বানান ও বাক্য শুদ্ধি
- ক. বয়োপ্রাপ্ত
- খ. বয়ঃপ্রাপ্ত
- গ. বয়োঃপ্রাপ্ত
- ঘ. বয়প্রাপ্ত
উত্তরঃ বয়ঃপ্রাপ্ত
110. কোন বাক্যটি শুদ্ধ?
- ক. সেদিন থেকে তিনি আর সেখানে যায় না
- খ. তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
- গ. আপনি স্বপরিবারে আমন্ত্রিত
- ঘ. তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ
উত্তরঃ তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
112. বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত?
- ক. কক্সবাজার
- খ. চট্রগ্রাম
- গ. খুলনা
- ঘ. পটুয়াখালী
উত্তরঃ পটুয়াখালী
113. সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ?
- ক. এখানে সে ফিরে আসেনি
- খ. সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
- গ. তিনি মূর্ছিত হয়ে পড়েছেন
- ঘ. তুমি তার কথা বিশ্বাস করো না
উত্তরঃ সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
- ক. গণনা, গণিকা, শোণিত
- খ. গনণা, গনিকা, শোনিত
- গ. গননা, গণিকা, শোনিত
- ঘ. গণনা, গনিকা, শোসিত
উত্তরঃ গণনা, গণিকা, শোণিত
117. কোন বাক্যটি সঠিক?
- ক. মিঠুর কোনো ভৌগোলিক জ্ঞান নেই
- খ. হিমালয় পর্বত দুর্লঙ্ঘনীয়
- গ. গড্ডািকা প্রবাহে গা ভাসিয়ো না
- ঘ. স্বাক্ষর লোক মাত্রই শিক্ষিত নয়
উত্তরঃ মিঠুর কোনো ভৌগোলিক জ্ঞান নেই
118. শুদ্ধ বানান কোনটি?
- ক. প্রতিযোগিতা
- খ. প্রতিযোগীতা
- গ. পতিযোগিতা
- ঘ. প্রতীযোগীতা
উত্তরঃ প্রতিযোগিতা
120. কোন শব্দগুচ্ছ শুদ্ধ?
- ক. আয়ত্তাধীন, অহোরাত্রি, অদ্যপি
- খ. গড্ডালিকা, চিন্ময়, কল্যান
- গ. গৃহন্ত, গণনা, ইদানিং
- ঘ. আবশ্যক, মিথষ্ক্রিয়া, গীতালি
উত্তরঃ আবশ্যক, মিথষ্ক্রিয়া, গীতালি
123. কোন বানানটি শুদ্ধ?
- ক. প্রত্যুদগমন
- খ. প্রত্যুগমন
- গ. প্রত্যুতগমন
- ঘ. প্রত্যুদগমণ
উত্তরঃ প্রত্যুদগমন
124. কোন বানানটি শুদ্ধ?
- ক. স্বায়ত্তশাসন
- খ. স্বায়ত্বশাসন
- গ. সায়ত্বশাসন
- ঘ. সায়ত্ত্বশাসন
উত্তরঃ স্বায়ত্তশাসন
-
Anonymous - 3 years ago
ধন্যবাদ