বানান ও বাক্য শুদ্ধি

151. শুদ্ধ বানান কোনটি?

  • ক. মুমুর্ষূ
  • খ. মুমূর্ষূ
  • গ. মুমুর্ষু
  • ঘ. মুমূর্ষু

উত্তরঃ মুমূর্ষু

বিস্তারিত

152. কোনটি শুদ্ধ বানান?

  • ক. সান্ত্বনা
  • খ. স্বান্তনা
  • গ. সান্তণা
  • ঘ. সান্তনা

উত্তরঃ সান্ত্বনা

বিস্তারিত

153. নিচের কোন বানানটি শুদ্ধ?

  • ক. পরিষ্কার
  • খ. নমষ্কার
  • গ. আস্পদ
  • ঘ. ধ্বংশ

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

154. কোন বানানটি শুদ্ধ?

  • ক. ইতিপূর্বে
  • খ. ইতোপূর্বে
  • গ. ইতপূর্বে
  • ঘ. ইতঃপূর্বে

উত্তরঃ ইতঃপূর্বে

বিস্তারিত

155. কোনটি শুদ্ধ বানান?

  • ক. নথিপত্র
  • খ. ণথিপত্র
  • গ. নতিপত্র
  • ঘ. নথিপত্র

উত্তরঃ নথিপত্র

বিস্তারিত

156. কোনটি বানানটি শুদ্ধ?

  • ক. মুমুর্ষু
  • খ. মুমূর্ষু
  • গ. মূমুর্ষু
  • ঘ. মূমূর্ষূ

উত্তরঃ মুমূর্ষু

বিস্তারিত

157. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. কারো ফাগুন মাস, কারো সর্বনাশ।
  • খ. সে প্রাণিবিদ্যায় দুর্বল।
  • গ. আগত শনিবার কলেজ বন্ধ থাকবে।
  • ঘ. বিধি লঙ্ঘিত হয়েছে।

উত্তরঃ বিধি লঙ্ঘিত হয়েছে।

বিস্তারিত

158. নিচের কোন বানানটি শুদ্ধ?

  • ক. পিপীলিকা
  • খ. পিপিলিকা
  • গ. পীপিলীকা
  • ঘ. পিপীলীকা

উত্তরঃ পিপীলিকা

বিস্তারিত

159. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. দারিদ্রতাই প্রধান সমস্যা
  • খ. দারিদ্রতাই আমাদের মূল সমস্যা
  • গ. দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা
  • ঘ. দারিদ্রতাই আমাদের প্রধান সমস্যা

উত্তরঃ দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা

বিস্তারিত

160. শুদ্ধ বানান কোনটি?

  • ক. লক্ষণ
  • খ. লক্ষ্যণ
  • গ. লক্ষম
  • ঘ. লক্ষণ

উত্তরঃ লক্ষণ

বিস্তারিত

161. কোনটি অশুদ্ধ বাক্য?

  • ক. তাহারা বাড়ী যাচ্ছে
  • খ. মাদকাসক্তি ভালো নয়
  • গ. বাংলাদেশ উন্নয়নশীল দেশ
  • ঘ. তোমার দ্বারা সে অপমানিত হয়েছে

উত্তরঃ তাহারা বাড়ী যাচ্ছে

বিস্তারিত

162. সঠিক বানানে লেখা হয়েছে কোন শব্দটি?

  • ক. নিক্বন
  • খ. নিক্কণ
  • গ. নিক্বণ
  • ঘ. নিক্কন

উত্তরঃ নিক্বণ

বিস্তারিত

163. কোন বানানটি শুদ্ধ?

  • ক. অভ্যন্তরীণ
  • খ. অভ্যন্তরিন
  • গ. আভ্যন্তরীন
  • ঘ. আভ্যন্তরিন

উত্তরঃ অভ্যন্তরীণ

বিস্তারিত

164. কোন বানানটি শুদ্ধ?

  • ক. ততকালিণ
  • খ. ততকালীণ
  • গ. তথকালীণ
  • ঘ. তৎকালীন

উত্তরঃ তৎকালীন

বিস্তারিত

165. কোনটি শুদ্ধ?

  • ক. গবেষনা
  • খ. গবেষণা
  • গ. গবেশণা
  • ঘ. গবেস্বণা

উত্তরঃ গবেষণা

বিস্তারিত

166. কোন বানানটি শুদ্ধ?

  • ক. মুুমুর্ষু
  • খ. মুমুর্ষ
  • গ. মূমুর্ষ
  • ঘ. মুমূর্ষু

উত্তরঃ মুমূর্ষু

বিস্তারিত

167. কোন বানানটি সঠিক?

  • ক. বিভুতিভূষন
  • খ. বিভূতিভূষণ
  • গ. বিভূতিভুষণ
  • ঘ. বিভূতিভূষণ

উত্তরঃ বিভূতিভূষণ

বিস্তারিত

168. কোন বানানটি শুদ্ধ?

  • ক. অতিথি
  • খ. অতিথী
  • গ. অতীথী
  • ঘ. অথিতি

উত্তরঃ অতিথি

বিস্তারিত

169. নিচের কোন বানানটি সঠিক?

  • ক. অনুষঙ্গিক
  • খ. আনুসঙ্গিক
  • গ. আনুষঙ্গিক
  • ঘ. আনুসাংগিক

উত্তরঃ আনুষঙ্গিক

বিস্তারিত

170. ‘সকল শিক্ষকগণ আজ উপস্থিত’ - বাক্যটি কোন দোষে দুষ্ট?

  • ক. গুরুচণ্ডালী দোষ
  • খ. বিদেশি শব্দ দোষ
  • গ. দুর্বোধ্যতা দোষ
  • ঘ. বাহুল্য দোষ

উত্তরঃ বাহুল্য দোষ

বিস্তারিত

171. শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি?

  • ক. গণনা, গনিকা, শোনিত
  • খ. গণনা, গণিকা, শোণিত
  • গ. গনণা, গনিকা, শোনিত
  • ঘ. গননা, গণিকা, শোনিত

উত্তরঃ গণনা, গণিকা, শোণিত

বিস্তারিত

172. কোন বানানটি শুদ্ধ?

  • ক. অথিতি
  • খ. অতীথি
  • গ. অতিথি
  • ঘ. অতিথী

উত্তরঃ অতিথি

বিস্তারিত

173. কোনটি শুদ্ধ বানান?

  • ক. দুষণ
  • খ. দূষণ
  • গ. দূশন
  • ঘ. দুশন

উত্তরঃ দূষণ

বিস্তারিত

174. শুদ্ধ বানান কোনটি?

  • ক. গ্রীহস্ত
  • খ. গৃহস্থ
  • গ. গ্রীহস্থ
  • ঘ. গৃহস্ত

উত্তরঃ গৃহস্থ

বিস্তারিত

175. কোন বানানটি শুদ্ধ?

  • ক. রীতিনীতি
  • খ. রীতিনিতি
  • গ. রিতীনীতি
  • ঘ. রিতীনিতী

উত্তরঃ রীতিনীতি

বিস্তারিত

  • avatar
    Anonymous - 3 years ago
    ধন্যবাদ

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects