দ্বিরুক্ত শব্দ
76. ভয়ে গা ছম ছম করছে এ বাক্যের - দ্বিরুক্তি শব্দ কি বুঝাচ্ছে ?
- ক. ভাবের গম্ভীরতা
 - খ. বিশেষণ বাচকতা
 - গ. অনুভূতি বা ভাব
 - ঘ. পৌনঃপুনিকতা
 
উত্তরঃ অনুভূতি বা ভাব
77. ছেলেটিকে চোখে চোখে রাখ - বাক্যের দ্বিরুক্তি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. ভাবের প্রগাঢ়তা
 - খ. কালের বিস্তার
 - গ. সতর্কতা
 - ঘ. আধিক্য
 
উত্তরঃ সতর্কতা
78. লোকটা হাড়ে হাড়ে শয়তান -বাক্যের দ্বিরুক্তি কোন অর্থ প্রকাশক ?
- ক. সতর্কতা
 - খ. আধিক্য
 - গ. বিস্তার
 - ঘ. সংকীর্ণতা
 
উত্তরঃ আধিক্য
79. 'চিকচিক' করে বালি কোথা নাহি কাদা - বাক্যের ধ্বন্যাত্নক দ্বিরুক্তিটি কোন পদ নির্দেশক করছে ?
- ক. বিশেষ্য
 - খ. বিশেষণ
 - গ. ক্রিয়া
 - ঘ. ক্রিয়া - বিশেষণ
 
উত্তরঃ ক্রিয়া - বিশেষণ
80. তুমি 'রোজ রোজ' এখানে আস কেন ? বাক্যে রোজ রোজ কোন ধরণের দ্বিরুক্ত ?
- ক. অনুকার দ্বিরুক্ত
 - খ. শব্দের দ্বিরুক্ত
 - গ. পদের দ্বিরুক্ত
 - ঘ. কোনটিই নয়
 
উত্তরঃ শব্দের দ্বিরুক্ত
81. ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে ? এ বাক্যে (ঘুমিয়ে ঘুমিয়ে) কোন প্রকার মাপের শব্দের দ্বিরুক্ত ?
- ক. সর্বনাম
 - খ. বিশেষণ
 - গ. অব্যয়
 - ঘ. ক্রিয়াবাচক
 
উত্তরঃ ক্রিয়াবাচক
82. (রাশি রাশি) ধন। বাক্যে ব্যবহৃত দ্বিরুক্তিটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. সামান্য অর্থে
 - খ. আধিক্য অর্থে
 - গ. তীব্রতা অর্থে
 - ঘ. অনুরূপ অর্থে
 
উত্তরঃ আধিক্য অর্থে
83. নিচের কোন বাক্যে অব্যয়ের দ্বিরুক্ত হয়েছে ?
- ক. ছি ছি তুমি কি করেছ ?
 - খ. গরম গরম জিলাপী
 - গ. ধীরে ধীরে যায়
 - ঘ. উড়ু উড়ু ভাব
 
উত্তরঃ ছি ছি তুমি কি করেছ ?
84. নিচের কোন বাক্যে বিশেষ্য পদের দ্বিরুক্ত হয়েছে ?
- ক. সে হেসে হেসে কথা বলে
 - খ. তাকে চোর চোর মনে হয় ?
 - গ. কাকে কাকে তুমি সন্দেহ কর
 - ঘ. ঝিরঝির বাতাসে
 
উত্তরঃ তাকে চোর চোর মনে হয় ?
85. ধ্বনির ব্যঞ্জনা বোঝাতে দ্বিরুক্তির উদাহরণ কোনটি ?
- ক. বৃষ্টি পড়ে টাপুর টুপুর
 - খ. ও দাদা দাদা বলে কাঁদছে
 - গ. বাতি জ্বলে মিটির মিটির
 - ঘ. ভয়ে গা ছম ছম করছে
 
উত্তরঃ বৃষ্টি পড়ে টাপুর টুপুর
86. নিচের কোন বাক্যের দ্বিরুক্তি পৌনঃপুনিকতা বোঝাচ্ছে ?
- ক. ভয়ে গা ছম ছম করছে
 - খ. আমি জ্বর জ্বর বোধ করছি
 - গ. ধীরে ধীরে যায়
 - ঘ. ডেকে ডেকে হয়রান হয়েছে
 
উত্তরঃ ডেকে ডেকে হয়রান হয়েছে
87. বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে কি বলা হয় ?
- ক. ধনাত্নক দ্বিরুক্তি
 - খ. পদাত্নক দ্বিরুক্তি
 - গ. ঋণাত্নক দ্বিরুক্তি
 - ঘ. বিশেষণের দ্বিরুক্তি
 
উত্তরঃ পদাত্নক দ্বিরুক্তি
90. নিচের কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্তির উদাহরণ ?
- ক. গরম গরম
 - খ. মিটির মিটির
 - গ. চোর চোর
 - ঘ. ঢং ঢং
 
উত্তরঃ ঢং ঢং
91. বিশেষণ পদ যোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি ?
- ক. জ্বর জ্বর লাগছে
 - খ. চোরে চোরে ঝগড়া
 - গ. লাল লাল গোলাপ
 - ঘ. কাকে কাকে ডাকব
 
উত্তরঃ লাল লাল গোলাপ
92. নিচের কোনটি ভিন্নার্থক শব্দযোগে কোনটি ?
- ক. তালা চাবি
 - খ. শীত শীত
 - গ. হেসে হেসে
 - ঘ. মারা মারি
 
উত্তরঃ তালা চাবি
93. যে সকল শব্দ শব্দের আপন আকৃতিতেই দ্বিরুক্ত হয় তাকে কোন প্রকার দ্বিরুক্তি বলে ?
- ক. পদাত্নক দ্বিরুক্তি
 - খ. ধ্বন্যাত্নক দ্বিরুক্তি
 - গ. শব্দাত্নক দ্বিরুক্তি
 - ঘ. ক্রিয়াত্নক দ্বিরুক্তি
 
উত্তরঃ শব্দাত্নক দ্বিরুক্তি
94. বাংলা ভাষায় নিচের কোন শব্দের দ্বিরুক্তি হয় ?
- ক. যে কোনো শব্দের
 - খ. বহুবচন শব্দের
 - গ. একবচন শব্দের
 - ঘ. সমষ্টিবাচক শব্দের
 
উত্তরঃ যে কোনো শব্দের
95. ছেলেটি মা মা বলে কাঁদছে। এখানে মা মা দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. তীব্রতা
 - খ. গভীরতা
 - গ. আধিক্য
 - ঘ. আগ্রহ
 
উত্তরঃ আগ্রহ
96. সে (হাড়ে হাড়ে) বদমায়েশ - এখানে হাড়ে হাড়ে দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. তীব্রতা
 - খ. আধিক্য
 - গ. প্রগাঢ়তা
 - ঘ. সামান্য
 
উত্তরঃ আধিক্য
- ক. দুটি শব্দের পাশাপাশি ব্যবহার
 - খ. একই শব্দ দুবার ব্যবহার করে নতুন অর্থ প্রদান
 - গ. দুটি শব্দ সহযোগে অর্থ দুর্বোধ্য করা
 - ঘ. দুটি শব্দের প্রারম্ভিক ব্যবহার
 
উত্তরঃ দুটি শব্দ সহযোগে অর্থ দুর্বোধ্য করা
99. দ্বিরুক্ত শব্দের অন্য নাম কি ?
- ক. যুক্ত শব্দ
 - খ. শব্দ দ্বৈত
 - গ. বিভক্তিযুক্ত শব্দ
 - ঘ. সমাস
 
উত্তরঃ শব্দ দ্বৈত
100. নিচের কোনটিতে শব্দের দ্বিরুক্তি হয়েছে ?
- ক. চল চল
 - খ. খল খল
 - গ. ফোঁটা -ফোঁটা
 - ঘ. হেসে হেসে
 
উত্তরঃ ফোঁটা -ফোঁটা