দ্বিরুক্ত শব্দ
26. নিচের কোন শব্দগুচ্ছ বিশেষ্য দ্বিরুক্তির উদাহরণ?
- ক. বাড়ি-বাড়ি, গাড়ি-বাড়ি, বস্তা-বস্তা
 - খ. ঘন-ঘন, বড়-বড়, গরম-গরম
 - গ. যে-যে, সে-সে, কেহ-কেহ, যাহা-তাহা
 - ঘ. দেখতে-দেখতে, যায়-যায়, হায়-হায়
 
উত্তরঃ বাড়ি-বাড়ি, গাড়ি-বাড়ি, বস্তা-বস্তা
27. নিচের কোন বাক্যটির দ্বিরুক্ত শব্দ পারস্পরিকতা অর্থ বুঝাচ্ছে?
- ক. ঝাঁকে-ঝাঁকে পাখি উড়ে গেল
 - খ. ভালয়-ভালয় বিয়েটা হয়ে গেলে বাঁচি
 - গ. তোমার খাই-খাই ভাব আর গের না
 - ঘ. দূরে-দূরে এক ঝাঁক বক খাবার খাচ্ছে
 
উত্তরঃ ঝাঁকে-ঝাঁকে পাখি উড়ে গেল
- ক. সামান্য অর্থে
 - খ. গভীরতা অর্থে
 - গ. অনুকার অব্যয় অর্থে
 - ঘ. পদভিত্তিক অর্থে
 
উত্তরঃ সামান্য অর্থে
29. অনুকার অব্যয়যোগে গঠিত দ্বিরুক্তি কোনটি?
- ক. ধামা-ধামা ধান আছে
 - খ. আমি জ্বর-জ্বর বোধ করছি
 - গ. ঢং ঢং করে ঘণ্টা বেজে ওঠলো
 - ঘ. এত তোড়-জোড় করে কাজ করাটা ঠিক হবে না
 
উত্তরঃ ঢং ঢং করে ঘণ্টা বেজে ওঠলো
30. ‘ভয়ে তার গা ছম ছম করছে।’ এখানে ‘ছম ছম’ এখানে ‘ছম ছম’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. ভাবের গভীরতা
 - খ. অনুভূতি
 - গ. তীব্রতা
 - ঘ. সল্পকাল স্থায়ী
 
উত্তরঃ ভাবের গভীরতা
31. ‘মেয়েটার যেন কালো-কালো চেহারা।’ এখানে ‘কালো-কালো’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে।
- ক. সামান্যতা
 - খ. আধিক্য
 - গ. তীব্র
 - ঘ. ধ্বনির ব্যঞ্জনা
 
উত্তরঃ সামান্যতা
32. তার আছে রাশি রাশি ধন। -এখানে ‘রাশি রাশি’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. সামান্য
 - খ. আধিক্য
 - গ. পরিমাণমত
 - ঘ. প্রয়োজনের কম
 
উত্তরঃ আধিক্য
33. ছেলেটিকে চোখে চোখে রেখো। এই পদাত্মক বাক্য দ্বিরুক্তি ‘চোখে চোখে’ কি অর্থ প্রকাশ করছে?
- ক. ভাবের প্রগাঢ়তা
 - খ. আধিক্য
 - গ. সামান্যতা
 - ঘ. সতর্কতা
 
উত্তরঃ সতর্কতা
34. নিচের কোনটি অব্যয়ের দ্বিরুক্তি?
- ক. নরম নরম হাত
 - খ. বৃষ্টি পড়ে টাপুর টুপুর
 - গ. দেখতে দেখতে আকাশ কালো হয়ে এল
 - ঘ. তার সঙ্গী সাথী কেউ নেই
 
উত্তরঃ বৃষ্টি পড়ে টাপুর টুপুর
35. নিচের কোনটি যুগ্ম দ্বিরুক্তি শব্দের উদাহরণ?
- ক. মিটমিট
 - খ. ঘরে ঘরে
 - গ. হাতাহাতি
 - ঘ. সরাসরি
 
উত্তরঃ হাতাহাতি
37. ‘হাতে হাতে ফল পাওয়া’ বাক্যাংশে ‘হাতে হাতে’ হল-
- ক. দ্বিরুক্ত শব্দদ্বৈত
 - খ. শব্দদ্বৈত
 - গ. অনুকার শব্দদ্বৈত
 - ঘ. ধ্বন্যাত্বক শব্দদ্বৈত
 
উত্তরঃ দ্বিরুক্ত শব্দদ্বৈত
38. ‘সারা বাড়িটা খাঁ খাঁ করছে- এখানে ‘খাঁ খাঁ হল-
- ক. ধ্বন্যাত্মক শব্দ
 - খ. মিশ্র শব্দ
 - গ. দ্বিরুক্ত শব্দ
 - ঘ. শব্দদৈত
 
উত্তরঃ দ্বিরুক্ত শব্দ
39. ‘মাথা-মুণ্ডু’ কোন ধরনের শব্দ?
- ক. ধ্বন্যাত্মক শব্দ
 - খ. মিশ্রশব্দ
 - গ. জটিল শব্দ
 - ঘ. যুগ্মশব্দ
 
উত্তরঃ ধ্বন্যাত্মক শব্দ
41. বাংলা ভাষার কোন শব্দের দ্বিরুক্তি হতে পারে?
- ক. বহুবচন শব্দের
 - খ. একবচন শব্দের
 - গ. যে কোন শব্দের
 - ঘ. লিঙ্গবাচক শব্দের
 
উত্তরঃ যে কোন শব্দের
42. কোন শব্দে যুগ্মরীতিতে গঠিত দ্বিরুক্ত পদের ব্যবহার হয়েছে?
- ক. চোখে-চোখে
 - খ. আকাশে-বাতাসে
 - গ. থেকে-থেকে
 - ঘ. হাড়ে-হাড়ে
 
উত্তরঃ আকাশে-বাতাসে
43. ‘ছেলেটির যায় যায় অবস্থা’- ‘যায় যায়’ এখানে কোন্ অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. তাড়াতাড়ি
 - খ. ব্যস্ততা
 - গ. মৃতপ্রায় অবস্থা
 - ঘ. কোনটিই না
 
উত্তরঃ মৃতপ্রায় অবস্থা
44. ধ্বন্যাত্মক ‘একক’ বা দ্বিরুক্ত উদাহরণ কোনটি?
- ক. মর্মর
 - খ. চিকমিক
 - গ. চলছল
 - ঘ. হাপুস-হুপুস
 
উত্তরঃ মর্মর
45. নিচের কোন দ্বিরুক্ত শব্দে একই শব্দের অবিকৃত প্রয়োগ পরিলক্ষিত হয়?
- ক. টপাটপ
 - খ. টাপুর টুপুর
 - গ. পটপট
 - ঘ. বকবকানি
 
উত্তরঃ পটপট
46. দ্বিরুক্তি কয় রকমের গঠিত হয়?
- ক. তিন রকমের
 - খ. দু’রকমের
 - গ. চার রকমের
 - ঘ. পাঁচ রকমের
 
উত্তরঃ তিন রকমের
47. ‘শিশুটি মা মা বলে কাঁদছে।’ -এখানে ‘মা মা’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. স্বল্পকাল স্থায়ী
 - খ. আগ্রহ
 - গ. আধিক্য
 - ঘ. তীব্রতা
 
উত্তরঃ আগ্রহ
48. ‘লোকটি হাড়ে হাড়ে বদমায়েশ।’ এখানে ‘হাড়ে হাড়ে’ দ্বিরুক্ত শব্দটি কি অর্থ প্রকাশ করছে?
- ক. আধিক্য
 - খ. ভাবে রপ্রগাঢ়তা
 - গ. কালের বিস্তার
 - ঘ. সতর্কতা
 
উত্তরঃ আধিক্য
50. সমার্থক বা একার্থক সহচর শব্দযোগে কোন দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে?
- ক. চাল-চলন
 - খ. তালা-চাবি
 - গ. ভাত-টাত
 - ঘ. জারি-জুরি
 
উত্তরঃ চাল-চলন