বাংলা সাহিত্য

276. ‘ব্রজবুুুলি’ বলতে কী বুঝায়?

  • ক. ব্রজধামে কথিত ভাষা
  • খ. একরকম কৃত্রিম কবিভাষা
  • গ. বাংলা ও হিন্দির যোগফল
  • ঘ. মৈথিলী ভাষার একটি উপভাষা

উত্তরঃ একরকম কৃত্রিম কবিভাষা

বিস্তারিত

277. ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’ কে বলেছেন?

  • ক. চণ্ডীদাস
  • খ. বিদ্যাপতি
  • গ. রামকৃষ্ণ পরমহংস
  • ঘ. বিবেকানন্দ

উত্তরঃ চণ্ডীদাস

বিস্তারিত

278. কোনটি রবীন্দ্রনাথের রচনা?

  • ক. চতুরঙ্গ
  • খ. চতুষ্কোণ
  • গ. চতুর্দশী
  • ঘ. চতুষ্পাঠী

উত্তরঃ চতুরঙ্গ

বিস্তারিত

279. কোনটি কাব্যগ্রন্থ?

  • ক. কবিতা
  • খ. কাব্য-পরিক্রমা
  • গ. কয়েকটি কবিতা
  • ঘ. বাঙলার কাব্য

উত্তরঃ কয়েকটি কবিতা

বিস্তারিত

280. কোনটি নাটক?

  • ক. কর্তার ইচ্ছায় কর্ম
  • খ. গড্ডলিকা
  • গ. পল্লীসমাজ
  • ঘ. সাজাহান

উত্তরঃ সাজাহান

বিস্তারিত

281. ‘আবোল-তাবোল’ কার লেখা?

  • ক. উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
  • খ. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
  • গ. সুকুমার রায়
  • ঘ. সত্যজিৎ রায়

উত্তরঃ সুকুমার রায়

বিস্তারিত

282. ‘লাল সালু’ উপন্যাসের লেখক কে?

  • ক. মুনীর চৌধুর
  • খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • গ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
  • ঘ. শওকত আলী

উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ

বিস্তারিত

283. ‘পদ’ বলতে কী বুঝায়?

  • ক. কবিতার চরণ
  • খ. যে কোন শব্দ
  • গ. প্রত্যয়ান্ত শব্দ বা ধাতু
  • ঘ. বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু

উত্তরঃ বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু

বিস্তারিত

284. ‘বিষাদ সিন্ধু’ কার রচনা?

  • ক. কায়কোবাদ
  • খ. মীর মশাররফ হোসেন
  • গ. মোজ্জামেল হক
  • ঘ. ইসমাইল হোসেন সিরাজী

উত্তরঃ মীর মশাররফ হোসেন

বিস্তারিত

285. কোনটি কাব্যগ্রন্থ?

  • ক. শেষ প্রশ্ন
  • খ. শেষ লেখা
  • গ. শেষের কবিতা
  • ঘ. শেষের পরিচয়

উত্তরঃ শেষ লেখা

বিস্তারিত

286. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?

  • ক. রাজবন্দীর জবানবন্দী
  • খ. ব্যথার দান
  • গ. অগ্নিবীণা
  • ঘ. নবযুগ

উত্তরঃ ব্যথার দান

বিস্তারিত

287. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ?

  • ক. চিলেকোঠায় সেপাই
  • খ. আগুনের পরশমণি
  • গ. একাত্তরের দিনগুলি
  • ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়

উত্তরঃ আগুনের পরশমণি

বিস্তারিত

288. কোনটি শামসুর রহমানের রচনা?

  • ক. নিরন্তর ঘণ্টাধ্বনি
  • খ. নির্জন স্বাক্ষর
  • গ. নিরালোকে দিব্যরথ
  • ঘ. নির্বাণ

উত্তরঃ নিরালোকে দিব্যরথ

বিস্তারিত

289. ‘সংশপ্তক’ কার রচনা?

  • ক. মুনীর চৌধুর
  • খ. শহীদুল্লাহ কায়সার
  • গ. জহির রায়হান
  • ঘ. শওকত ওসমান

উত্তরঃ শহীদুল্লাহ কায়সার

বিস্তারিত

290. ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?

  • ক. শওকত ওসমান
  • খ. জহির রায়হান
  • গ. আব্দুল গনি হাজারী
  • ঘ. হাসান হাফিজুর রহমান

উত্তরঃ হাসান হাফিজুর রহমান

বিস্তারিত

291. ‘নদী ও নারী’ কার রচনা?

  • ক. কাজী আবদুল ওদুদ
  • খ. আবুল ফজল
  • গ. শামসুদ্দীন আবুল কালাম
  • ঘ. হুমায়ন কবির

উত্তরঃ হুমায়ন কবির

বিস্তারিত

292. কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি?

  • ক. অগ্নিকোণ
  • খ. মরুশিখা
  • গ. মরুসূর্য
  • ঘ. রাঙা জবা

উত্তরঃ রাঙা জবা

বিস্তারিত

293. ‘আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ?

  • ক. অশোক মিত্র
  • খ. দেবীপ্রসাদ চট্রোপাধ্যায়
  • গ. নিরদচন্দ্র চৌধুরী
  • ঘ. অতুল সুর

উত্তরঃ নিরদচন্দ্র চৌধুরী

বিস্তারিত

294. ‘সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থ কে রচনা করেছেন?

  • ক. কাজী মোতাহার হোসেন
  • খ. বিনয় ঘোষ
  • গ. আখতারুজ্জামান ইলিয়াস
  • ঘ. রাধারমণ মিত্র

উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস

বিস্তারিত

295. ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

  • ক. অগ্নিবীণা
  • খ. বিষের বাঁশি
  • গ. দোলনচাঁপা
  • ঘ. বাঁধনহারা

উত্তরঃ অগ্নিবীণা

বিস্তারিত

296. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুযারি ’ - গানের রচয়িতা কে?

  • ক. আবদুল গাফফার চৌধুরী
  • খ. আলতাফ মাহমুদ
  • গ. আবদুল লতিফ
  • ঘ. আব্দুল আলীম

উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী

বিস্তারিত

297. “দ্য লিবারেশন অব বাংলাদেশ” গ্রন্থের রচয়িতা-

  • ক. রফিকুল ইসলাম
  • খ. রশীদ করিম
  • গ. মেজর জেনারেল খুসওয়ান্ত ‍সিং
  • ঘ. কর্নের সিদ্দিক মালিক

উত্তরঃ মেজর জেনারেল খুসওয়ান্ত ‍সিং

বিস্তারিত

298. ‘বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে?

  • ক. নীহাররঞ্জন রায়
  • খ. আর. সি. মজুমদার
  • গ. অধ্যাপক আব্দুল করিম
  • ঘ. অধ্যাপক সুনীতি কুমার সেন

উত্তরঃ নীহাররঞ্জন রায়

বিস্তারিত

299. কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?

  • ক. শেষের কবিতা
  • খ. দোলন চাঁপা
  • গ. সোনার তরী
  • ঘ. মানসী

উত্তরঃ দোলন চাঁপা

বিস্তারিত

300. কাজী ইমদাদুল হক-এর ‘আব্দুল্লাহ’ উপন্যাসের উপজীব্য কী?

  • ক. চাষী জীবনের করুণ চিত্র
  • খ. কৃষক সমাজের সংগ্রামশালী
  • গ. তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
  • ঘ. মুসলিম জমিদার শ্রেণির জীবন কাহিনী

উত্তরঃ তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects