বাংলা সাহিত্য
1726. কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি?
- ক. ফণিমনসা
- খ. বনগীতি
- গ. দোলনচাঁপা
- ঘ. গানের মালা
উত্তরঃ দোলনচাঁপা
1727. তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?
- ক. জসীমউদদীন
- খ. ফররুখ আহমদ
- গ. আবুল হাসান
- ঘ. শহীদ কাদরী
উত্তরঃ জসীমউদদীন
1728. তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদকের নাম কি?
- ক. দেবেন্দ্রনাথ ঠাকুর
- খ. কালি প্রসন্ন সিংহ
- গ. উমেশ দত্ত
- ঘ. অক্ষয় কুমার দত্ত
উত্তরঃ অক্ষয় কুমার দত্ত
1729. কোনটি কাব্যগ্রন্থ নয়?
- ক. জীবন আমার বোন
- খ. বন্দী শিবির থেকে
- গ. বাংলার বাংলার জল
- ঘ. বনলতা সেন
উত্তরঃ জীবন আমার বোন
1730. জনশ্রুতি অনুযায়ী চণ্ডীমঙ্গল কাব্যধারার প্রথম কবি কে?
- ক. দ্বিজ বংশী দাস
- খ. মানিক দত্ত
- গ. মুক্তারাম সেন
- ঘ. মুকুন্দরাম চক্রবর্তী
উত্তরঃ মানিক দত্ত
1731. ‘বাগেশ্বরী শিল্প-প্রবন্ধাবলী'র রচয়িতা কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. প্রমথ চৌধুরী
- গ. অবনীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. যামিনী রায়
উত্তরঃ অবনীন্দ্রনাথ ঠাকুর
1733. ইলা মিত্রকে নিয়ে সেলিনা হোসেনের উপন্যাসের নাম---
- ক. অরণ্য বহ্নি
- খ. কাঁটাতারে প্রজাপতি
- গ. নিরন্তর ঘণ্টাধ্বনি
- ঘ. ওঙ্কার
উত্তরঃ কাঁটাতারে প্রজাপতি
1734. কাব্যধর্মী নাটক কোনটি?
- ক. স্পার্টাকাস বিষয়ক জটিলতা
- খ. জন্ডিস ও বিবিধ বেলুন
- গ. চরকাঁকড়ার ডকুমেন্টারী
- ঘ. নূরুলদীনের সারাজীবন
উত্তরঃ নূরুলদীনের সারাজীবন
1735. 'ঠাকুর মার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন?
- ক. গ্রাম্য গীতিকা
- খ. রূপকথা
- গ. ছোট গল্প
- ঘ. উপকথা
উত্তরঃ রূপকথা
1736. ‘পাখিসব করে রব রাতি পোহাইল'—পঙ্ক্তিটির রচয়িতা কে?
- ক. মদন মোহন তর্কালঙ্কার
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. বিহারীলাল চক্রবর্তী
- ঘ. কৃষ্ণচন্দ্র মজুমদার
উত্তরঃ মদন মোহন তর্কালঙ্কার
1737. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ ইংরেজি কোন গ্রন্থের গদ্য-অনুবাদ ?
- ক. মার্চেন্ট অব ভেনিস
- খ. কমেডি অব এররস
- গ. এ মিডসামার নাইট'স ড্রিম
- ঘ. টেমিং অব দি শ্রু
উত্তরঃ কমেডি অব এররস
1738. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
- ক. সঞ্চয়িতা
- খ. বলাকা
- গ. বসন্ত
- ঘ. সেঁজুতি
উত্তরঃ বসন্ত
1739. “হিন্দু না ওরা মুসলিম?—ওই জিজ্ঞাসে কোন্ জন?”- পঙ্ক্তিটি কাজী নজরুল ইসলামের কোন্ কবিতার অন্তর্গত?
- ক. বিদ্রোহী
- খ. সৃষ্টিসুখের উল্লাসে
- গ. কাণ্ডারী হুঁশিয়ার
- ঘ. আনন্দময়ীর আগমনে
উত্তরঃ কাণ্ডারী হুঁশিয়ার
1740. ঊনসত্তরের গণ-অভ্যুত্থানকেন্দ্রিক উপন্যাস কোনটি ?
- ক. সংশপ্তক
- খ. চিলেকোঠার সেপাই
- গ. আরেক ফাল্গুন
- ঘ. জাহান্নাম হইতে বিদায়
উত্তরঃ চিলেকোঠার সেপাই
1741. 'যাযাবর' কোন লেখকের ছদ্মনাম?
- ক. বিমল কর
- খ. বিমল মিত্র
- গ. বিনয় মুখোপাধ্যায়
- ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ বিনয় মুখোপাধ্যায়
1743. নিচের কোনটি নাট্যগুণসম্পন্ন আখ্যান কাব্য?
- ক. প্রাকৃত পৈঙ্গল
- খ. মনসামঙ্গল
- গ. সেকসুভোদয়া
- ঘ. শ্রীকৃষ্ণকীর্তন
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন
1744. বাংলায় মহাভারত অনুবাদ করেছেন—
- ক. কাশীরাম দাস
- খ. ভারতচন্দ্র রায়গুণাকর
- গ. কৃত্তিবাস ওঝা
- ঘ. রামানন্দ ঘোষ
উত্তরঃ কাশীরাম দাস
1746. রোসাঙ্গ-রাজসভার পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছে—
- ক. পদ্মাবতী
- খ. চন্দ্রাবতী
- গ. কাজল রেখা
- ঘ. কঙ্ক ও লীলা
উত্তরঃ পদ্মাবতী
1747. নিচের কোনটি খনার বচন?
- ক. জন-জামাই ভাগনা, তিন নয় আপনা।
- খ. অতি চোর পাতি চোর, হতে হতে সিঁদেল চোর।
- গ. সে কহে বিস্তর মিছা যে কহে বিস্তর।
- ঘ. আছে গরু, না বয় হাল, তার দুঃখ চিরকাল ।
উত্তরঃ আছে গরু, না বয় হাল, তার দুঃখ চিরকাল ।
1748. “বিদ্যাসাগর ও বাঙালি সমাজ” গ্রন্থের রচয়িতা কে?
- ক. বিনয় ঘোষ
- খ. সুবিনয় ঘোষ
- গ. বিনয় ভট্টাচার্য
- ঘ. বিনয় বর্মণ
উত্তরঃ বিনয় ঘোষ
1749. প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে?
- ক. রাজা রামমোহন রায়
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
- ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
1750. প্যারীচাঁদ মিত্রের “আলালের ঘরের দুলাল” প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে?
- ক. ১৮৫৮ সালে
- খ. ১৯৭৮ সালে
- গ. ১৮৪৮ সালে
- ঘ. ১৮৬৮ সালে
উত্তরঃ ১৮৫৮ সালে