বাংলা সাহিত্য
1501. ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধটি কার লেখা?
- ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- গ. প্যারীচাঁদ মিত্র
- ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
1502. ‘নীল ময়ূরের যৌবন’ উপন্যাসের রচয়িতার নাম -
- ক. সুফিয়া কামাল
- খ. রাজিয়া বেগম
- গ. রাবেয়া খাতুন
- ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ সেলিনা হোসেন
1503. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয়?
- ক. মানসী
- খ. সোনার তরী
- গ. চোখের বালি
- ঘ. গীতাঞ্জলি
উত্তরঃ চোখের বালি
1504. ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ গ্রন্থের রচয়িতা -
- ক. মুহম্মদ শহীদুল্লাহ
- খ. সুকুমার সেন
- গ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- ঘ. মুহম্মদ আবদুল হাই
উত্তরঃ মুহম্মদ শহীদুল্লাহ
1505. ‘দেশে-বিদেশে’ ভ্রমণ সাহিত্যের রচয়িতা -
- ক. অন্নদাশঙ্কর রায়
- খ. জসীমউদদীন
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. সৈয়দ মুজতবা আলী
উত্তরঃ সৈয়দ মুজতবা আলী
1506. ‘পথিক, তুমি পথ হারাইয়াছ’ কোন উপন্যাসে উল্লেখ আছে?
- ক. দুর্গেশনন্দিনী
- খ. রাজসিংহ
- গ. বিষবৃক্ষ
- ঘ. কপালকুণ্ডলা
উত্তরঃ কপালকুণ্ডলা
1507. ‘চিলেকোঠার সেপাই’ কার রচিত উপন্যাস?
- ক. আখতাতার ইলিয়াস
- খ. ইলিয়াস খান
- গ. আখতারুজ্জামান ইলিয়াস
- ঘ. আকতার জামান ইলিয়াস
উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস
1508. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উদ্ভবকাল কবে?
- ক. ৯৫০ খ্রিস্টাব্দ
- খ. ৬৫০ খ্রিস্টাব্দ
- গ. ৮৫০ খ্রিস্টাব্দ
- ঘ. ৭৫০ খ্রিস্টাব্দ
উত্তরঃ ৬৫০ খ্রিস্টাব্দ
1510. ‘লায়লী মজুন’ কাব্যের অনুবাদক হলেন -
- ক. সাবিরিদ খান
- খ. সৈয়দ সুলতান
- গ. দৌলত উজির বাহরাম খান
- ঘ. আলাওল
উত্তরঃ দৌলত উজির বাহরাম খান
1511. ‘রসুল বিজয়’ কাব্যের রচয়িতা কে?
- ক. আব্দুল হাকিম
- খ. শেখ চাঁদ
- গ. মীর মোহাম্মদ শফী
- ঘ. জৈনুদ্দীন
উত্তরঃ শেখ চাঁদ
1513. ‘রোহিণী’ কোন উপন্যাসের নায়িকা?
- ক. কৃষ্ণকান্তের উইল
- খ. চোখের বালি
- গ. গৃহদাহ
- ঘ. পথের পাঁচালী
উত্তরঃ কৃষ্ণকান্তের উইল
1515. বাংলা সাহিত্যে ‘বীরবল’ ছদ্মনাম কার?
- ক. আল মাহমুদ
- খ. প্রমথ চৌধুরী
- গ. সুকান্ত ভট্টাচার্য
- ঘ. মুকুন্দ দাস
উত্তরঃ প্রমথ চৌধুরী
1516. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ -
- ক. রক্তরাগ
- খ. পদ্মরাগ
- গ. বীতরাগ
- ঘ. যুগরাগ
উত্তরঃ পদ্মরাগ
1517. ‘একুশে ফেব্রুয়ারিৎ কী ধরনের রচনা?
- ক. দলিলপত্র
- খ. কবিতা সংকলন
- গ. বায়ান্নের প্রবন্ধবলি
- ঘ. রচনাবলি
উত্তরঃ কবিতা সংকলন
1518. মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র -
- ক. Stop genocide
- খ. Meebeth
- গ. A state is born
- ঘ. Sultana's Dream
উত্তরঃ Stop genocide
1519. মানুষের ভাষাকে ‘সাধু ভাষা’ হিসেবে প্রমথ অভিহিত করেন?
- ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. রাজা রামমোহন রায়
- ঘ. প্যারীচাঁদ মিত্র
উত্তরঃ রাজা রামমোহন রায়
1520. সূর্য দীঘল বাড়ী উপন্যাসের রচয়িতা -
- ক. শহীদুল্লাহ কায়সার
- খ. জহির রায়হান
- গ. রশীদ করিম
- ঘ. আবু ইসহাক
উত্তরঃ আবু ইসহাক
1521. রবীন্দ্রনাথ যে নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেন -
- ক. কালের যাত্রা
- খ. শেষ প্রশ্ন
- গ. শ্যামা
- ঘ. সঞ্চিতা
উত্তরঃ কালের যাত্রা
1522. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক -
- ক. নীলদর্পণ
- খ. ভাদ্রার্জুন
- গ. শর্মিষ্ঠা
- ঘ. কবর
উত্তরঃ ভাদ্রার্জুন
1523. বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রন্থের রচয়িতা -
- ক. সেলিনা হোসেন
- খ. রশীদ করিম
- গ. ড. মাজহারুল ইসলাম
- ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ ড. মাজহারুল ইসলাম
1525. ‘মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে’ - এটি কার উক্তি?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. ইসমাইল হোসেন সিরাজী
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. সৈয়দ মুজতবা আলী
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর