বানান ও বাক্য শুদ্ধি

176. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. তার সৌজন্যতায় আমি সুযোগটি পেয়েছি।
  • খ. তাহার সৌজন্যতায় আমি সুযোগটি পেয়েছি।
  • গ. তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি।
  • ঘ. তাহার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি।

উত্তরঃ তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি।

বিস্তারিত

177. কোন বানানটি শুদ্ধ?

  • ক. কনিষ্ঠ
  • খ. কণিষ্ঠ
  • গ. কনিষ্ট
  • ঘ. কণিষ্ট

উত্তরঃ কনিষ্ঠ

বিস্তারিত

178. কোনটি সঠিক বানান?

  • ক. শৌজন্য
  • খ. সৌজন্যতা
  • গ. সৌজন্য
  • ঘ. সৌজন্নতা

উত্তরঃ সৌজন্য

বিস্তারিত

179. কোন বানানটি শুদ্ধ?

  • ক. গৃহিনী
  • খ. গৃহীনি
  • গ. গৃহিণী
  • ঘ. গৃহিনি

উত্তরঃ গৃহিণী

বিস্তারিত

180. কোন বানানটি শুদ্ধ?

  • ক. যথাচীত
  • খ. যথোচিত
  • গ. যথাচিত
  • ঘ. যথচিত

উত্তরঃ যথোচিত

বিস্তারিত

181. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. তাহার জীবন সংশয়ময়
  • খ. তাহার জীবন সংশয়পূর্ণ
  • গ. তাহার জীবন সংশয়াপূর্ণ
  • ঘ. তাহার জীবন সংশয়ভরা

উত্তরঃ তাহার জীবন সংশয়াপূর্ণ

বিস্তারিত

182. বাংলা বানানরীতি অনুযায়ী কোন দুটি বানান শুদ্ধ?

  • ক. জাতী/জাতি
  • খ. নারী/নারি
  • গ. হাতি/পাখি
  • ঘ. নামী/দামি

উত্তরঃ নারী/নারি

বিস্তারিত

183. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?

  • ক. দ্বন্দ
  • খ. দন্দ্ব
  • গ. দন্দ্ব
  • ঘ. দ্বন্দ্ব

উত্তরঃ দ্বন্দ্ব

বিস্তারিত

184. অশুদ্ধ বানানটি শুদ্ধ করুন :

  • ক. অনুকূল
  • খ. অমাবস্যা
  • গ. অনটন
  • ঘ. অধ্যায়ন

উত্তরঃ অধ্যায়ন

বিস্তারিত

185. শুদ্ধ বানান কোনটি?

  • ক. নিরিক্ষণ
  • খ. নিরীক্ষণ
  • গ. নীরিক্ষণ
  • ঘ. নীরীক্ষণ

উত্তরঃ নিরীক্ষণ

বিস্তারিত

186. নিচের কোন বানানটি শুদ্ধ?

  • ক. নিশিথিনী
  • খ. নিশীথীনি
  • গ. নিশিথীনি
  • ঘ. নিশীথিনী

উত্তরঃ নিশীথিনী

বিস্তারিত

187. নিচের কোন বানানটি শুদ্ধ?

  • ক. মুর্হমুহু
  • খ. মুর্হুমুহু
  • গ. মুহুর্মুহু
  • ঘ. মুর্হুমুহ

উত্তরঃ মুহুর্মুহু

বিস্তারিত

188. শুদ্ধ বাক্য কোনটি?

  • ক. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের স্বীকার হন।
  • খ. বিদ্বান ব্যক্তিগণ দারিদ্রের শিকার হন।
  • গ. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন।
  • ঘ. বিদ্বান ব্যক্তিগণ দরিদ্রতার স্বীকার হন।

উত্তরঃ বিদ্বান ব্যক্তিগণ দরিদ্রতার স্বীকার হন।

বিস্তারিত

189. নিচের কোন বানানটি শুদ্ধ?

  • ক. আষাঢ়
  • খ. আষাড়
  • গ. আসাঢ়
  • ঘ. আশাঢ়

উত্তরঃ আষাঢ়

বিস্তারিত

190. শুদ্ধ বানান কোনটি?

  • ক. পিপীলিকা
  • খ. বুদ্ধিজীবি
  • গ. অগ্নাশয়
  • ঘ. অন্তঃস্বত্তা

উত্তরঃ পিপীলিকা

বিস্তারিত

191. কোন বানানটি শুদ্ধ?

  • ক. মনোকষ্ট
  • খ. মনঃকষ্ট
  • গ. মণকষ্ট
  • ঘ. মনকস্ট

উত্তরঃ মনঃকষ্ট

বিস্তারিত

192. কোন বানানটি শুদ্ধ?

  • ক. পুরস্কার
  • খ. আবিষ্কার
  • গ. সময়পোযোগী
  • ঘ. স্বত্ব

উত্তরঃ স্বত্ব

বিস্তারিত

193. শুদ্ধ বানান কোনটি?

  • ক. শকট
  • খ. সকোট
  • গ. শকেট
  • ঘ. সকট

উত্তরঃ শকট

বিস্তারিত

194. কোনটি শুদ্ধ বানান?

  • ক. প্রত্যুদগমন
  • খ. প্রত্যুতগমন
  • গ. প্রত্যুগমন
  • ঘ. প্রত্যুদগমণ

উত্তরঃ প্রত্যুদগমন

বিস্তারিত

195. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. আমার বড় দুরাবস্থা
  • খ. আমার বড় দুরবস্থা
  • গ. আমার বড় দূরবস্থা
  • ঘ. আমার বড় দূরাবস্থা

উত্তরঃ আমার বড় দুরবস্থা

বিস্তারিত

196. কোনটি শুদ্ধ?

  • ক. মুমুর্ষ
  • খ. মূমুর্ষু
  • গ. মুমূর্ষু
  • ঘ. মুমুর্ষূ

উত্তরঃ মুমূর্ষু

বিস্তারিত

197. কোনটি শুদ্ধ বানান?

  • ক. নুনতম
  • খ. ন্যূনতম
  • গ. ন্যুনতম
  • ঘ. নূনতম

উত্তরঃ ন্যূনতম

বিস্তারিত

198. নিচের কোনটি সঠিক বানান?

  • ক. পুনঃরুজ্জীবন
  • খ. পুনরুজ্জীবণ
  • গ. পুনরুজ্জীবন
  • ঘ. পূনরুজ্জীবন

উত্তরঃ পুনরুজ্জীবন

বিস্তারিত

199. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. দীনতা সব সময় ভাল নয়
  • খ. দেশের দারিদ্র্য দূর করতে হবে
  • গ. সময় বড় সংক্ষিপ্ত
  • ঘ. এখানে প্রবেশ নিষিদ্ধ

উত্তরঃ দীনতা সব সময় ভাল নয়

বিস্তারিত

200. কোনটি শুদ্ধ?

  • ক. কিংবর্তব্যবিমূঢ়
  • খ. মুমুর্ষু
  • গ. মুহুর্তু
  • ঘ. সমিচীন

উত্তরঃ কিংবর্তব্যবিমূঢ়

বিস্তারিত

  • avatar
    Anonymous - 3 years ago
    ধন্যবাদ

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects