বানান ও বাক্য শুদ্ধি

101. নিচের কোন বানানটি শুদ্ধ?

  • ক. ভৌগলিক
  • খ. ভৌগলীক
  • গ. ভৌগোলিক
  • ঘ. ভৌগোলীক

উত্তরঃ ভৌগোলিক

বিস্তারিত

102. কোনটি সঠিক বানান নয়?

  • ক. ব্যর্থ
  • খ. ব্যবহার
  • গ. ব্যকরণ
  • ঘ. সব শুদ্ধ

উত্তরঃ ব্যকরণ

বিস্তারিত

103. নিচের শুদ্ধ বানান কোনটি?

  • ক. বয়োপ্রাপ্ত
  • খ. বয়ঃপ্রাপ্ত
  • গ. বয়োঃপ্রাপ্ত
  • ঘ. বয়প্রাপ্ত

উত্তরঃ বয়ঃপ্রাপ্ত

বিস্তারিত

104. কোন বানানটি শুদ্ধ?

  • ক. উদীচী
  • খ. উদীচি
  • গ. উদিচি
  • ঘ. উদিচী

উত্তরঃ উদীচী

বিস্তারিত

105. কোন বানানটি শুদ্ধ?

  • ক. অশরিত্রী
  • খ. অশরিরি
  • গ. অশরীরি
  • ঘ. অশরীরী

উত্তরঃ অশরীরী

বিস্তারিত

106. কোন বানানটি শুদ্ধ?

  • ক. উত্তর সুরী
  • খ. উত্তরসূরি
  • গ. উত্তরসুরি
  • ঘ. উত্তর সূরী

উত্তরঃ উত্তরসূরি

বিস্তারিত

107. কোন বানানটি শুদ্ধ?

  • ক. ভূমিষ্ট
  • খ. ভুমিষ্ট
  • গ. ভুমিষ্ঠ
  • ঘ. ভূমিষ্ঠ

উত্তরঃ ভূমিষ্ঠ

বিস্তারিত

108. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?

  • ক. শূণ্য
  • খ. রুগন
  • গ. পুর্ন
  • ঘ. পূণ্য

উত্তরঃ রুগন

বিস্তারিত

109. কোন বানানটি শুদ্ধ?

  • ক. সমীচীন
  • খ. সমিচীন
  • গ. সমীচিন
  • ঘ. সমিচিন

উত্তরঃ সমীচীন

বিস্তারিত

110. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. সেদিন থেকে তিনি আর সেখানে যায় না
  • খ. তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
  • গ. আপনি স্বপরিবারে আমন্ত্রিত
  • ঘ. তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ

উত্তরঃ তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম

বিস্তারিত

111. কোন বানানটি শুদ্ধ?

  • ক. রূপায়ন
  • খ. রুপায়ণ
  • গ. রূপায়ণ
  • ঘ. রুপায়ণ

উত্তরঃ রূপায়ণ

বিস্তারিত

112. বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত?

  • ক. কক্সবাজার
  • খ. চট্রগ্রাম
  • গ. খুলনা
  • ঘ. পটুয়াখালী

উত্তরঃ পটুয়াখালী

বিস্তারিত

113. সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. এখানে সে ফিরে আসেনি
  • খ. সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
  • গ. তিনি মূর্ছিত হয়ে পড়েছেন
  • ঘ. তুমি তার কথা বিশ্বাস করো না

উত্তরঃ সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না

বিস্তারিত

114. কোন বানানটি শুদ্ধ?

  • ক. মরিচিকা
  • খ. মরীচিকা
  • গ. মরিচীকা
  • ঘ. মরীচীকা

উত্তরঃ মরীচিকা

বিস্তারিত

115. শুদ্ধ বানান কোনটি?

  • ক. মূর্ধণ্য
  • খ. মুর্ধণ্য
  • গ. মূর্ধন্য
  • ঘ. মুর্ধ্যন্ন

উত্তরঃ মূর্ধন্য

বিস্তারিত

116. শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি?

  • ক. গণনা, গণিকা, শোণিত
  • খ. গনণা, গনিকা, শোনিত
  • গ. গননা, গণিকা, শোনিত
  • ঘ. গণনা, গনিকা, শোসিত

উত্তরঃ গণনা, গণিকা, শোণিত

বিস্তারিত

117. কোন বাক্যটি সঠিক?

  • ক. মিঠুর কোনো ভৌগোলিক জ্ঞান নেই
  • খ. হিমালয় পর্বত দুর্লঙ্ঘনীয়
  • গ. গড্ডািকা প্রবাহে গা ভাসিয়ো না
  • ঘ. স্বাক্ষর লোক মাত্রই শিক্ষিত নয়

উত্তরঃ মিঠুর কোনো ভৌগোলিক জ্ঞান নেই

বিস্তারিত

118. শুদ্ধ বানান কোনটি?

  • ক. প্রতিযোগিতা
  • খ. প্রতিযোগীতা
  • গ. পতিযোগিতা
  • ঘ. প্রতীযোগীতা

উত্তরঃ প্রতিযোগিতা

বিস্তারিত

119. কোনটি শুদ্ধ বানান?

  • ক. প্রজ্বল
  • খ. প্রোজ্জল
  • গ. প্রোজ্বল
  • ঘ. প্রোজ্জ্বল

উত্তরঃ প্রোজ্জ্বল

বিস্তারিত

120. কোন শব্দগুচ্ছ শুদ্ধ?

  • ক. আয়ত্তাধীন, অহোরাত্রি, অদ্যপি
  • খ. গড্ডালিকা, চিন্ময়, কল্যান
  • গ. গৃহন্ত, গণনা, ইদানিং
  • ঘ. আবশ্যক, মিথষ্ক্রিয়া, গীতালি

উত্তরঃ আবশ্যক, মিথষ্ক্রিয়া, গীতালি

বিস্তারিত

121. শুদ্ধ বানান কোনটি?

  • ক. অধোগতি
  • খ. অধঃগতি
  • গ. অধগতি
  • ঘ. অধোঃগতি

উত্তরঃ অধোগতি

বিস্তারিত

122. সঠিক বানান কোনটি?

  • ক. Indwelling
  • খ. Indwling
  • গ. Indweling
  • ঘ. Indueling

উত্তরঃ Indwelling

বিস্তারিত

123. কোন বানানটি শুদ্ধ?

  • ক. প্রত্যুদগমন
  • খ. প্রত্যুগমন
  • গ. প্রত্যুতগমন
  • ঘ. প্রত্যুদগমণ

উত্তরঃ প্রত্যুদগমন

বিস্তারিত

124. কোন বানানটি শুদ্ধ?

  • ক. স্বায়ত্তশাসন
  • খ. স্বায়ত্বশাসন
  • গ. সায়ত্বশাসন
  • ঘ. সায়ত্ত্বশাসন

উত্তরঃ স্বায়ত্তশাসন

বিস্তারিত

125. কোন বানানটি সঠিক?

  • ক. বাল্মিকী
  • খ. বাল্মিকি
  • গ. বাল্মীকি
  • ঘ. বাল্মীক

উত্তরঃ বাল্মীকি

বিস্তারিত

  • avatar
    Anonymous - 2 years ago
    ধন্যবাদ

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects