বাংলা সাহিত্য

1751. শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?

  • ক. চতুরঙ্গ
  • খ. চার অধ্যায়
  • গ. নৌকাডুবি
  • ঘ. ঘরে বাইরে

উত্তরঃ চতুরঙ্গ

বিস্তারিত

1752. “তুমি মা কল্পতরু, আমরা সব পোষাগরু”— এই কবিতাংশটির রচয়িতা কে?

  • ক. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • ঘ. ঈশ্বরচন্দ্র গুপ্ত

উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত

বিস্তারিত

1753. মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু-মুসলমানের বিরোধ? 

  • ক. গো-জীবন
  • খ. ইসলামের জয়
  • গ. এর উপায় কী
  • ঘ. বসন্তকুমারী নাটক

উত্তরঃ গো-জীবন

বিস্তারিত

1755. নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়?

  • ক. ইছামতি
  • খ. মেঘমল্লার
  • গ. মৌরিফুল
  • ঘ. যাত্রাবদল

উত্তরঃ ইছামতি

বিস্তারিত

1756. ‘আমার পথ’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

  • ক. যুগ-বাণী
  • খ. রুদ্র-মঙ্গল
  • গ. দুর্দিনের যাত্রী
  • ঘ. রাজবন্দির জবানবন্দি

উত্তরঃ রুদ্র-মঙ্গল

বিস্তারিত

1757. ‘জীবন ও বৃক্ষ' প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপোবন-প্রেমিক বলেছেন ?

  • ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে
  • খ. জসীম উদ্দীনকে
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুরকে
  • ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে

বিস্তারিত

1758. আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়?

  • ক. গাইবান্ধায়
  • খ. বগুড়ায়
  • গ. ঢাকায়
  • ঘ. সিরাজগঞ্জে

উত্তরঃ গাইবান্ধায়

বিস্তারিত

1759. মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ‘অমিত্রাক্ষর ছন্দ' প্রকৃত পক্ষে বাংলা কোন ছন্দের নব-রূপায়ণ?

  • ক. স্বরবৃত্ত ছন্দ
  • খ. অক্ষরবৃত্ত ছন্দ
  • গ. মাত্রাবৃত্ত ছন্দ
  • ঘ. গৈরিশ ছন্দ

উত্তরঃ অক্ষরবৃত্ত ছন্দ

বিস্তারিত

1760. “বুক তার বাংলাদেশের হৃদয়” কাব্যগ্রন্থের রচয়িতা কে?

  • ক. সৈয়দ শামসুল হক
  • খ. শামসুর রাহমান
  • গ. হাসান হাফিজুর রহমান
  • ঘ. আহসান হাবীব

উত্তরঃ শামসুর রাহমান

বিস্তারিত

1761. “দুর্দিনের দিনলিপি” স্মৃতিগ্রন্থটি কার লেখা?

  • ক. আবুল ফজল
  • খ. আবদুল কাদির
  • গ. জাহানারা ইমাম
  • ঘ. মুশতারি শফী

উত্তরঃ আবুল ফজল

বিস্তারিত

1762. ‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।' মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের?

  • ক. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • খ. মুহম্মদ শহীদুল্লাহ্
  • গ. মুহম্মদ এনামুল হক
  • ঘ. সুকুমার সেন

উত্তরঃ সুকুমার সেন

বিস্তারিত

1763. সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?

  • ক. মানোএল দ্য আসসুম্পসাঁও
  • খ. রাজা রামমোহন রায়
  • গ. রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
  • ঘ. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড

উত্তরঃ মানোএল দ্য আসসুম্পসাঁও

বিস্তারিত

1764. চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে? 

  • ক. প্রবোধচন্দ্র বাগচী
  • খ. যতীন্দ্র মোহন বাগচী
  • গ. প্রফুল্ল মোহন বাগচী
  • ঘ. প্রণয়ভূষণ বাগচী

উত্তরঃ প্রবোধচন্দ্র বাগচী

বিস্তারিত

1765. ‘গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?

  • ক. শশাঙ্কদেবের
  • খ. লক্ষ্মণ সেনের
  • গ. যশোবর্মনের
  • ঘ. হর্ষবর্ধনের

উত্তরঃ লক্ষ্মণ সেনের

বিস্তারিত

1766. কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়?

  • ক. ব্রজবুলি
  • খ. বাংলা
  • গ. সংস্কৃত
  • ঘ. হিন্দি

উত্তরঃ ব্রজবুলি

বিস্তারিত

1767. নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন? 

  • ক. দৌলত উজির বাহরাম খাঁ
  • খ. সাবিরিদ খাঁ
  • গ. সৈয়দ সুলতান
  • ঘ. সৈয়দ নূরুদ্দীন

উত্তরঃ সৈয়দ নূরুদ্দীন

বিস্তারিত

1768. কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ?

  • ক. রসুল বিজয়
  • খ. মক্কা বিজয়
  • গ. রসুলচরিত
  • ঘ. মক্কানামা

উত্তরঃ রসুল বিজয়

বিস্তারিত

1769. সাহিত্যের প্রধান লক্ষ্য কী? 

  • ক.
  • খ.
  • গ.
  • ঘ.

উত্তরঃ

বিস্তারিত

1770. কাজী নজরুল ইসলাম এর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ-

  • ক.
  • খ.
  • গ.
  • ঘ.

উত্তরঃ

বিস্তারিত

1771. কাঁটা হেরি ক্ষান্ত কেন..... তুলিতে।

  • ক.
  • খ.
  • গ.
  • ঘ.

উত্তরঃ

বিস্তারিত

1772. মীর মোশাররফ হোসেন এর ছদ্মনাম-

  • ক.
  • খ.
  • গ.
  • ঘ.

উত্তরঃ

বিস্তারিত

1773. শওকত ওসমান রচিত গ্রন্থ -

  • ক.
  • খ.
  • গ.
  • ঘ.

উত্তরঃ

বিস্তারিত

1774. 'দোলনচাপা' কাব্যের লেখক কে?

  • ক.
  • খ.
  • গ.
  • ঘ.

উত্তরঃ

বিস্তারিত

1775. 'আলালের ঘরের দুলাল' উপন্যাসটি কার লেখা? 

  • ক.
  • খ.
  • গ.
  • ঘ.

উত্তরঃ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects