ধ্বনি ও বর্ণ
78. সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি?
- ক. হ্ন=হ্+ণ
- খ. হ্ন=হ্+ম
- গ. ঞ্জ=জ্+ঞ
- ঘ. জ্ঞ=জ্+ঞ
উত্তরঃ জ্ঞ=জ্+ঞ
86. সংস্কৃত ও প্রাচীন বাংলায় কোন তিনটি বর্ণে দ্যোতিত তিনটি ধ্বনির পৃথক ব্যবহার ছিল ?
- ক. শ, ষ, স
- খ. র, ড়, ঢ়
- গ. ন, ণ, ল
- ঘ. স, ষ, হ
উত্তরঃ শ, ষ, স
87. হ বর্ণে দ্যোতিত ধ্বনিটি কণ্ঠনালীতে উৎপন্ন হয় বলে মূলত সেটিকে কি বলে ?
- ক. তাড়নজাত ধ্বনি
- খ. অঘোষ ধ্বনি
- গ. উষ্ম ঘোষধ্বনি
- ঘ. পার্শ্বিক ধ্বনি
উত্তরঃ উষ্ম ঘোষধ্বনি
95. পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি 'অ' কি হয় ?
- ক. বিবৃত
- খ. স্বাভাবিক
- গ. অবিকৃত
- ঘ. সংবৃত
উত্তরঃ সংবৃত
97. বাংলা বর্ণমালায় কোন দুটি ধ্বনি উচ্চারণে কোনো পার্থক্য নেই ?
- ক. ঙ, ম
- খ. ঙ, ং
- গ. ং, ঃ
- ঘ. গ, ঙ
উত্তরঃ ঙ, ং
98. কোনটি সঠিক ?
- ক. বর্গীয় ব এবং অন্তঃস্থ ব বর্তমানে ও বাংলায় আছে
- খ. বর্গীয় ব এবং অন্তঃস্থ ব -এর আকৃতিতে পার্থক্য বিদ্যমান
- গ. সংস্কৃতে এ দুটি পার্থক্য ছিল
- ঘ. বর্তমানে এ দুটি বর্ণমালা থেকে বাদ দেওয়া হয়েছে
উত্তরঃ সংস্কৃতে এ দুটি পার্থক্য ছিল
There are no comments yet.