ধ্বনি ও বর্ণ
127. উচ্চারণের সঙ্গে কোনটির সংশ্লিষ্ট ?
- ক. IPA
- খ. বানান
- গ. Monosyllabic word
- ঘ. Diphthong
উত্তরঃ IPA
129. নিচের কোনগুলো নাসিক্য ধ্বনি অন্তর্ভুক্ত ?
- ক. ণ, ন, ম
- খ. ছ, ঝ, ধ
- গ. জ, ঝ, চ
- ঘ. শ, স, ষ
উত্তরঃ ণ, ন, ম
131. শ, ষ, স, হ এই চারটি ধ্বনিকে কি বলা হয় ?
- ক. অন্তঃস্থ ধ্বনি
- খ. নাসিক্য ধ্বনি
- গ. উষ্মধ্বনি
- ঘ. পরাশ্রয়ী বর্ণ
উত্তরঃ উষ্মধ্বনি
132. নিচের কোন বর্ণগুলো অল্পপ্রাণ ধ্বনির উদাহারণ ?
- ক. খ, ছ, ঝ
- খ. ঠ, থ, ফ
- গ. ঢ, ধ, ঙ
- ঘ. গ, চ, জ
উত্তরঃ গ, চ, জ
133. নিচের কোন বর্ণগুলো মহাপ্রাণ ধ্বনির উদাহারণ ?
- ক. খ, ঘ, ছ
- খ. ণ, ন, ম
- গ. ড, দ, ব
- ঘ. ট, ত, প
উত্তরঃ খ, ঘ, ছ
134. বাংলা ভাষায় কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয় ?
- ক. য ও য়
- খ. য ও ব
- গ. য় ও হ
- ঘ. য ও ঝ
উত্তরঃ য ও ব
135. নিচের কোন বর্ণগুলো কখনো শব্দের প্রথমে আসে না ?
- ক. ঙ, ং, ঞ, ণ
- খ. ন, ঝ, ধ, ঙ
- গ. থ, ন, ধ
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঙ, ং, ঞ, ণ
137. নিচের কোন দুটি বর্ণের সমষ্টি 'হ্ম' যুক্ত বর্ণটি ?
- ক. হ + ষ
- খ. হ + ম
- গ. ক + ষ
- ঘ. হ + ঞ
উত্তরঃ হ + ম
138. বাংলা বর্ণমালা কোন লিপির বিবর্তিত রূপ ?
- ক. খরোষ্ঠী
- খ. সংস্কৃত
- গ. ব্রাহ্মী
- ঘ. অস্ট্রলীয়
উত্তরঃ ব্রাহ্মী
139. স্বরবর্ণগুলোকে উচ্চারণের কাল ও প্রয়াস অনুযায়ী কয় শ্রেণীতে ভাগ করা হয় ?
- ক. ২ শ্রেণী
- খ. ৪ শ্রেণী
- গ. ৫ শ্রেণী
- ঘ. ৩ শ্রেণী
উত্তরঃ ২ শ্রেণী
144. দুটি মৌলিক স্বরবর্ণ যোগে যে অক্ষর সৃষ্টি হয় তাকে কি বলে ?
- ক. ঘিত বর্ণ
- খ. অযোগবাহ বর্ণ
- গ. নাসিক্য বর্ণ
- ঘ. সংবৃত বর্ণ
উত্তরঃ অযোগবাহ বর্ণ
145. যৌগিক স্বরের অপর নাম কি ?
- ক. প্রকৃতাক্ষর
- খ. হ্রস্বস্বর
- গ. দীর্ঘস্বর
- ঘ. সান্ধ্যক্ষর
উত্তরঃ সান্ধ্যক্ষর
146. উচ্চারণের সুবিধায় বাংলা ব্যঞ্জনবর্ণের কোন দ্যেতিত ধ্বনি যোগ করে উচ্চারণ করা হয় ?
- ক. 'চ' স্বরধ্বনি
- খ. 'ট' স্বরধ্বনি
- গ. 'অ' স্বরধ্বনি
- ঘ. 'গ' স্বরধ্বনি
উত্তরঃ 'অ' স্বরধ্বনি
147. 'এ' ধ্বনি বিকৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায় ?
- ক. শেষে
- খ. মধ্যে
- গ. আদিতে
- ঘ. আদি - অন্তে
উত্তরঃ আদিতে
148. তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত্য 'অ" কি হয় ?
- ক. বিবৃত হয়
- খ. প্রকৃত হয়
- গ. সংবৃত
- ঘ. অপঋতি হয়
উত্তরঃ সংবৃত
149. শব্দে 'অ' ধ্বনির কোন কোন দুরকম উচ্চারণ পাওয়া যায় ?
- ক. নিম্ন ও মধ্যে উচ্চারণ
- খ. উচ্চ ও নিম্ন উচ্চারণ
- গ. বিবৃত ও সংবৃত উচ্চারণ
- ঘ. ওষ্ঠ্যাধর প্রসূত ও ওষ্ঠ্যাধর বিবৃত উচ্চারন
উত্তরঃ বিবৃত ও সংবৃত উচ্চারণ
150. 'ড়' ও 'ঢ়' ধ্বনিগুলোকে কি ধ্বনি বলে ?
- ক. ঘোষধ্বনি
- খ. শিশধ্বনি
- গ. কল্পনাজাত ধ্বনি
- ঘ. তাড়নজাত ধ্বনি
উত্তরঃ তাড়নজাত ধ্বনি