বাংলা সাহিত্য
1402. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্যের রচয়িতা কে?
- ক. বুদ্ধদেব বসু
- খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
- গ. সৈয়দ শামসুল হক
- ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ সৈয়দ শামসুল হক
1403. ‘পদ্মানদীর মাঝি’ কি?
- ক. একটি জীবনীগ্রন্থ
- খ. একটি উপন্যাস
- গ. একটি চলচ্চিত্র
- ঘ. একটি নাটক
উত্তরঃ একটি উপন্যাস
1404. ‘বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’ কবিতার কবি কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. জীবনানন্দ দাশ
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. বিষ্ণু দে
উত্তরঃ জীবনানন্দ দাশ
1405. ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?
- ক. শৈবধর্ম
- খ. বৌদ্ধ সহজযান
- গ. নাথধর্ম
- ঘ. কোনেটি নয়
উত্তরঃ নাথধর্ম
1406. ‘পাখি সব করে রব, রাতি পোহাইল’ পঙক্তির রচয়িতা -
- ক. রামনারায়ণ তর্করত্ন
- খ. বিহারীলাল চক্রবর্তী
- গ. কৃষ্ণচন্দ্র মজুমদার
- ঘ. মদনমোহন তর্কলংকর
উত্তরঃ মদনমোহন তর্কলংকর
1407. কবি ভারতচন্দ্রকে ‘রায়গুণাকর’ উপাধি দিয়েছিলেন কে?
- ক. রঘুনাথ জমিদার
- খ. রাজা কৃষ্ণচন্দ্র
- গ. দ্বিজ ও চণ্ডীদাস
- ঘ. ময়ুর ভট্ট
উত্তরঃ রাজা কৃষ্ণচন্দ্র
1411. ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?
- ক. দেবেন্দ্রনাথ ঠাকুর
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. রামমোহন রায়
- ঘ. দীনবন্ধু মিত্র
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
1413. ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’ কবিতাটি কোন কাব্যের?
- ক. বিষের বাঁশী
- খ. ফণিমনসা
- গ. দোলনচাঁপা
- ঘ. ভাঙার গান
উত্তরঃ দোলনচাঁপা
1415. বাংলা গীতি কবিতার জনক কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. বিহারীলাল চক্রবর্তী
- ঘ. প্যারীচাঁদ মিত্র
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী
1416. ‘বনফুলের’ প্রকৃত নাম কি?
- ক. বলাইচাঁদ মুখোপাধ্যায়
- খ. প্রমথনাথ বিশী
- গ. প্রভাতকুমার মুখোপাধ্যায়
- ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়
1418. মুসলিম রেঁনেসার কবি কে?
- ক. ফররুখ আহমদ
- খ. আহসান হাবীব
- গ. হাসান হাফিজুর রহমান
- ঘ. সৈয়দ আলী আহসান
উত্তরঃ ফররুখ আহমদ
1420. ‘আবার আসিব ফিরে, ধান সিঁড়িটির তীরে এই বাংলায়’ - পঙক্তিটির রচয়িতা কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. জীবনানন্দ দাশ
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. জসীমউদদীন
উত্তরঃ জীবনানন্দ দাশ
1421. ‘কারাগারের রোজনামচা’ - গল্পটির রচয়িতা কে?
- ক. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
- খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ঘ. শেরে বাংলা এ. কে. ফজলুল হক
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
1422. ‘বনফুল’ কার ছদ্মনাম?
- ক. বলাইচাঁদ মুখোপাধ্যায়
- খ. যতীন্দ্র মোহন বাগচী
- গ. প্রমথ চৌধুরী
- ঘ. মোহিতলাল মজুমদার
উত্তরঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়
1423. প্রথম সার্থক বাংলা উপন্যাসের রচয়িতা কে?
- ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- খ. মীর মশাররফ হোসেন
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
1424. ‘সঞ্চিতা’ কাব্য সংকলনটির রচয়িতা কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. জীবনানন্দ দাশ
- ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
1425. নিচের কোনটি জহির রায়হানের রচনা?
- ক. সংশপ্তক
- খ. বিধ্বস্ত নীলিমা
- গ. খোয়াবনামা
- ঘ. আরেক ফাল্গুন
উত্তরঃ আরেক ফাল্গুন