বাংলা সাহিত্য

1701. ‘নদী ও নারী' উপন্যাসটি কার লেখা?

  • ক. হুমায়ূন আহমেদ
  • খ. হুমায়ুন আজাদ
  • গ. হুমায়ুন কবির
  • ঘ. হুমায়ুন ফরিদী

উত্তরঃ হুমায়ুন কবির

বিস্তারিত

1702. নারী বিষয়ক পত্রিকা 'বেগম' এর সম্পাদক কে ?

  • ক. নূর জাহান বেগম
  • খ. সুফিয়া কামাল
  • গ. সেলিনা হোসেন
  • ঘ. রাবেয়া

উত্তরঃ সুফিয়া কামাল

বিস্তারিত

1703. ছন্দের যাদুকর ছিলেন কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. দ্বিজেন্দ্রলাল রায়
  • ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

1704. রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোন রচনাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন?

  • ক. চার অধ্যায়
  • খ. কালের যাত্রা
  • গ. সঞ্চিতা
  • ঘ. শেষ লেখা

উত্তরঃ কালের যাত্রা

বিস্তারিত

1705. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?

  • ক. জগত মোহিনী
  • খ. বসন্ত কুমারী
  • গ. কল্পনা
  • ঘ. মোহনী প্রেমপাস

উত্তরঃ বসন্ত কুমারী

বিস্তারিত

1706. 'অন্যজীবন' কী ধরনের গ্রন্থ? 

  • ক. কাব্য
  • খ. প্ৰবন্ধ
  • গ. নাটক
  • ঘ. উপন্যাস

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

1708. ’পথের দাবী’ উপন্যাসের রচয়িতা ?

  • ক. বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
  • খ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
  • গ. কাজী ইমদাদুল হক
  • ঘ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়

উত্তরঃ শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

বিস্তারিত

1709. কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?

  • ক. পদ্মগোখরা 
  • খ. পদ্ম পূরণ 
  • গ. পদ্মাবতী 
  • ঘ. পদ্মরাগ 

উত্তরঃ পদ্মগোখরা 

বিস্তারিত

1710. চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়েছে?

  • ক. মিয়ানমার
  • খ. ভারত
  • গ. বাংলাদেশ
  • ঘ. নেপাল

উত্তরঃ নেপাল

বিস্তারিত

1711. "আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' গ্রন্থটির রচয়িতা- 

  • ক. মুহাম্মদ আব্দুল হাই
  • খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • গ. আবুল মনসুর আহম্মদ
  • ঘ. আতাউর রহমান

উত্তরঃ আবুল মনসুর আহম্মদ

বিস্তারিত

1712. ছন্দের জাদুকর কে?

  • ক. সত্যেন্দ্রনাথ দত্ত
  • খ. সুকান্ত ভট্টাচার্য
  • গ. জাহানারা ইমাম
  • ঘ. জসীমউদ্দীন

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

1713. একাত্তরের দিনগুলি' এর রচয়িতা কে?

  • ক. সুফিয়া কামাল
  • খ. শামসুর রাহমান
  • গ. হুমায়ূন আহমেদ
  • ঘ. জাহানারা ইমাম

উত্তরঃ জাহানারা ইমাম

বিস্তারিত

1714. অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের রচয়িতা কে?

  • ক. শেখ হাসিনা
  • খ. শেখ মুজিবুর রহমান
  • গ. শেখ কামাল
  • ঘ. হুমায়ূন আহমেদ

উত্তরঃ শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

1715. বিষাদ-সিন্ধু' গ্রন্থের রচয়িতা কে?

  • ক. শামসুর রাহমান
  • খ. মীর মশাররফ হোসেন
  • গ. আব্দুল হাকিম
  • ঘ. জাফর ইকবাল

উত্তরঃ মীর মশাররফ হোসেন

বিস্তারিত

1716. রানার' কবিতাটির রচয়িতা কে?

  • ক. সুকান্ত ভট্টাচার্য
  • খ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. শামসুর রাহমান

উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য

বিস্তারিত

1718. অবরোধবাসিনী' গ্রন্থের রচয়িতা কে?

  • ক. সুফিয়া কামাল
  • খ. কামিনী রায়
  • গ. বেগম রোকেয়া
  • ঘ. সানজিদা খাতুন

উত্তরঃ বেগম রোকেয়া

বিস্তারিত

1720. অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?

  • ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. অন্নদাশঙ্কর রায়
  • গ. সুকান্ত ভট্টাচার্য
  • ঘ. মাইকেল মধুসূদন দত্ত

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

1721. কাজী নজরুল ইসলাম তাঁর কোন কবিতার জন্য কারাবরণ করেন?

  • ক. বিদ্রোহী
  • খ. আনন্দময়ীর আগমনে
  • গ. সৃষ্টি সুখের উল্লাসে
  • ঘ. মুক্তি

উত্তরঃ আনন্দময়ীর আগমনে

বিস্তারিত

1722. রবীন্দ্রনাথ রচিত 'কাবুলীওয়ালা' গল্পে কাবুলীওয়ালার নিজ দেশ কোনটি?

  • ক. কাশ্মীর
  • খ. তিব্বত
  • গ. আফগানিস্তান
  • ঘ. উজবেকিস্তান

উত্তরঃ আফগানিস্তান

বিস্তারিত

1723. 'সিরাজাম মুনীরা' কাব্যের রচয়িতা কে? 

  • ক. তালিম হোসেন
  • খ. ফররুখ আহমদ
  • গ. গোলাম মোস্তফা
  • ঘ. আবুল হোসেন

উত্তরঃ ফররুখ আহমদ

বিস্তারিত

1724. বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি? 

  • ক. কথোপকথন
  • খ. চর্যাপদ
  • গ. মঙ্গলকাব্য
  • ঘ. আলালের ঘরের দুলাল

উত্তরঃ কথোপকথন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects