দ্বিরুক্ত শব্দ
51. এক শব্দ দুবার ব্যবহৃত হয়ে অর্থের সম্প্রসারণ ও বিশেষ গুরুত্ব প্রকাশ করলে তাকে কি বলে ?
- ক. শব্দ
 - খ. পদ
 - গ. দ্বিরুক্ত শব্দ
 - ঘ. বাক্য
 
উত্তরঃ দ্বিরুক্ত শব্দ
52. দ্বিরুক্ত শব্দকে কয় ভাগে ভাগ করা যায় ?
- ক. দুই ভাগে
 - খ. তিন ভাগে
 - গ. চার ভাগে
 - ঘ. পাঁচ ভাগে
 
উত্তরঃ তিন ভাগে
53. লাল লাল ফুল - বাক্যে কি অর্থে দ্বিরুক্ত হয়েছে ?
- ক. ইষৎ
 - খ. শূন্য
 - গ. একবচন
 - ঘ. বহুবচন
 
উত্তরঃ বহুবচন
54. দ্বিরুক্ত কথাটির আভিধানিক অর্থ কি ?
- ক. একবার উক্ত হয়েছে এরূপ শব্দ বা পদ
 - খ. দুবার উক্ত হয়েছে এরূপ শব্দ বা পদ
 - গ. তিনবার উক্ত হয়েছে এরূপ শব্দ বা পদ
 - ঘ. চারবার উক্ত হয়েছে এরূপ শব্দ বা পদ
 
উত্তরঃ দুবার উক্ত হয়েছে এরূপ শব্দ বা পদ
55. রাশি শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থে প্রকাশ পায় ?
- ক. সামান্য
 - খ. আধিক্য
 - গ. শূন্য
 - ঘ. আতিশষ্য
 
উত্তরঃ আধিক্য
56. জ্বর এর সাথে কোন শব্দের দ্বিরুক্তিতে সামান্য অর্থ প্রকাশ পায় ?
- ক. জারি
 - খ. বিকার
 - গ. জ্বর
 - ঘ. ব্যাধি
 
উত্তরঃ জ্বর
59. সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি হয়েছে কোনটিতে ?
- ক. ভাল - মন্দ
 - খ. তোড় - জোড়
 - গ. ধন - দৌলত
 - ঘ. আমীর - ফকির
 
উত্তরঃ ধন - দৌলত
60. ডালভাত কোন অর্থের শব্দযোগে দ্বিরুক্তি হয়েছে ?
- ক. সমার্থক
 - খ. মিলনার্থক
 - গ. বিপরীতার্থক
 - ঘ. ভিন্নার্থক
 
উত্তরঃ ভিন্নার্থক
61. 'কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব, - কবি কবি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. ভাল অর্থে
 - খ. পুনরাবৃত্তি অর্থে
 - গ. পৌনঃপুনিকতা অর্থে
 - ঘ. উপহাস অর্থে
 
উত্তরঃ উপহাস অর্থে
62. 'ছেলেটি দাদা দাদা বলে অস্থির হয়ে গেল। ' 'দাদা দাদা' কি অর্থ প্রকাশ করেছে ?
- ক. আধিক্য
 - খ. ধারাবাহিকতা
 - গ. উপহাস
 - ঘ. পুনরাবৃত্তি
 
উত্তরঃ পুনরাবৃত্তি
63. তীব্রতা বুঝাতে কোন বাক্যটিতে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ হয়েছে ?
- ক. এদিকে রোগী তো যায় যায় অবস্থা
 - খ. বার বার কামান গর্জে উঠল
 - গ. আমি জ্বর জ্বর বোধ করছি
 - ঘ. সে গরম গরম জিলাপী খাচ্ছে
 
উত্তরঃ সে গরম গরম জিলাপী খাচ্ছে
64. বিভক্তিহীন শব্দ দুবার উক্ত হলে তাকে কী বলা হয় ?
- ক. পদের দ্বিরুক্তি
 - খ. শব্দের দ্বিরুক্তি
 - গ. অনুকার দ্বিরুক্তি
 - ঘ. কোনটিই নয়
 
উত্তরঃ শব্দের দ্বিরুক্তি
65. বিভক্তিযুক্ত শব্দ দুবার উক্ত হলে তাকে কি বলা হয় ?
- ক. শব্দ দ্বিরুক্তি
 - খ. অনুকার দ্বিরুক্তি
 - গ. পদের দ্বিরুক্তি
 - ঘ. ধ্বন্যাত্নক দ্বিরুক্তি
 
উত্তরঃ পদের দ্বিরুক্তি
66. দ্বিরুক্ত শব্দ জোড়ার দ্বিতীয় শব্দটির কিরূপ পরিবর্তন হয় ?
- ক. সম্পূর্ণ
 - খ. অর্ধেক
 - গ. আংশিক
 - ঘ. কোনটিই নয়
 
উত্তরঃ আংশিক
67. একই শব্দের ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে কি বলে ?
- ক. পদাত্নক দ্বিরুক্তি
 - খ. যুগ্ম দ্বিরুক্তি
 - গ. শব্দের দ্বিরুক্তি
 - ঘ. কোনটিই নয়
 
উত্তরঃ যুগ্ম দ্বিরুক্তি
- ক. পদাত্নক দ্বিরুক্তি
 - খ. ধ্বন্যাত্নক দ্বিরুক্তি
 - গ. মানুষের হাসার ধ্বনি
 - ঘ. কোনটিই নয়
 
উত্তরঃ ধ্বন্যাত্নক দ্বিরুক্তি
69. পড় পড় - কোন ধ্বনির অনুকার ?
- ক. শব্দ দ্বিরুক্তি
 - খ. পদ দ্বিরুক্তি
 - গ. ধ্বন্যাত্নক দ্বিরুক্তি
 - ঘ. কোনটিই নয়
 
উত্তরঃ শব্দ দ্বিরুক্তি
70. টা টা কিসের অনুভুতিজাত ধ্বনি ?
- ক. বৃষ্টির তীব্রতা
 - খ. ভূমিকম্পের তীব্রতা
 - গ. রোদের তীব্রতা
 - ঘ. বাতাসের তীব্রতা
 
উত্তরঃ রোদের তীব্রতা
71. ক্রিয়া বিশেষণ বুঝাতে দ্বিরুক্ত শব্দের ব্যবহার কোনটি ?
- ক. দেখতে দেখতে বৃষ্টি এল
 - খ. ধীরে ধীরে যাও
 - গ. কালো কালো মেঘ জমেছে
 - ঘ. বেশ কবি কবি ভাব
 
উত্তরঃ ধীরে ধীরে যাও
74. কোনটি দ্বিরুক্তিটি ধ্বন্যাত্নক শব্দ ?
- ক. শন শন
 - খ. শীত শীত
 - গ. পড়ো পড়ো
 - ঘ. হাতে নাতে
 
উত্তরঃ শন শন
75. পদের দ্বিরুক্তিতে বিশেষণের ব্যবহার কোনটি ?
- ক. ফাকে ফাকে
 - খ. হেসে হেসে
 - গ. আসি আসি
 - ঘ. ভালয় ভালয়
 
উত্তরঃ ভালয় ভালয়