- ক. চাষী জীবনের করুণ চিত্র
- খ. কৃষক সমাজের সংগ্রামশালী
- গ. তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
- ঘ. মুসলিম জমিদার শ্রেণির জীবন কাহিনী
উত্তরঃ তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র