বাংলা সাহিত্য

1451. সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?

  • ক. শওকত আলী
  • খ. সেলিনা হোসেন
  • গ. আখতারুজ্জামান ইলিয়াস
  • ঘ. সৈয়দ শামসুল হক

উত্তরঃ সৈয়দ শামসুল হক

বিস্তারিত

1452. ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’ গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. সৈয়দ আলী আহসান
  • খ. সুকান্ত ভট্টাচার্য
  • গ. হুমায়ুন আজাদ
  • ঘ. নির্মলেন্দু গুণ

উত্তরঃ হুমায়ুন আজাদ

বিস্তারিত

1454. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?

  • ক. ছেঁড়াতার
  • খ. চাকা
  • গ. বাকী ইতিহাস
  • ঘ. কী চা ডে শঙ্খচিল

উত্তরঃ কী চা ডে শঙ্খচিল

বিস্তারিত

1455. ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন কে?

  • ক. ডব্লিউ বি ইয়েটস
  • খ. ক্লিনটন বি সিলি
  • গ. অরুন্ধতী রায়
  • ঘ. অমিতাভ ঘোষ

উত্তরঃ ক্লিনটন বি সিলি

বিস্তারিত

1456. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?

  • ক. গোবিন্দ দাস
  • খ. কায়কোবাদ
  • গ. কাহ্নপা
  • ঘ. ভুসুকুপা

উত্তরঃ ভুসুকুপা

বিস্তারিত

1457. ‘ওরা এগার জন’ চলচ্চিত্রের মুখ্য উপজীব্য ও পটভূমি হলো -

  • ক. সিপাহী বিদ্রোহ
  • খ. ৫২ এর ভাষা আন্দোলন
  • গ. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
  • ঘ. ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ

উত্তরঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধ

বিস্তারিত

1458. কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ? - কার লেখা

  • ক. কৃষ্ণচন্দ্র মজুমদার
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. কামিনী রায়
  • ঘ. যতীন্দ্রমোহন বাগচী

উত্তরঃ কৃষ্ণচন্দ্র মজুমদার

বিস্তারিত

1459. নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস?

  • ক. যাত্রাদল
  • খ. মৌরিফুল
  • গ. মেঘমল্লার
  • ঘ. অরণ্যক

উত্তরঃ অরণ্যক

বিস্তারিত

1460. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?

  • ক. অগ্নিবীণা
  • খ. রাজবন্দীর জবানবন্দী
  • গ. নবযুগ
  • ঘ. ব্যথার দান

উত্তরঃ ব্যথার দান

বিস্তারিত

1461. বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কোনটি?

  • ক. শর্মিষ্ঠা
  • খ. বসন্তকুমারী
  • গ. কপালকুণ্ডলা
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ কপালকুণ্ডলা

বিস্তারিত

1462. বাংলা সাহিত্যের 'কিশোর কবি' কে?

  • ক. সুধীন্দ্রনাথ দত্ত
  • খ. সুকান্ত ভট্টাচার্য
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. আব্দুল কাদির

উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য

বিস্তারিত

1463. 'সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই।'

  • ক. চণ্ডীদাস
  • খ. বিদ্যাপতি
  • গ. রামকৃষ্ণ পরমহংস
  • ঘ. বিবেকানন্দ

উত্তরঃ চণ্ডীদাস

বিস্তারিত

1464. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

  • ক. একটি কালো মেয়ের কথা
  • খ. তেইশ নম্বর তৈলচিত্র
  • গ. ভানুমতির পালা
  • ঘ. ইছামতী

উত্তরঃ একটি কালো মেয়ের কথা

বিস্তারিত

1465. ডাকঘর কোন ধরনের রচনা?

  • ক. নাটক
  • খ. কবিতা
  • গ. উপন্যাস
  • ঘ. প্রবন্ধ

উত্তরঃ নাটক

বিস্তারিত

1466. গঠনরীতিতে ‘শ্রীকৃ্ষ্ণকীর্তন’ কাব্য মূলত -

  • ক. পদাবলি
  • খ. ধামালী
  • গ. প্রেমগীত
  • ঘ. নাট্যগীতি

উত্তরঃ নাট্যগীতি

বিস্তারিত

1467. রবীন্দ্রনাথের ‘ক্ষুধিত পাষাণ’ এর একটি চরিত্র -

  • ক. প্রত্যুষ
  • খ. মহিম
  • গ. মেহের আলি
  • ঘ. নবীন মাধব

উত্তরঃ মেহের আলি

বিস্তারিত

1468. বাংলা সাহিত্যের আদি কবি কে?

  • ক. কাহ্নপা
  • খ. চেণ্ডণপা
  • গ. লুইপা
  • ঘ. ভুসুকুপা

উত্তরঃ লুইপা

বিস্তারিত

1469. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলার সমাধি কোথায়?

  • ক. ঢাকা
  • খ. কুমিল্লা
  • গ. মানিকগঞ্জ
  • ঘ. ভারতের চুরুলিয়া

উত্তরঃ ভারতের চুরুলিয়া

বিস্তারিত

1470. রূপাই’ জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের চরিত্র?

  • ক. সােজন বাদিয়ার ঘাট
  • খ. নক্সী কাঁথার মাঠ
  • গ. রাখালী
  • ঘ. বালুচর

উত্তরঃ নক্সী কাঁথার মাঠ

বিস্তারিত

1471. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?

  • ক. অগ্নিবীণা
  • খ. সোনার তরী
  • গ. চিত্রা
  • ঘ. বলাকা

উত্তরঃ অগ্নিবীণা

বিস্তারিত

1472. মাইকেল মধুসূদন দত্তের ‘একেই কি বলে সভ্যতা’ কোন ধরনের নাটক?

  • ক. কমেডি
  • খ. সামাজিক প্রহসন
  • গ. ট্রাজেডি
  • ঘ. মেলোড্রামা

উত্তরঃ সামাজিক প্রহসন

বিস্তারিত

1473. বীরবল’ কোন লেখকের ছদ্মনাম?

  • ক. সুনীল গঙ্গোপাধ্যায়
  • খ. প্রমথ চৌধুরী
  • গ. শামসুর রাহমান
  • ঘ. অন্নদাশংকর রায়

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

1474. নিচের কোনটি জীবনানন্দ দাশের রচনা?

  • ক. চক্রবাক
  • খ. এক পয়সার বাঁশি
  • গ. রূপসী বাংলা
  • ঘ. কঙ্কাবতী

উত্তরঃ রূপসী বাংলা

বিস্তারিত

1475. মৈমনসিংহ গীতিকা’-এর সংগ্রাহক ছিলেন কে?

  • ক. আশুতােষ ভট্টাচার্য
  • খ. দীনেশচন্দ্র সেন
  • গ. চন্দ্রকুমার দে
  • ঘ. দক্ষিণারঞ্জন মিত্র

উত্তরঃ চন্দ্রকুমার দে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects