ধ্বনি ও বর্ণ
54. বাংলা ভাষায় ব্যবহৃত অর্ধমাত্রার বর্ণগুলোর মধ্যে কতটি স্বরবর্ণের?
- ক. ৩টি
- খ. ১টি
- গ. ২টি
- ঘ. ৪টি
উত্তরঃ ১টি
55. উচ্চারণের বৈশিষ্ট্যানুযায়ী স্পর্শ ব্যঞ্জনধ্বনিগুলোকে প্রথমত কোন দুভাগে ভাগ করা হয়?
- ক. অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি
- খ. কণ্ঠ ধ্বনি ও দন্ত্য ধ্বনি
- গ. ওষ্ঠ্য বর্ণ ও তালব্য বর্ণ
- ঘ. অঘোষ ও ঘোষ ধ্বনি
উত্তরঃ অঘোষ ও ঘোষ ধ্বনি
56. সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় ‘ঋ’ কোন বর্ণের মধ্যে রক্ষিত?
- ক. স্বরবর্ণে
- খ. ব্যঞ্জন বর্ণে
- গ. শীষ বর্ণে
- ঘ. বিবৃত বর্ণে
উত্তরঃ স্বরবর্ণে
- ক. তালব্যবর্ণ
- খ. কণ্ঠবর্ণ
- গ. দন্ত্যবর্ণ
- ঘ. মূর্ধন্যবর্ণ
উত্তরঃ দন্ত্যবর্ণ
61. উচ্চারণরণ স্থানের দিক দিয়ে স্পর্শ্বধ্বনিকে কয়টি গুচ্ছে বা বর্গে ভাগ করা হয়?
- ক. ৬টি
- খ. ৮টি
- গ. ৫টি
- ঘ. ৩টি
উত্তরঃ ৫টি
65. নিচের কোন বর্ণগুলো অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ?
- ক. খ, ছ, ঝ
- খ. ঠ থ ফ
- গ. ঢ ধ ঙ
- ঘ. গ, চ জ
উত্তরঃ গ, চ জ
67. ট বর্গীয় ধ্বনির অপর নাম কি?
- ক. দন্ত্য ধ্বনি
- খ. ওষ্ঠ্য ধ্বনি
- গ. তালব্য স্পর্শ ধ্বনি
- ঘ. মূর্ধন্য ধ্বনি
উত্তরঃ মূর্ধন্য ধ্বনি
68. নিচের কোন বর্ণগুলো কখনো শব্দের প্রথমে আসে না?
- ক. ঙ ং ঞ ণ
- খ. ন ঝ ধ ঙ
- গ. থ ন ধ
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ঙ ং ঞ ণ
72. বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শেখে?
- ক. ক-বর্গের
- খ. ট-বর্গের
- গ. ত-বর্গের
- ঘ. প-বর্গের
উত্তরঃ প-বর্গের
There are no comments yet.