ধ্বনি ও বর্ণ
151. 'হ' বর্ণে দ্যেতিত ধ্বনিটি কন্ঠনালীতে উৎপন্ন হয় বলেই মূলত তাকেই কি বলে ?
- ক. শিশধ্বনি
- খ. অঘোষধ্বনি
- গ. উষ্ম ঘোষধ্বনি
- ঘ. অঘোষ অল্পপ্রাণ ধ্বনি
উত্তরঃ উষ্ম ঘোষধ্বনি
152. বাংলায় 'ণ' এবং 'ন' বর্ণে দ্যেতিত ধ্বনি দুটিতে কি আছে ?
- ক. ঐক্য
- খ. পার্থক্য
- গ. বৈসাদৃশ্য
- ঘ. অসমতা
উত্তরঃ ঐক্য
153. কোনগুলো জিহ্বামূলীয় বা কন্ঠ্যস্পর্শ ধ্বনি ?
- ক. ক, খ, গ, ঘ, ঙ
- খ. ট, ঠ, ড, ঢ়, ণ
- গ. ত, থ, দ, ধ, ন
- ঘ. প, ফ, ব, ভ, ম
উত্তরঃ ক, খ, গ, ঘ, ঙ
154. 'র' বর্ণে দ্যেতিত ধ্বনি জিহ্বাকে দোলা দেয় বলে এ ধ্বনিকে কি ধ্বনি বলা হয় ?
- ক. পার্শ্বিকধ্বনি
- খ. তালব্যধ্বনি
- গ. স্পর্শধ্বনি
- ঘ. কম্পনজাত ধ্বনি
উত্তরঃ কম্পনজাত ধ্বনি
155. যুক্ত ব্যঞ্জনধ্বনির দ্যেতনার জন্য দুটি বা তার অধিক ব্যাঞ্জনবর্ণ একত্র হয়ে কোন বর্ণ গঠিত হয় ?
- ক. স্পর্শবর্ণ
- খ. ব্যাঞ্জনবর্ণ
- গ. সংযুক্তবর্ণ
- ঘ. উষ্মবর্ণ
উত্তরঃ সংযুক্তবর্ণ
157. সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় 'ঋ' কোন বর্ণের মধ্যে রক্ষিত ?
- ক. ব্যঞ্জনবর্ণের
- খ. বিবৃতবর্ণের
- গ. শীর্ষবর্ণের
- ঘ. স্বরবর্ণের
উত্তরঃ স্বরবর্ণের
158. শব্দের মধ্যে কোনো কোনো ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনিতে পরিণত হওয়াকে বলে--
- ক. স্বরবিকৃতি
- খ. ব্যঞ্জনবিকৃতি
- গ. স্বরসঙ্গতি
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ব্যঞ্জনবিকৃতি
170. ভাষার শব্দ গঠিত হয়--
- ক. বর্ণের সমন্বয়ে
- খ. চিহ্নের সমন্বয়ে
- গ. ধ্বনির সমন্বয়ে
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ধ্বনির সমন্বয়ে
171. যৌগিক স্বরধ্বনিকে বলা হয়--
- ক. দ্বিস্বর
- খ. সন্ধিস্বর
- গ. যৌগিকস্বর
- ঘ. উপরের সবগুলো
উত্তরঃ উপরের সবগুলো
172. ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে আবশ্যিকভাবেই আগমন ঘটে--
- ক. ব্যঞ্জনধ্বনি
- খ. স্বরধ্বনি
- গ. যৌগিক স্বরধ্বনি
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ স্বরধ্বনি
173. যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে বলা হয়--
- ক. ব্যঞ্জনধ্বনি
- খ. স্বরধ্বনি
- গ. অঘোষ ধ্বনি
- ঘ. অল্পপ্রাণ ধ্বনি
উত্তরঃ অঘোষ ধ্বনি
- ক. স্পৃষ্ট বর্ণ
- খ. অন্তঃস্থ বর্ণ
- গ. অঘোষ বর্ণ
- ঘ. ঘোষ বর্ণ
উত্তরঃ স্পৃষ্ট বর্ণ
175. ধ্বনিতত্ত্ব ভেদে নিম্নের কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা?
- ক. জিহ্বা
- খ. হাত
- গ. তালু
- ঘ. ঠোঁট
উত্তরঃ হাত