বানান ও বাক্য শুদ্ধি

26. কোনটি শুদ্ধ?

  • ক. সৌজন্নতা
  • খ. সৌজন্যতা
  • গ. সৌজনতা
  • ঘ. সৌজন্য

উত্তরঃ সৌজন্য

বিস্তারিত

27. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. একটা গোপনীয় কথা বলি
  • খ. একটি গোপন কথা বলি
  • গ. একটা গোপন কথা বলি
  • ঘ. একটি গুপ্ত কথা বলি

উত্তরঃ একটা গোপনীয় কথা বলি

বিস্তারিত

28. শুদ্ধ বানান কোনটি?

  • ক. মূমুর্ষু
  • খ. মুমূর্ষু
  • গ. মূমূর্ষ
  • ঘ. মুমূর্ষ

উত্তরঃ মুমূর্ষু

বিস্তারিত

29. শুদ্ধ বাক্য কোনটি

  • ক. দুর্বলবশতঃ অনাথিনী বসে পড়ল
  • খ. দুর্বলবশত অনাথিনী বসে পড়ল
  • গ. দুর্বলবশত অনাথা বসে পড়ল
  • ঘ. দুর্বলবশতঃ অনাথা বসে পড়ল

উত্তরঃ দুর্বলবশত অনাথা বসে পড়ল

বিস্তারিত

30. সঠিক বানান কোনটি?

  • ক. কূসংস্কার
  • খ. কুসংকার
  • গ. কুসংষ্কার
  • ঘ. কূশংষ্কার

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

31. সঠিক বানান কোনটি?

  • ক. কূসংস্কার
  • খ. কুসংকার
  • গ. কুসংস্কার
  • ঘ. কূশংষ্কার

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

32. কোন বানানটি শুদ্ধ?

  • ক. অসমীচীন
  • খ. অসমিচিন
  • গ. অসমীচিন
  • ঘ. অসমিচীন

উত্তরঃ অসমীচীন

বিস্তারিত

33. কোন বানানটি শুদ্ধ?

  • ক. মুমুর্ষূ
  • খ. মূমূর্ষ
  • গ. মূমূর্ষু
  • ঘ. মুমূর্ষু

উত্তরঃ মুমূর্ষু

বিস্তারিত

34. নিচের কোন বানানটি শুদ্ধ?

  • ক. বাল্মিকী
  • খ. বাল্মিকি
  • গ. বাল্মীকি
  • ঘ. বাল্মীকী

উত্তরঃ বাল্মীকি

বিস্তারিত

35. ‘বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর’- বাক্যটির শুদ্ধরূপ কোনটি?

  • ক. বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
  • খ. বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
  • গ. বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
  • ঘ. বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ

উত্তরঃ বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ

বিস্তারিত

36. কোনটি শুদ্ধ বানান?

  • ক. মুহুর্ত
  • খ. মূহূর্ত
  • গ. মুহূর্ত
  • ঘ. মুহূর্তু

উত্তরঃ মুহূর্ত

বিস্তারিত

37. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়
  • খ. দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা
  • গ. সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল
  • ঘ. সর্ববিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত

উত্তরঃ সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল

বিস্তারিত

38. বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানান শুদ্ধ?

  • ক. হাতি/হাতী
  • খ. নারি/নারী
  • গ. জাতি/জাতী
  • ঘ. দাদি/দাদী

উত্তরঃ নারি/নারী

বিস্তারিত

39. কোন বাক্যটিতে ভুল নেই?

  • ক. দরিদ্রতা অভিশাপ
  • খ. ফুল দেখতে সৌন্দর্য
  • গ. ভুল লিখতে ভূল করো না
  • ঘ. শনিতে অশনি দেখতে পাইলাম

উত্তরঃ দরিদ্রতা অভিশাপ

বিস্তারিত

40. কোন বানানটি শুদ্ধ?

  • ক. শ্বশুর
  • খ. শশুর
  • গ. সশুর
  • ঘ. শসুর

উত্তরঃ শ্বশুর

বিস্তারিত

41. কোন বানানটি শুদ্ধ?

  • ক. বিকিরণ
  • খ. বিকীরণ
  • গ. বিকিরন
  • ঘ. বীকীরণ

উত্তরঃ বিকিরণ

বিস্তারিত

42. কোন বানানটি শুদ্ধ?

  • ক. মুহূর্ত
  • খ. মুহুর্ত
  • গ. মূহূর্ত
  • ঘ. মূহুর্ত

উত্তরঃ মুহূর্ত

বিস্তারিত

43. কোন বানানটি শুদ্ধ?

  • ক. সম্পুর্ণ
  • খ. সম্পুর্ন
  • গ. সম্পূর্ণ
  • ঘ. সম্পূর্ন

উত্তরঃ সম্পূর্ণ

বিস্তারিত

44. কোনটি শুদ্ধ বানান?

  • ক. শুস্রষা
  • খ. শুশ্রুষা
  • গ. শুশ্রুষা
  • ঘ. শুশ্র্রষা

উত্তরঃ শুশ্র্রষা

বিস্তারিত

45. নিচের কোন বানানটি শুদ্ধ?

  • ক. ন্যুনতম
  • খ. নূনতম
  • গ. ন্যূনতম
  • ঘ. নূন্যতম

উত্তরঃ ন্যূনতম

বিস্তারিত

46. প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে নিচের কোন শব্দজোড়ের বানান শুদ্ধ?

  • ক. পিপীলিকা, নির্নিমেষ
  • খ. পিপিলিকা, নির্নিমেস
  • গ. পিপীলিকা, নির্ণিমেষ
  • ঘ. পিপিলিকা, নির্নিমেশ

উত্তরঃ পিপীলিকা, নির্নিমেষ

বিস্তারিত

47. কোন বানানটি শুদ্ধ?

  • ক. দুর্বিসহ
  • খ. দূর্বিষহ
  • গ. দুর্বিষহ
  • ঘ. দূর্বিসহ

উত্তরঃ দুর্বিষহ

বিস্তারিত

48. কোন বানানটি শুদ্ধ?

  • ক. অভ্যন্তরীন
  • খ. অভ্যন্তরীণ
  • গ. আভ্যন্তরীণ
  • ঘ. আভ্যন্তরীন

উত্তরঃ অভ্যন্তরীণ

বিস্তারিত

49. কোন বানানটি শুদ্ধ?

  • ক. দুষ্কৃতকারি
  • খ. দুষ্কৃতকারী
  • গ. দুস্কৃতিকারী
  • ঘ. দুষ্কৃতিকারি

উত্তরঃ দুষ্কৃতকারী

বিস্তারিত

50. কোন শব্দটি শুদ্ধ?

  • ক. শীহরণ
  • খ. শিহরন
  • গ. শীহরন
  • ঘ. শিহরণ

উত্তরঃ শিহরন

বিস্তারিত

  • avatar
    Anonymous - 3 years ago
    ধন্যবাদ

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects