বানান ও বাক্য শুদ্ধি
226. কোন বাক্যটি অশুদ্ধ?
- ক. আপনি সপরিবারে আমন্ত্রিত।
- খ. গতকালের সভায় সকল শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন।
- গ. লোকটি নিরপরাধী
- ঘ. অন্ধজনে দেহ আলো
উত্তরঃ লোকটি নিরপরাধী
- ক. সূর্য পূর্বদিকে উদয়মান হয়।
- খ. সূর্য পূর্বদিকে উদিয়ামান হয়।
- গ. সূর্য পূর্বদিকে উদয় হয়।
- ঘ. সূর্য পূর্বদিকে উদিত হয়।
উত্তরঃ সূর্য পূর্বদিকে উদিত হয়।
- ক. তিনি সস্ত্রীক শহরে থাকেন।
- খ. তিনি ও স্ত্রী শহরে থাকেন।
- গ. তিনি স্ব-স্ত্রীসহ শহরে থাকেন।
- ঘ. তিনি স্বস্ত্রীক শহরে থাকেন।
উত্তরঃ তিনি স্ব-স্ত্রীসহ শহরে থাকেন।
233. কোন বানানটি শুদ্ধ?
- ক. বিকেন্দ্রীকরণ
- খ. বিকেন্দ্রিকরণ
- গ. বীকেন্দ্রিকরণ
- ঘ. বীকেন্দ্রীকরণ
উত্তরঃ বিকেন্দ্রীকরণ
235. নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?
- ক. আমি কারও সাতেও নেই, সরেরোতেও নেই।
- খ. আপনি স্বপরিবারে আমন্ত্রিত
- গ. তার দু’চোখ অশ্রুতে ভেসে গেল।
- ঘ. সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম।
উত্তরঃ তার দু’চোখ অশ্রুতে ভেসে গেল।
- ক. ইহার আবশ্যকতা নাই
- খ. সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্ত কাম্য
- গ. আপনি সপরিবার আমন্ত্রিত
- ঘ. সমুদয় পক্ষীই নীড় বাঁধে
উত্তরঃ সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্ত কাম্য
- ক. মুমূর্ষু
- খ. মুমুষু
- গ. মুমূর্ষু
- ঘ. মুমুর্ষূ
উত্তরঃ মুমূর্ষু
242. কোন বানানটি শুদ্ধ?
- ক. স্বায়ত্ত্বশাসন
- খ. শ্ৰদ্ধাঞ্জলী
- গ. দারিদ্রতা
- ঘ. উপর্যুক্ত
উত্তরঃ উপর্যুক্ত
243. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন?
- ক. দৈন্যতা প্রশংসনীয় নয়
- খ. দীনতা প্রশংসনীয় নয়
- গ. দৈন্যতা অপ্রসংসনীয়
- ঘ. দৈন্যতা নিন্দনীয়
উত্তরঃ দীনতা প্রশংসনীয় নয়
244. কোনটি নির্ভুল বাক্য?
- ক. আদ্যাবধি তার শারিরীক অবস্থার উন্নতি হয়নি
- খ. আদ্যবধি তার শারিরিক অবস্থার উন্নতি হয়নি
- গ. অদ্যবধি তার শারিরিক অবস্থার উন্নতি হয়নি
- ঘ. অদ্যাবধি তার শারীরিক অবস্থার উন্নত হয়নি
উত্তরঃ অদ্যাবধি তার শারীরিক অবস্থার উন্নত হয়নি
248. কোন বাক্যটি শুদ্ধ ?
- ক. দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
- খ. দরিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
- গ. দারিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা
- ঘ. দরিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা
উত্তরঃ দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
250. নিচের কোন বানানটি শুদ্ধ ?
- ক. চক্ষুস্মান
- খ. চক্ষুষ্মান
- গ. চক্ষুশ্মান
- ঘ. চক্ষুষ্মাণ
উত্তরঃ চক্ষুষ্মান
-
Anonymous - 3 years ago
ধন্যবাদ