বাংলা সাহিত্য

1601. আমার সন্তান যেন থাকে দুধেভাতে। এই মনোবাঞ্ছাটি কার?

  • ক. ভবানন্দের
  • খ. ভাঁড়ুদত্তের
  • গ. ঈশ্বরী পাটুনীর
  • ঘ. ফুল্লরার

উত্তরঃ ঈশ্বরী পাটুনীর

বিস্তারিত

1602. নিচের কোন ব্যক্তি ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না?

  • ক. কাজী আবদুল ওদুদ
  • খ. এস ওয়াজেদ আলি
  • গ. আবুল ফজল
  • ঘ. আবদুল কাদির

উত্তরঃ এস ওয়াজেদ আলি

বিস্তারিত

1603. নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্যভাবনার ধারক?

  • ক. বিষের বাঁশী
  • খ. অগ্নিবীণা
  • গ. সিন্ধু-হিন্দোল
  • ঘ. চক্রবাক

উত্তরঃ অগ্নিবীণা

বিস্তারিত

1604. নিচের কোনটি বিশ শতকের পত্রিকা?

  • ক. শনিবারের চিঠি
  • খ. বঙ্গদর্শন
  • গ. তত্ত্ববোধিনী
  • ঘ. সংবাদ প্রভাকর

উত্তরঃ শনিবারের চিঠি

বিস্তারিত

1605. ‘বাঙালী ও বাঙলা সাহিত্য’ গ্রন্থ কে রচনা করেছেন?

  • ক. দীনেশচন্দ্র সেন
  • খ. গোপাল হালদার
  • গ. আহমদ শরীফ
  • ঘ. সুকুমার সেন

উত্তরঃ আহমদ শরীফ

বিস্তারিত

1606. ‘মনোরমা’ বঙ্গিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র?

  • ক. কৃষ্ণকান্তের উইল
  • খ. দুর্গেশনন্দিনী
  • গ. মৃণালিনী
  • ঘ. বিষবৃক্ষ

উত্তরঃ বিষবৃক্ষ

বিস্তারিত

1608. ‘মরণ ও রে তুঁহু মম শ্যাম সমান। - পঙক্তিটির রচয়িতা -

  • ক. বিদ্যাপতি
  • খ. গোবিন্দদাস
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. কৃষ্ণদাস কবিরাজ

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

1609. ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের যুবক শিক্ষকের নাম -

  • ক. আবদুল কাদের
  • খ. খতিব মিয়া
  • গ. আক্কাশ আলী
  • ঘ. আরেফ আলী

উত্তরঃ আরেফ আলী

বিস্তারিত

1610. মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ একটি -

  • ক. মহাকাব্য
  • খ. ইতিহাস গ্রন্থ
  • গ. উপন্যাস
  • ঘ. ইতিহাস আশ্রিত জীবনীগ্রন্থ

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

1611. সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?

  • ক. কবর
  • খ. বহিপীর
  • গ. পায়ের আওয়াজ পাওয়া যায়
  • ঘ. ওরা কদম আলী

উত্তরঃ বহিপীর

বিস্তারিত

1612. ‘খোকা’ ও ‘রঞ্জু’ মাহমুদুদল হক এর কোন উপন্যাসের চরিত্র?

  • ক. কালো বরফ
  • খ. খেলাঘর
  • গ. অনুর পাঠশালা
  • ঘ. জীবন আমার বোন

উত্তরঃ জীবন আমার বোন

বিস্তারিত

1613. ‘সকলের তরে সকলে আমরা / প্রত্যেকে আমরা পরের তরে। কার রচিত পঙক্তি?

  • ক. রজনীকান্ত সেন
  • খ. ইসমাইল হোসেন সিরাজী
  • গ. কামিনী রায়
  • ঘ. দ্বিজেন্দ্রলাল রায়

উত্তরঃ কামিনী রায়

বিস্তারিত

1614. ‘অভীক’ রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক?

  • ক. নষ্টনীড়
  • খ. নামঞ্জুর গল্প
  • গ. রবিবার
  • ঘ. ল্যাবরেটরি

উত্তরঃ রবিবার

বিস্তারিত

1616. ‘একাত্তরের দিনগুলি’ কার রচিত?

  • ক. সৈয়দ শামসুল হক
  • খ. হুমায়ুন আজাদ
  • গ. জাহানারা ইমাম
  • ঘ. হাসান আজিজুল হক

উত্তরঃ জাহানারা ইমাম

বিস্তারিত

1617. ‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি - নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। পঙক্তিটির রচয়িতা কে?

  • ক. জীবনানন্দ দাশ
  • খ. সুকান্ত ভট্টচার্য
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. শামসুর রাহমান

উত্তরঃ সুকান্ত ভট্টচার্য

বিস্তারিত

1618. একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের - ‘কখন আসবে কবি’ ‘কখন আসবে কবি’ - পঙক্তিটির রচয়িতা কে?

  • ক. শামসুর রাহমান
  • খ. ফরহাদ মজুমদার
  • গ. রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
  • ঘ. নির্মলেন্দু গুণ

উত্তরঃ নির্মলেন্দু গুণ

বিস্তারিত

1619. 'নকশি কাথার মাঠ' কাব্যের নায়িকার নাম কী?

  • ক. মধুমালা
  • খ. রূপাই
  • গ. সাজু
  • ঘ. দুলী

উত্তরঃ সাজু

বিস্তারিত

1620. বাংলা ভাষার ছন্দ কত প্রকার?

  • ক. দুই
  • খ. চার
  • গ. তিন
  • ঘ. পাঁচ

উত্তরঃ তিন

বিস্তারিত

1621. চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কে?

  • ক. লুইপা
  • খ. শরপা
  • গ. কাহ্নপা
  • ঘ. ভুসুকুপা

উত্তরঃ কাহ্নপা

বিস্তারিত

1622. রবীন্দ্রনাথের ‘গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ করেন কে?

  • ক. টি.এস. এলিয়ট
  • খ. ডব্লিউ বি. ইয়েটস
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. বুদ্ধদেব বসু

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

1623. কোনটি নজরুলের প্রবন্ধগ্রন্থ?

  • ক. কুহেলিকা
  • খ. বিষের বাশি
  • গ. রুদ্র মঙ্গল
  • ঘ. রিক্তের বেদন

উত্তরঃ রুদ্র মঙ্গল

বিস্তারিত

1624. চলিত রীতির প্রবর্তক কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. প্রমথ চৌধুরী
  • ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

1625. বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?

  • ক. মধুমালতী
  • খ. সিকান্দারনামা
  • গ. শ্রীকৃষ্ণকীর্তন
  • ঘ. বৈষ্ণব পদাবলি

উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects