বাংলা সাহিত্য

1526. বাংলা সাহিত্যের (চর্যাপদের) আদি কবি কে?

  • ক. কাহ্নপা
  • খ. ঢেগুনপা
  • গ. লুইপা
  • ঘ. ভুসুকুপা

উত্তরঃ লুইপা

বিস্তারিত

1527. ‘চন্দ্রাবতী’ কী?

  • ক. পালাগান
  • খ. নাটক
  • গ. পদাবলি
  • ঘ. কাব্য

উত্তরঃ কাব্য

বিস্তারিত

1528. ‘কাজলা দিদি’ কবিতাটি কে রচনা করেন?

  • ক. যতীন্দ্র মোহন বাগচী
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. জসীম উদদীন

উত্তরঃ যতীন্দ্র মোহন বাগচী

বিস্তারিত

1529. মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’ কার লেখা?

  • ক. শওকত ওসমান
  • খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • গ. আখতুরুজ্জামান ইলিয়াস
  • ঘ. আনোয়ার পাশা

উত্তরঃ আনোয়ার পাশা

বিস্তারিত

1530. ‘বিমলা-কুমুদিনী’ কোন দুটি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র?

  • ক. ঘরে-বাইরে, যোগাযোগ
  • খ. চতুরঙ্গ, যোগাযোগ
  • গ. ঘরে-বাইরে, শেষের কবিতা
  • ঘ. চোখের বালি, শেষের কবিতা

উত্তরঃ ঘরে-বাইরে, যোগাযোগ

বিস্তারিত

1531. মোহাম্মদ নাসিরউদ্দীন কোন পত্রিকা সম্পাদনা করেছিলেন?

  • ক. মোসলেম ভারত
  • খ. প্রগতি
  • গ. সওগাত
  • ঘ. সমকাল

উত্তরঃ সওগাত

বিস্তারিত

1532. মহাকাব্যিক উপন্যাস নয় কোনটি?

  • ক. সংশপ্তক
  • খ. গায়ত্রী সন্ধ্যা
  • গ. আগুন পাখি
  • ঘ. জাহান্নাম হতে বিদায়

উত্তরঃ জাহান্নাম হতে বিদায়

বিস্তারিত

1533. ‘শোকার্ত তরবারী’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

  • ক. শামসুর রাহমান
  • খ. আল মাহমুদ
  • গ. হাসান হাফিজুর রহমান
  • ঘ. নির্মলেন্দু গুণ

উত্তরঃ হাসান হাফিজুর রহমান

বিস্তারিত

1534. ‘ঝরা পালক’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

  • ক. মাইকেল মধুসূদন দত্ত
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. জীবনানন্দ দাশ

উত্তরঃ জীবনানন্দ দাশ

বিস্তারিত

1535. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক রচনা?

  • ক. বীরাঙ্গনা
  • খ. তিতাস একটি নদীর নাম
  • গ. পায়ের আওয়াজ পাওয়া যায়
  • ঘ. পদ্মা নদীর মাঝি

উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়

বিস্তারিত

1536. মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ কোন শ্রেণির রচনা?

  • ক. সামাজিক
  • খ. মুক্তিযুদ্ধভিত্তিক
  • গ. রূপক
  • ঘ. ঐতিহাসিক

উত্তরঃ ঐতিহাসিক

বিস্তারিত

1538. হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী?

  • ক. পণ্ডিত
  • খ. বিদ্যাসাগর
  • গ. শাস্ত্রজ্ঞ
  • ঘ. মহামহোপাধ্যায়

উত্তরঃ মহামহোপাধ্যায়

বিস্তারিত

1539. ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি?

  • ক. তেইশ নম্বর তৈলচিত্র
  • খ. ক্ষুধা ও আশা
  • গ. কর্ণফুলি
  • ঘ. ধানকন্যা

উত্তরঃ কর্ণফুলি

বিস্তারিত

1540. নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম?

  • ক. অরুণ মিত্র
  • খ. সমরেশ বসু
  • গ. সুনীল গঙ্গোপাধ্যায়
  • ঘ. সমরেশ মজুমদার

উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়

বিস্তারিত

1541. রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?

  • ক. করণ কারক
  • খ. সম্প্রদান কারক
  • গ. অপাদান কারক
  • ঘ. অধিকরণ কারক

উত্তরঃ সম্প্রদান কারক

বিস্তারিত

1542. কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  • ক. হিত্তিক ও তুখারিক
  • খ. তামিল ও দ্রাবিড়
  • গ. আর্য ও অনার্য
  • ঘ. মাগবী ও গৌড়ী

উত্তরঃ হিত্তিক ও তুখারিক

বিস্তারিত

1543. রুখের তেস্তুলি কুমীরে খাই” এর অর্থ কী?

  • ক. তেজি কুমিরকে রুখে দিই
  • খ. বৃক্ষের শাখায় পাকা তেঁতুল
  • গ. গাছের তেঁতুল কুমিরে খায়
  • ঘ. ভুল থেকে শিক্ষা নিতে হয়

উত্তরঃ গাছের তেঁতুল কুমিরে খায়

বিস্তারিত

1544. কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  • ক. ১৮৬০
  • খ. ১৮৬১
  • গ. ১৮৬৫
  • ঘ. ১৮৬৭

উত্তরঃ ১৮৬৫

বিস্তারিত

1545. বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কী?

  • ক. বেগম রোকেয়া
  • খ. কাদম্বরী দেবী
  • গ. স্বর্ণকুমারী দেবী
  • ঘ. নুরুন্নাহার ফয়জুন্নেসা

উত্তরঃ স্বর্ণকুমারী দেবী

বিস্তারিত

1546. ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?

  • ক. মওলানা ভাসানী
  • খ. আবুল ফজল
  • গ. শহীদুল্লা কায়সার
  • ঘ. শেখ মুজিবুর রহমান

উত্তরঃ শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

1547. মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?

  • ক. মনসামঙ্গল
  • খ. মনসাবিজয়
  • গ. পদ্মপুরাণ
  • ঘ. পদ্মাবতী

উত্তরঃ পদ্মপুরাণ

বিস্তারিত

1548. মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’ কে রচনা করেন এই কাব্যাংশ?

  • ক. সুধীন্দ্রনাথ দত্ত
  • খ. প্রেমেন্দ্র মিত্র
  • গ. সমর সেন
  • ঘ. জীবনানন্দ দাশ

উত্তরঃ জীবনানন্দ দাশ

বিস্তারিত

1549. দৌলত উজির বাহরাম খান সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  • ক. সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ
  • খ. কোরেশী মাগন ঠাকুর
  • গ. সুলতান বরবক শাহ
  • ঘ. জমিদার নিজাম শাহ

উত্তরঃ জমিদার নিজাম শাহ

বিস্তারিত

1550. ‘চর্যাপদে’র প্রাপ্তিস্থান কোথায়?

  • ক. বাংলাদেশ
  • খ. নেপাল
  • গ. উড়িষ্যা
  • ঘ. ভুটান

উত্তরঃ নেপাল

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects