দ্বিরুক্ত শব্দ
1. ‘ডেকে ডেকে হয়রান হয়েছি’--- এখানে ‘ডেকে ‘ডেকে’ দ্বিরুক্তিটি কোন অর্থে?
- ক. স্বল্পকাল স্থায়ী
- খ. দীর্ঘকাল স্থায়ী
- গ. অস্থিরতা
- ঘ. পৌনঃপুনিকতা
উত্তরঃ পৌনঃপুনিকতা
2. বিশেষণ পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
- ক. লাল লাল ফুল
- খ. জ্বর জ্বর লাগছে
- গ. গ্রামে গ্রামে যাব
- ঘ. ভাইয়ে ভাইয়ে যুদ্ধ
উত্তরঃ লাল লাল ফুল
3. সমার্থক যুগ্ম শব্দটি চিহ্নিত করুন।
- ক. হাসি-খুশি
- খ. আকাশ-পাতাল
- গ. কালি-কলম
- ঘ. দিন-দিন
উত্তরঃ হাসি-খুশি
4. ‘রিরি করা’ দ্বারা কি প্রকাশ পায়?
- ক. তীব্র ক্রোধ
- খ. তীব্র ব্যাথা
- গ. কড়া কথা
- ঘ. কড়া মেজাজ
উত্তরঃ তীব্র ক্রোধ
- ক. দুটি শব্দের প্রারম্ভিকতার বাব
- খ. দুটি শব্দের পাশাপাশি ব্যবহার
- গ. একই শব্দদুবার ব্যবহার করে নতুন অর্থ প্রদান করা
- ঘ. দুটি শব্দ সহযোগে অর্থ দুর্বোধ্য করা
উত্তরঃ দুটি শব্দ সহযোগে অর্থ দুর্বোধ্য করা
6. শব্দের আদি স্বরের পরিবর্তন করে যুগ্মরীতিতে দ্বিরুক্ত শব্দ কোনটি?
- ক. চুপচাপ
- খ. মারামারি
- গ. ছটফট
- ঘ. সরাসরি
উত্তরঃ চুপচাপ
8. কোনটিতে শব্দের দ্বিরুক্তি ঘটেছে?
- ক. ফোঁটা-ফোঁটা পানি
- খ. মনে মনে ভাবছি
- গ. হেসে-হেসে এল
- ঘ. হেসে-হেসে বলল
উত্তরঃ ফোঁটা-ফোঁটা পানি
9. যুগ্মরীতিতে কিভাবে দ্বিরুক্তি শব্দ গঠন করা যায়?
- ক. একই পদের অবিকৃত অবস্থায় দুবার ব্যবহার করে
- খ. একই শব্দের ঈষৎ পরিবর্তন করে দুবার ব্যবহার করে
- গ. বিশিষ্টার্থক বাগদারার সাহায্যে
- ঘ. কোনটি না
উত্তরঃ একই শব্দের ঈষৎ পরিবর্তন করে দুবার ব্যবহার করে
10. ‘কাটিতে কাটিতে ধান এল বরষা’-এই বাক্যে ‘কাটিতে কাটিতে’ দ্বিরুক্তি কি অর্থ প্রকাশক?
- ক. ব্যঙ্গ
- খ. পৌনঃপুনিকতা
- গ. ধারাবাহিকতা
- ঘ. প্রাচুর্য
উত্তরঃ পৌনঃপুনিকতা
11. ‘চিকমিক করে বালি কোথা নাই কাদা’। দ্বিরুক্ত শব্দটি কোন্ পদরূপে ব্যবহৃত হয়েছে?
- ক. ক্রিয়াবিশেষণ
- খ. বিশেষ্য
- গ. ক্রিয়া
- ঘ. বিশেষণ
উত্তরঃ ক্রিয়াবিশেষণ
12. ‘ছি!ছি! তুমি এত খারাপ?’ এখানে “ছি! ছি!” কি অর্থ প্রকাশ করেছে?
- ক. পৌনঃপুনিকতা
- খ. ভাবের গভীরতা
- গ. অনুভূতি ভাব
- ঘ. তীব্রতা
উত্তরঃ ভাবের গভীরতা
13. একই শব্দ অবিকৃত রেখে দ্বিরুক্তি হয়েছে কোনটিতে?
- ক. ভাল-ভাল ফল
- খ. ফিট-ফাট বাবু
- গ. বলা-কওয়া নেই
- ঘ. খোঁজ-খবর নেই
উত্তরঃ ভাল-ভাল ফল
14. ‘লাল লাল ফুল’-কাব্যে কি অর্থে দ্বিরুক্তি হয়েছে?
- ক. শূন্য
- খ. একবচন
- গ. বহুবচন
- ঘ. ঈষৎ
উত্তরঃ বহুবচন
15. ‘ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে’? এখানে ‘ঘুমিয়ে ঘুমিয়ে’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. ক্রিয়া-বিশেষণ
- খ. সামান্য
- গ. আধিক্য
- ঘ. তীব্রতা
উত্তরঃ ক্রিয়া-বিশেষণ
16. সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি কোনটি?
- ক. ধনী-গরিব
- খ. টাকা-পয়সা
- গ. লেন-দেন
- ঘ. দেনা-পাওনা
উত্তরঃ টাকা-পয়সা
17. দ্বিতীয় পদের আংশিক ধ্বনিগত পরিবতৃণ গটে দ্বিরুক্তি শব্দ হয়েছে কোনটি?
- ক. ধনী গরীবের ব্যবধান চিরদিনই থাকবে
- খ. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে
- গ. মনে মনে আমিও এ কথাই ভেবেছি
- ঘ. চোরে চোরে মাসতুতো ভাই
উত্তরঃ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে
19. ‘থেকে থেকে শিশুটি কাঁদছে।’ এখানে ‘থেকে থেকে’ কো্ন অর্থ প্রকাশ করেছে?
- ক. কালের বিস্তার
- খ. ভাবের প্রগাঢ়তা
- গ. শালীনতা
- ঘ. সাধারণ বর্ণনা
উত্তরঃ কালের বিস্তার
20. বহুবচন বা আধ্যিক বোঝাতে কোন বাক্যে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ হয়েছে?
- ক. ‘এদিকে রোগীর তো জান যায় যায় অবস্থা'
- খ. ‘সে সে লোক গেল কোথায়’
- গ. ‘দেখে দেখে যেও’
- ঘ. ‘ডেকে ডেকে হয়রান হলাম’
উত্তরঃ ‘সে সে লোক গেল কোথায়’
21. বিশেষণ বোঝাতে কোন বাক্যে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ হয়েছে?
- ক. ‘ঝির ঝির’ করে বাতাস বইছে
- খ. পিলসুজে বাতি জ্বলে ‘মিটির মিটির’
- গ. 'ফোঁড়াটা ‘টন টন’ করছে
- ঘ. ‘ছি ছি’ তুমি কি করেছ
উত্তরঃ পিলসুজে বাতি জ্বলে ‘মিটির মিটির’
22. ‘সমার্থক’ শব্দযোগে দ্বিরুক্তি হয়েছে-
- ক. ভাল-মন্দ
- খ. তোড়-জোড়
- গ. ধন-দৌলত
- ঘ. আমির-ফকির
উত্তরঃ ধন-দৌলত
23. ‘কুহু কুহু’ কোন দ্বিরুক্তির উদাহরণ?
- ক. শব্দাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
- খ. পদাত্মক দ্বিরুক্তি
- গ. ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
- ঘ. অব্যয়ের দ্বিরুক্তি
উত্তরঃ ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
24. ‘ঝির ঝির’ করে বাতাস বইছে? এখানে ‘ঝির ঝির’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. বিশেষণ অর্থে
- খ. ধ্বনির ব্যঞ্জনা অর্থে
- গ. ভাবের গভীরতা অর্থে
- ঘ. আগ্রহ অর্থে
উত্তরঃ ধ্বনির ব্যঞ্জনা অর্থে
25. নিচের কোন শব্দগুলো ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
- ক. বিন্দু-বিন্দু, ফোঁটা-ফোঁটা, বছর-বছর
- খ. ঠং-ঠং, ঝন্-ঝন্, ছল্-ছল্, কল-কল
- গ. ভাত-টাত, রস-কষ, হিজি-বিজি, লেন-দেন
- ঘ. কাঁচু-মাচু, আই-টাই, নট-খট, উস্-খুস্
উত্তরঃ ঠং-ঠং, ঝন্-ঝন্, ছল্-ছল্, কল-কল