বাংলা সাহিত্য

1626. কোন রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন?

  • ক. বিদ্রোহী
  • খ. বিষের-বাঁশী
  • গ. আনন্দময়ীর আগমনে
  • ঘ. চক্রবাক

উত্তরঃ আনন্দময়ীর আগমনে

বিস্তারিত

1627. কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি?

  • ক. হরতাল
  • খ. নিষিদ্ধ লোবান
  • গ. প্ৰয়ল-শিখা
  • ঘ. অনল প্রবাহ

উত্তরঃ প্ৰয়ল-শিখা

বিস্তারিত

1628. সবার উপরে মানুষ সত্য তার উপরে নেই- কথাগুলি কোন কবির?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. কবি চণ্ডীদাস
  • ঘ. কবি জসীমউদ্দীন

উত্তরঃ কবি চণ্ডীদাস

বিস্তারিত

1629. ‘ভাড়ুদত্ত’কোন কাব্যের চরিত্র?

  • ক. চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু উপাখ্যান
  • খ. অন্নদামঙ্গল কাব্যের মানসিংহ ভাবনন্দ উপাখ্যান
  • গ. মনসামঙ্গল
  • ঘ. ধর্মমঙ্গল

উত্তরঃ চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু উপাখ্যান

বিস্তারিত

1630. বাংলা উপন্যাস সহিত্যে ‘মজিদ' চরিত্রটি কোন উপন্যাসিকের সৃষ্টি?

  • ক. মানিক বন্দ্যোপাধ্যায়
  • খ. আবু ইসাহক
  • গ. হুমায়ূন আহমেদ
  • ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ

বিস্তারিত

1631. প্রমথ চৌধুরীর ছদ্মনাম কোনটি ?

  • ক. বনফুল
  • খ. বীরবল
  • গ. যাযাবর
  • ঘ. নীললোহিত

উত্তরঃ বীরবল

বিস্তারিত

1632. আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি বিখ্যাত এ গানটির প্রথম সুরকার কে?

  • ক. আলতাব মাহমুদ
  • খ. সুবল দাশ
  • গ. সুজেয় শ্যাম
  • ঘ. আলাউদ্দিন আলী

উত্তরঃ আলতাব মাহমুদ

বিস্তারিত

1633. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি ?

  • ক. সংবাদ প্রভাকর
  • খ. সমাচার দর্পন
  • গ. সবুজপত্র
  • ঘ. দিকদর্শন

উত্তরঃ সমাচার দর্পন

বিস্তারিত

1634. বাংলা সহিত্যের আদি নিদর্শন কোনটি?

  • ক. চর্যাগীতিকা
  • খ. শূন্যপুরাণ
  • গ. শেখ শুভোদয়া
  • ঘ. বৈষ্ণব পদাবলি

উত্তরঃ চর্যাগীতিকা

বিস্তারিত

1635. কোনটি মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস?

  • ক. জননী
  • খ. ঘরে বাইরে
  • গ. দেয়াল
  • ঘ. সংসপ্তক

উত্তরঃ দেয়াল

বিস্তারিত

1636. বাংলা সনেটের প্রবর্তক কে?

  • ক. দ্বিজেন্দ্রলাল রায়
  • খ. রজনীকান্ত সেন
  • গ. মাইকেল মধুসূদন দত্ত
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

1637. সৈয়দ ওয়ালীউল্লাহর 'চাঁদের অমাবস্যা' উপন্যাসের নায়ক?

  • ক. মুহাম্মদ মুস্তফা
  • খ. মজিদ
  • গ. আরেফ আলী
  • ঘ. কাদের

উত্তরঃ আরেফ আলী

বিস্তারিত

1638. কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?

  • ক. সাতটি তারার তিমির
  • খ. ঝরা পালক
  • গ. মহাপৃথিবী
  • ঘ. নিজ বাসভূমে

উত্তরঃ নিজ বাসভূমে

বিস্তারিত

1639. ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?

  • ক. ঘর মন জানালা
  • খ. মৃত্যুক্ষুধা
  • গ. আরেক ফাল্গুন
  • ঘ. লালসালু

উত্তরঃ আরেক ফাল্গুন

বিস্তারিত

1640. 'নীড়সন্ধানী' কার রচিত উপন্যাস?

  • ক. হাসান আজিজুল হক
  • খ. রাজিয়া খান
  • গ. আনোয়ার পাশা
  • ঘ. শওকত আলী

উত্তরঃ আনোয়ার পাশা

বিস্তারিত

1641. রশীদ হায়দারের 'খাঁচায়' উপন্যাসের পটভূমি হলো :

  • ক. ছাত্র আন্দোলন
  • খ. ভাষা আন্দোলন
  • গ. স্বৈরাচার বিরোধী আন্দোলন
  • ঘ. মুক্তিযুদ্ধ

উত্তরঃ মুক্তিযুদ্ধ

বিস্তারিত

1642. নিচের কোন কাব্যটি জীবনানন্দ দাশের রচনা নয় ?

  • ক. মহাপৃথিবী
  • খ. উত্তর ফাল্গুনী
  • গ. ঝরাপালক
  • ঘ. বনলতা সেন

উত্তরঃ উত্তর ফাল্গুনী

বিস্তারিত

1643. 'স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ' - এই উক্তিটি কার ?

  • ক. মুনীর চৌধুরী
  • খ. সুভাষ মুখোপাধ্যায়
  • গ. মোতাহার হোসেন চৌধুরী
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ মোতাহার হোসেন চৌধুরী

বিস্তারিত

1644. "___মাঝি চেয়ে দেখো দুয়ারে ডাকে জাহাজ, অচল ছবি সে, তসবির যেন দাঁড়ায়ে রয়েছে আজ।" কে মাঝিকে আহ্বান করছেন ?

  • ক. ফররুখ আহমদ
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. সুকান্ত ভট্টাচার্য
  • ঘ. কায়কোবাদ

উত্তরঃ ফররুখ আহমদ

বিস্তারিত

1645. ‘ঝুমকো লতায় জোনাকী’ শীর্ষক শিশুতোষ রচনাটি কার ?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. সুকুমার রায়
  • ঘ. বেগম সুফিয়া কামাল

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

1646. বাংলাদেশের সাহিত্যে লোকসাহিত্য-সংগ্রাহক কে?

  • ক. ড. কাজী দীন মুহম্মদ
  • খ. ড. আলাউদ্দিন আল আজাদ
  • গ. ড. আশরাফ সিদ্দিকী
  • ঘ. মুহম্মদ মনসুরউদ্দীন

উত্তরঃ মুহম্মদ মনসুরউদ্দীন

বিস্তারিত

1647. বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. সৈয়দ আলী আহসান
  • গ. হাসান হাফিজুর রহমান
  • ঘ. মোঃ আব্দুল হান্নান

উত্তরঃ সৈয়দ আলী আহসান

বিস্তারিত

1648. মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক-

  • ক. সুবচন নির্বাসনে
  • খ. রক্তাক্ত প্রান্তর
  • গ. নুরুলদীনের সারা জীবন
  • ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়।

উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়।

বিস্তারিত

1649. ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে ?

  • ক. সুকুমার সেন
  • খ. সুকুমারী ভট্টাচার্য
  • গ. নিহার রঞ্জন রায
  • ঘ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

উত্তরঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়

বিস্তারিত

1650. বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে ?

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ. প্রমথ চৌধুরী
  • গ. প্যারিচাঁদ মিত্র
  • ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects