বাংলা সাহিত্য
1676. বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?
- ক. ভানুসিংহ
- খ. সুনন্দ
- গ. বনফুল
- ঘ. সনাতন পাঠক
উত্তরঃ বনফুল
1677. কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
- ক. সাম্যবাদী
- খ. অগ্নিবীণা
- গ. ফণিমনসা
- ঘ. চিত্তনামা
উত্তরঃ অগ্নিবীণা
1678. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
- ক. কিত্তনখোলা
- খ. কবর
- গ. পায়ের আওয়াজ পাওয়া যায়
- ঘ. নীলদর্পণ
উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়
1679. চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কে?
- ক. লুইপা
- খ. কাহ্নপা
- গ. কুকুরিপা
- ঘ. উপরের একটিও না
উত্তরঃ কাহ্নপা
1680. ' আরেক ফাল্গুন' কার লেখা উপন্যাস?
- ক. জহির রায়হান
- খ. শওকত ওসমান
- গ. আলাউদ্দীন আল আজাদ
- ঘ. শওকত আলী
উত্তরঃ জহির রায়হান
1681. 'লালসালু' উপন্যাসে কোন অঞ্চলের জীবনের চিত্র প্রতিফলিত হয়েছে ?
- ক. চট্টগ্রাম
- খ. সিলেট
- গ. ময়মনসিংহ
- ঘ. নোয়াখালী
উত্তরঃ নোয়াখালী
1683. বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে?
- ক. ভারতচন্দ্র রায়
- খ. নরহরি চক্রবর্তী
- গ. বিজগুপ্ত
- ঘ. মুকুন্দরাম
উত্তরঃ ভারতচন্দ্র রায়
1684. কাজী নরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্য গ্রন্থের অন্তর্গত?
- ক. সাম্যবাদী
- খ. ফণীমনসা
- গ. অগ্নিবীণা
- ঘ. চিত্তনামা
উত্তরঃ অগ্নিবীণা
1685. মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি ?
- ক. কিত্তনখোলা
- খ. নীলদর্পণ
- গ. পায়ের আওয়াজ পাওয়া যায়
- ঘ. কবর
উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়
1686. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ কার প্রার্থনা ?
- ক. চন্ডীদাস
- খ. বিদ্যাসাগর
- গ. বিদ্যাপতি
- ঘ. ঈশ্বর পাটনী
উত্তরঃ ঈশ্বর পাটনী
1687. “ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, ও ভিখারীদশা তবে কেন তোর আজি ?” কোন কবিতার অংশ ?
- ক. সমাধি-লিপি
- খ. মেঘনাদ ও বিভিষণ
- গ. বঙ্গ ভাষা
- ঘ. কপোতাক্ষ নদ
উত্তরঃ বঙ্গ ভাষা
1688. ‘সবকটি জানালা খুলে দাও না’ - গানটির গীতিকার কে ?
- ক. আলতাফ মাহমুদ
- খ. নজরুল ইসলাম
- গ. সুধীর সাহা
- ঘ. গাজী মাজহারুল আনোয়ার
উত্তরঃ নজরুল ইসলাম
1689. বাংলাদেশের রণসঙ্গীত কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
- ক. অগ্নিবীণা
- খ. বিষের বাঁশি
- গ. প্রলয় শিখা
- ঘ. সন্ধ্যা
উত্তরঃ সন্ধ্যা
1690. ”জালি লাউয়ের ডগার মতোন বাহু দু’খান সরু”- কার সম্বন্ধে বলা হয়েছে?
- ক. সাজু
- খ. রূপাই
- গ. দুখী
- ঘ. সোজন
উত্তরঃ রূপাই
1691. দুটি প্রাচীন নদীর নাম--
- ক. সুরমা, কর্ণফুলী
- খ. রেবা, বেত্রবতী
- গ. পদ্মা, মেঘনা
- ঘ. বুড়িগঙ্গা, মহানন্দা
উত্তরঃ রেবা, বেত্রবতী
1692. বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জনক---
- ক. বরীন্দ্রনাথ
- খ. শরৎচন্দ্র
- গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- ঘ. মধুসূদন দত্ত
উত্তরঃ মধুসূদন দত্ত
1693. যার আগমনের কোনো তিথি নেই ---- এক কোথায় কী?
- ক. ভিখারী
- খ. অতিথি
- গ. শরণার্থী
- ঘ. একাদশে বৃহস্পতি
উত্তরঃ অতিথি
1694. আমি বেদুঈন, আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। পঙ্ক্তিটির রচয়িতা কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. গোলাম মোস্তফা
- ঘ. ফররুখ আহমদ
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
1695. ”উত্তম পুরুষ” উপন্যাসের রচয়িতা কে?
- ক. রশীদ করিম
- খ. শওকত ওসমান
- গ. জহির রায়হান
- ঘ. শহীদুল্লা কায়সার
উত্তরঃ রশীদ করিম
1697. লোক সাহিত্য কাকে বলে?
- ক. লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে বলে
- খ. গ্রামীণ অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
- গ. গ্রামীণ নরনারীর প্রণয় সংবলিত উপখ্যানকে
- ঘ. লোক সাধারনের কল্যাণে দেবতার প্রস্তুতিমূলক রচনাকে
উত্তরঃ লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে বলে
1698. 'অনিল বাগচীর একদিন' উপন্যসটির রচয়িতা কে ?
- ক. হুমায়ুন আহমেদ
- খ. সেলিনা হোসেন
- গ. হুমায়ুন আজাদ
- ঘ. সেয়দ শামসুল হক
উত্তরঃ হুমায়ুন আহমেদ
1699. " এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি " এর রচয়িতা কে?
- ক. সুকান্ত ভট্টাচার্য
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. সৈয়দ শামসুল হক
- ঘ. জীবনানন্দ দাস
উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য
1700. চাষাভুষার কাব্য কার সাহিত্যকর্ম ?
- ক. জীবনানন্দ দাশ
- খ. বেগম সুফিয়া কামাল
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. নির্মলেন্দু গুণ
উত্তরঃ নির্মলেন্দু গুণ