বানান ও বাক্য শুদ্ধি
- ক. একটা গোপনীয় কথা বলি
- খ. একটি গোপন কথা বলি
- গ. একটা গোপন কথা বলি
- ঘ. একটি গুপ্ত কথা বলি
উত্তরঃ একটা গোপনীয় কথা বলি
- ক. দুর্বলবশতঃ অনাথিনী বসে পড়ল
- খ. দুর্বলবশত অনাথিনী বসে পড়ল
- গ. দুর্বলবশত অনাথা বসে পড়ল
- ঘ. দুর্বলবশতঃ অনাথা বসে পড়ল
উত্তরঃ দুর্বলবশত অনাথা বসে পড়ল
- ক. কূসংস্কার
- খ. কুসংকার
- গ. কুসংষ্কার
- ঘ. কূশংষ্কার
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. কূসংস্কার
- খ. কুসংকার
- গ. কুসংস্কার
- ঘ. কূশংষ্কার
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. বাল্মিকী
- খ. বাল্মিকি
- গ. বাল্মীকি
- ঘ. বাল্মীকী
উত্তরঃ বাল্মীকি
35. ‘বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর’- বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
- ক. বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
- খ. বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
- গ. বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
- ঘ. বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
উত্তরঃ বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
- ক. তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়
- খ. দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা
- গ. সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল
- ঘ. সর্ববিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত
উত্তরঃ সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল
38. বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানান শুদ্ধ?
- ক. হাতি/হাতী
- খ. নারি/নারী
- গ. জাতি/জাতী
- ঘ. দাদি/দাদী
উত্তরঃ নারি/নারী
- ক. দরিদ্রতা অভিশাপ
- খ. ফুল দেখতে সৌন্দর্য
- গ. ভুল লিখতে ভূল করো না
- ঘ. শনিতে অশনি দেখতে পাইলাম
উত্তরঃ দরিদ্রতা অভিশাপ
46. প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে নিচের কোন শব্দজোড়ের বানান শুদ্ধ?
- ক. পিপীলিকা, নির্নিমেষ
- খ. পিপিলিকা, নির্নিমেস
- গ. পিপীলিকা, নির্ণিমেষ
- ঘ. পিপিলিকা, নির্নিমেশ
উত্তরঃ পিপীলিকা, নির্নিমেষ
- ক. অভ্যন্তরীন
- খ. অভ্যন্তরীণ
- গ. আভ্যন্তরীণ
- ঘ. আভ্যন্তরীন
উত্তরঃ অভ্যন্তরীণ
- ক. দুষ্কৃতকারি
- খ. দুষ্কৃতকারী
- গ. দুস্কৃতিকারী
- ঘ. দুষ্কৃতিকারি
উত্তরঃ দুষ্কৃতকারী
-
Anonymous - 3 years ago
ধন্যবাদ