ধ্বনি ও বর্ণ
1. আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়?
- ক. বাহান্নটি
- খ. পয়তাল্লিশটি
- গ. চুয়ান্নটি
- ঘ. আটত্রিশটি
উত্তরঃ পয়তাল্লিশটি
6. ধ্বনিবিদ মুহম্মদ আবদুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি-
- ক. এ্যা ধ্বনি
- খ. ও ধ্বনি
- গ. য়্ ধ্বনি
- ঘ. উ ধ্বনি
উত্তরঃ এ্যা ধ্বনি
7. একই সংগে উচ্চারিত দুইটি মিলিত স্বরধ্বনিকে কি বলে?
- ক. স্বর-সঙ্গতি
- খ. যৌগিক স্বর
- গ. অভিশ্রতি
- ঘ. মধ্যস্বর
উত্তরঃ যৌগিক স্বর
8. কোন দু’টি স্বরের মিলিত ধ্বনিতে ‘ঐ’ ধ্বনির সৃষ্টি হয়?
- ক. ও এবং ই
- খ. এ এবং ই
- গ. অ এবং ই
- ঘ. উ এবং ই
উত্তরঃ ও এবং ই
22. যে যে বর্ণের সমন্বয়ে ‘ষ্ণ’ যুক্তবর্ণটি গঠিত হয়েছে, সেগুলো নির্দেশ করুন-
- ক. ষ + ণ
- খ. ষ + ঞ
- গ. ষ + ন
- ঘ. ষ + ঙ
উত্তরঃ ষ + ণ
There are no comments yet.