বানান ও বাক্য শুদ্ধি
176. কোনটি শুদ্ধ বাক্য?
- ক. তার সৌজন্যতায় আমি সুযোগটি পেয়েছি।
- খ. তাহার সৌজন্যতায় আমি সুযোগটি পেয়েছি।
- গ. তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি।
- ঘ. তাহার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি।
উত্তরঃ তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি।
181. কোনটি শুদ্ধ বাক্য?
- ক. তাহার জীবন সংশয়ময়
- খ. তাহার জীবন সংশয়পূর্ণ
- গ. তাহার জীবন সংশয়াপূর্ণ
- ঘ. তাহার জীবন সংশয়ভরা
উত্তরঃ তাহার জীবন সংশয়াপূর্ণ
182. বাংলা বানানরীতি অনুযায়ী কোন দুটি বানান শুদ্ধ?
- ক. জাতী/জাতি
- খ. নারী/নারি
- গ. হাতি/পাখি
- ঘ. নামী/দামি
উত্তরঃ নারী/নারি
- ক. নিশিথিনী
- খ. নিশীথীনি
- গ. নিশিথীনি
- ঘ. নিশীথিনী
উত্তরঃ নিশীথিনী
- ক. মুর্হমুহু
- খ. মুর্হুমুহু
- গ. মুহুর্মুহু
- ঘ. মুর্হুমুহ
উত্তরঃ মুহুর্মুহু
188. শুদ্ধ বাক্য কোনটি?
- ক. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের স্বীকার হন।
- খ. বিদ্বান ব্যক্তিগণ দারিদ্রের শিকার হন।
- গ. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন।
- ঘ. বিদ্বান ব্যক্তিগণ দরিদ্রতার স্বীকার হন।
উত্তরঃ বিদ্বান ব্যক্তিগণ দরিদ্রতার স্বীকার হন।
194. কোনটি শুদ্ধ বানান?
- ক. প্রত্যুদগমন
- খ. প্রত্যুতগমন
- গ. প্রত্যুগমন
- ঘ. প্রত্যুদগমণ
উত্তরঃ প্রত্যুদগমন
195. কোনটি শুদ্ধ বাক্য?
- ক. আমার বড় দুরাবস্থা
- খ. আমার বড় দুরবস্থা
- গ. আমার বড় দূরবস্থা
- ঘ. আমার বড় দূরাবস্থা
উত্তরঃ আমার বড় দুরবস্থা
- ক. পুনঃরুজ্জীবন
- খ. পুনরুজ্জীবণ
- গ. পুনরুজ্জীবন
- ঘ. পূনরুজ্জীবন
উত্তরঃ পুনরুজ্জীবন
199. কোনটি শুদ্ধ বাক্য?
- ক. দীনতা সব সময় ভাল নয়
- খ. দেশের দারিদ্র্য দূর করতে হবে
- গ. সময় বড় সংক্ষিপ্ত
- ঘ. এখানে প্রবেশ নিষিদ্ধ
উত্তরঃ দীনতা সব সময় ভাল নয়
-
Anonymous - 3 years ago
ধন্যবাদ