দ্বিরুক্ত শব্দ
101. ছি! ছি! তুমি এ খারাপ কাজটি করতে পারলে ? এই বাক্যে ছি! ছি!' কি অর্থে প্রকাশ করছে ?
- ক. অনুভূতি
 - খ. ভাবের গভীরতা
 - গ. তীব্রতা
 - ঘ. পৌনঃপুনিকতা
 
উত্তরঃ ভাবের গভীরতা
102. নিচের কোনটি একই বিভক্তি প্রয়োগ দ্বিরুক্তি ?
- ক. ঘরে ঘরে
 - খ. ঝির ঝির
 - গ. বড় বড়
 - ঘ. ছোট ছোট
 
উত্তরঃ ঘরে ঘরে
103. নিচের কোন বাক্যেটির দ্বিরুক্ত শব্দ পারস্পরিকতা অর্থ বোঝাচ্ছে ?
- ক. তোমার নাই নাই ভাব আর গেল না
 - খ. ঝাঁকে ঝাঁকে পাখি আকাশে উড়ছে
 - গ. ভালয় বালয় বিয়েটা হয়ে গেল
 - ঘ. দূরে দূরে এক ঝাঁক বক দেখা যাচ্ছে
 
উত্তরঃ ঝাঁকে ঝাঁকে পাখি আকাশে উড়ছে
104. কৃষক হলেও তার আছে (রাশি রাশি) ধন - বাক্যে 'রাশি রাশি' কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. সামান্য
 - খ. গভীরতা
 - গ. আধিক্য
 - ঘ. তীব্রতা
 
উত্তরঃ আধিক্য
105. শন শন কি ধরনের দ্বিরুক্ত শব্দ?
- ক. শব্দের দ্বিরুক্তি
 - খ. পদের দ্বিরুক্তি
 - গ. অনুকার দ্বিরুক্তি
 - ঘ. কোনটিই নয়
 
উত্তরঃ অনুকার দ্বিরুক্তি
There are no comments yet.