ধ্বনি ও বর্ণ

26. বাংলা ব্যাকরণে পরাশ্রয়ী বর্ণযুক্ত শব্দ কোনগুলো?

  • ক. আম্র, বৃহৎ, মিঞা
  • খ. আয়না, হণি, ঋণ
  • গ. রং, চাঁদ, দুঃখ
  • ঘ. শিউলি, উচিত, বৃষ

উত্তরঃ রং, চাঁদ, দুঃখ

বিস্তারিত

27. কোনগুলো দন্ত্য ধ্বনি?

  • ক. ত,থ,দ,ধ,ন
  • খ. প,ফ,ব,ভ,ম
  • গ. ক,খ,গ,ঘ,ঙ
  • ঘ. চ,ছ,জ,ঝ,ঞ

উত্তরঃ ত,থ,দ,ধ,ন

বিস্তারিত

28. দুটি মৌলিক স্বরবর্ণ যোগে যে অক্ষর সৃষ্টি হয় তাকে কি বলে?

  • ক. মৌলিক স্বর
  • খ. যৌগিক স্বর
  • গ. একাক্ষর স্বর
  • ঘ. অনাবৃত স্বর

উত্তরঃ যৌগিক স্বর

বিস্তারিত

29. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা ব্যবহৃত হয় কয়টি বর্ণে?

  • ক. ৩০টি
  • খ. ৩১টি
  • গ. ২৯টি
  • ঘ. ৩২টি

উত্তরঃ ৩২টি

বিস্তারিত

30. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি?

  • ক. ৭টি
  • খ. ৮টি
  • গ. ৯টি
  • ঘ. ১০টি

উত্তরঃ ৮টি

বিস্তারিত

31. ‘ড়’ এবং ‘ঢ়’ ধ্বনিগুলোকে বলে-

  • ক. তাড়নজাত
  • খ. কম্পন জাত
  • গ. নাসিক্য
  • ঘ. উষ্ম

উত্তরঃ তাড়নজাত

বিস্তারিত

33. তাড়নজাত ব্যাঞ্জনধ্বনি কোনটি?

  • ক. ক,ঘ
  • খ. চ,ছ
  • গ. ড়,ঢ়
  • ঘ. প,ফ

উত্তরঃ ড়,ঢ়

বিস্তারিত

34. পাশাপাশি দু'টো স্বরধ্বনি একাক্ষর হিসেবেউচ্চারণরিত হলে তাকে কী বলে?

  • ক. মৌলিক স্বরধ্বনি
  • খ. যৌগিক স্বরধ্বনি
  • গ. মূলধ্বনি
  • ঘ. সমধ্বনি

উত্তরঃ যৌগিক স্বরধ্বনি

বিস্তারিত

35. ‘ঔ’ কোন স্বরধ্বনির প্রতীক?

  • ক. ওষ্ঠ্য স্বরধ্বনি
  • খ. মৌলিক স্বরধ্বনি
  • গ. যৌগিক স্বরধ্বনি
  • ঘ. মিলিত স্বরধ্বনি

উত্তরঃ যৌগিক স্বরধ্বনি

বিস্তারিত

36. কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায়?

  • ক. কণ্ঠধ্বনি
  • খ. স্বরধ্বনি
  • গ. ব্যঞ্জনধ্বনি
  • ঘ. মিশ্র ধ্বনি

উত্তরঃ ব্যঞ্জনধ্বনি

বিস্তারিত

37. ‘ক’ ধ্বনিকে ‘ক’ অক্ষর বলতে চাইলে উহার সঙ্গে কি যোগ করতে হয়?

  • ক. ‘অ’ ধ্বনি
  • খ. স্বরধ্বনি
  • গ. হ্রস্বধ্বনি
  • ঘ. ব্যঞ্জনধ্বনি

উত্তরঃ ‘অ’ ধ্বনি

বিস্তারিত

38. উচ্চারণরণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে আ-কে কি ধ্বনি বলে?

  • ক. স্বরধ্বনি
  • খ. বিবৃত স্বরধনি
  • গ. সম্মুখ স্বরধ্বনি
  • ঘ. পশ্চাৎ স্বরধ্বনি

উত্তরঃ বিবৃত স্বরধনি

বিস্তারিত

39. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়?

  • ক. কার
  • খ. ফলা
  • গ. ফলাই
  • ঘ. ফলের

উত্তরঃ ফলা

বিস্তারিত

40. ‘খন্ডত’ (ৎ) প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের খন্ড রূপ?

  • ক. ‘খ’ বর্ণের
  • খ. ‘ত’ বর্ণের
  • গ. ‘দ’ বর্ণের
  • ঘ. 'ধ’ বর্ণের

উত্তরঃ ‘ত’ বর্ণের

বিস্তারিত

41. কোন বর্ণগুলোতে অর্ধমাত্রা ব্যবহৃত হয়?

  • ক. ধ এবং গ
  • খ. ত এবং ঠ
  • গ. ট এবং থ
  • ঘ. এ এবং ঐ

উত্তরঃ ধ এবং গ

বিস্তারিত

42. কোনগুলো স্পর্শধ্বনি?

  • ক. ‘আ’ থেকে ‘ঢ’ পর্যন্ত
  • খ. ‘চ’ থেকে ‘শ’ পর্যন্ত
  • গ. ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত
  • ঘ. ‘ট’ থেকে ‘য়’ পর্যন্ত

উত্তরঃ ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত

বিস্তারিত

43. কোনগুলো কণ্ঠধ্বনি?

  • ক. ক খ গ ঘ ঙ
  • খ. চ ছ জ ঝ ঞ
  • গ. ট ঠ ড ঢ ণ
  • ঘ. প ফ ব ভ ম

উত্তরঃ ক খ গ ঘ ঙ

বিস্তারিত

44. কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?

  • ক. অল্পপ্রাণ ধ্বনি
  • খ. অঘোষ ধ্বনি
  • গ. মহাপ্রাণ ধ্বনি
  • ঘ. অল্পপ্রাণ ধ্বনি

উত্তরঃ মহাপ্রাণ ধ্বনি

বিস্তারিত

45. কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়?

  • ক. ঘোষ ধ্বনি
  • খ. অঘোষ ধ্বনি
  • গ. মহাপ্রাণ ধ্বনি
  • ঘ. অল্পপ্রাণ ধ্বনি

উত্তরঃ ঘোষ ধ্বনি

বিস্তারিত

46. কোন চারটি বর্ণকে উষ্মবর্ণ বলা হয়?

  • ক. ক, চ, ট, ত
  • খ. খ, ছ, ঠ, থ
  • গ. শ, ষ, স, হ
  • ঘ. গ, য, ঙ, চ

উত্তরঃ শ, ষ, স, হ

বিস্তারিত

47. উচ্চারণস্থান অনুযায়ী কোন ব্যঞ্জন ধ্বনির বর্ণসমূহ তালব্য বর্ণ?

  • ক. প ফ ব ভ ম
  • খ. ক খ গ ঘ ঙ
  • গ. চ ছ জ ঝ ঞ
  • ঘ. ট ঠ ড ঢ ণ

উত্তরঃ চ ছ জ ঝ ঞ

বিস্তারিত

48. অনুস্বার (ং) এবং বিসর্গ (ঃ) এ দুটি বর্ণকে কি বর্ণ বলা হয়?

  • ক. ঘিত বর্ণ
  • খ. অযোগবাহ বর্ণ
  • গ. নাসিক্য বর্ণ
  • ঘ. সংবৃত বর্ণ

উত্তরঃ অযোগবাহ বর্ণ

বিস্তারিত

50. ‘ফ’ ধ্বনিটির ধ্বনিতাত্ত্বিক পরিচয় হল-

  • ক. ওষ্ঠ্য, মহাপ্রাণ ও অঘোষ
  • খ. দন্ত্য, মহাপ্রাণ ও ঘোষ
  • গ. কণ্ঠ অল্পপ্রাণ ও অঘোষ
  • ঘ. ওষ্ঠ অল্পপ্রাণ ও অঘোষ

উত্তরঃ ওষ্ঠ্য, মহাপ্রাণ ও অঘোষ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects