বাংলা সাহিত্য

1551. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

  • ক. কাদো নদী কাদো
  • খ. নেকড়ে অরণ্যে
  • গ. রাঙা প্রভাত
  • ঘ. প্রদোষে প্রাকৃতজন

উত্তরঃ নেকড়ে অরণ্যে

বিস্তারিত

1552. ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ কাব্যগ্রন্থের কবি ক?

  • ক. রফিক আজাদ
  • খ. শঙ্খ ঘোষ
  • গ. শক্তি চট্টোপাধ্যায়
  • ঘ. শামসুর রাহমান

উত্তরঃ শঙ্খ ঘোষ

বিস্তারিত

1553. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

  • ক. চৌবেরিয়া গ্রাম, নদীয়া
  • খ. কাঁঠালপাড়া গ্রাম, চব্বিশ পরগনা
  • গ. বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
  • ঘ. দেবানন্দপুর গ্রাম, হুগলি

উত্তরঃ বীরসিংহ গ্রাম, মেদিনীপুর

বিস্তারিত

1554. মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয় -

  • ক. ১৯ ফেব্রুয়ারি, ১৯২৬
  • খ. ১৯ জানুয়ারি ১৯২৬
  • গ. ১৯ মার্চ, ১৯৬
  • ঘ. ৬ মার্চ, ১৯২৭

উত্তরঃ ১৯ জানুয়ারি ১৯২৬

বিস্তারিত

1555. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ কার লেখা?

  • ক. এস. ওয়াজেদ আলী
  • খ. আবুল হাসেম
  • গ. আবুল মনসুর আহমদ
  • ঘ. আবুল হুসেন

উত্তরঃ আবুল মনসুর আহমদ

বিস্তারিত

1556. ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে - কে এই দামাল ছেলে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. কামাল পাশা
  • গ. চিত্তরঞ্জন দাস
  • ঘ. সুভাষ বসু

উত্তরঃ কামাল পাশা

বিস্তারিত

1557. সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী?

  • ক. শনিবারের চিঠি
  • খ. রবিবারের ডাক
  • গ. বিজলি
  • ঘ. বঙ্গদর্শন

উত্তরঃ শনিবারের চিঠি

বিস্তারিত

1558. তেইশ নম্বর তৈলচিত্র কোন ধরনের রচনা?

  • ক. চলচ্চিত্র
  • খ. নাটক
  • গ. উপন্যাস
  • ঘ. চিত্রকর্ম

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

1559. ভোরের পাখি কার ছদ্মনাম?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. রাজশেখর বসু
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. বিহারীলাল চক্রবর্তী

উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী

বিস্তারিত

1560. কবর নাটকটি কোন পটভূমিতে রচিত?

  • ক. ঊনসত্তরের গণঅভ্যুত্থান
  • খ. বায়ান্নর ভাষা আন্দোলন
  • গ. আটান্নর সামরিক শাসন
  • ঘ. একাত্তরের মুক্তিযুদ্ধ

উত্তরঃ বায়ান্নর ভাষা আন্দোলন

বিস্তারিত

1561. মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম উপন্যাস কোনটি?

  • ক. নিষিদ্ধ লোবান
  • খ. রাইফেল রোটি আওরাত
  • গ. প্রিয়যোদ্ধা প্রিয়তম
  • ঘ. হাঙর নদী গ্রেনেড

উত্তরঃ রাইফেল রোটি আওরাত

বিস্তারিত

1562. একেই কি বলে সভ্যতা ‘ কোন ধরনের রচনা ?

  • ক. প্রহসন
  • খ. উপন্যাস
  • গ. প্রবন্ধ
  • ঘ. নাটক

উত্তরঃ প্রহসন

বিস্তারিত

1563. সুকান্ত ভট্টাচার্য কত সালে মৃত্যুবরণ করেন?

  • ক. ১৯৪৫ সালে
  • খ. ১৯৪৬ সালে
  • গ. ১৯৪৭ সালে
  • ঘ. ১৯৪৮ সালে

উত্তরঃ ১৯৪৭ সালে

বিস্তারিত

1564. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা কত সালে প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৮৪১ সালে
  • খ. ১৮৪২ সালে
  • গ. ১৮৪৩ সালে
  • ঘ. ১৮৪৪ সালে

উত্তরঃ ১৮৪৩ সালে

বিস্তারিত

1565. ‘সূচয়নী’ কোন ধরনের গ্রন্থ?

  • ক. গল্পগুচ্ছ
  • খ. কবিতা সংকলন
  • গ. রচনাসমগ্র
  • ঘ. আত্মজীবনীমূলক

উত্তরঃ কবিতা সংকলন

বিস্তারিত

1566. ‘নীল অপরাজিতা’ উপন্যাসের রচয়িতা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. শামসুর রাহমান
  • ঘ. হুমায়ুন আহমেদ

উত্তরঃ হুমায়ুন আহমেদ

বিস্তারিত

1567. ‘সব কটা জানালা খুলে দাও’ - গানটির সুরকার কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. নজরুল ইসলাম বাবু
  • গ. গোবিন্দ হালদার
  • ঘ. আপেল মাহমুদ

উত্তরঃ নজরুল ইসলাম বাবু

বিস্তারিত

1568. ‘নীহারিকা দেবী’ ছদ্মনামে কে লিখতেন?

  • ক. অরুন্ধতী রায়
  • খ. কামিনী রায়
  • গ. প্রমথ চৌধুরী
  • ঘ. অচিন্ত্য কুমার সেনগুপ্ত

উত্তরঃ অচিন্ত্য কুমার সেনগুপ্ত

বিস্তারিত

1569. কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন কোথায়?

  • ক. বরিশালে
  • খ. সাতক্ষীরায়
  • গ. মেদিনীপুরে
  • ঘ. কোলকাতায়

উত্তরঃ বরিশালে

বিস্তারিত

1570. বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি?

  • ক. বঙ্গদর্শন
  • খ. দিগদর্শন
  • গ. সংবাদ প্রভাকর
  • ঘ. তত্ত্ববোধিনী

উত্তরঃ দিগদর্শন

বিস্তারিত

1571. ‘চাচা কাহিনী’ এর লেখক কে?

  • ক. দিলারা হাশেম
  • খ. আবু জাফর শামসুদ্দিন
  • গ. সরদার জয়েন উদ্দিন
  • ঘ. সৈয়দ মুজতবা আলী

উত্তরঃ সৈয়দ মুজতবা আলী

বিস্তারিত

1572. ‘তোমার মার বাড়ি, তুমি যাও, আমি আমার বাড়িতে থাকি। আবার আমাকে দেখতে এসো। ‘ উক্তিটি কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?

  • ক. রক্তাক্ত প্রান্তর
  • খ. অসমাপ্ত আত্মজীবনী
  • গ. কারাগারের রোজনামচা
  • ঘ. দৌলত কাজী

উত্তরঃ কারাগারের রোজনামচা

বিস্তারিত

1573. ‘অসমাপ্ত আত্মজীবনী’ তে উল্লিখিত আন্দামান বলতে কী বুঝায়?

  • ক. পাকিস্তান আমলের সরকারি অফিস
  • খ. ইংরেজ আমলের জেলখানা
  • গ. একটি সাগরের নাম
  • ঘ. একটি জেলার নাম

উত্তরঃ ইংরেজ আমলের জেলখানা

বিস্তারিত

1574. ‘শূন্যপুরাণ’ হলো -

  • ক. ধর্মীয় তত্ত্বের গ্রন্থ
  • খ. রাধাকৃষ্ণের প্রেমের কাব্য
  • গ. রোমান্টিক প্রণয়োপাখ্যান
  • ঘ. চৈতন্যজীবনীমূলক গ্রন্থ

উত্তরঃ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ

বিস্তারিত

1575. বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন?

  • ক. বাংলা
  • খ. সংস্কৃত
  • গ. মৈথিলী
  • ঘ. আরবি

উত্তরঃ মৈথিলী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects