বাংলা সাহিত্য

1476. ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি?

  • ক. নুরুলদীনের সারা জীবন
  • খ. ক্রীতদাসের হাসি
  • গ. ওরা কদম আলী
  • ঘ. কবর

উত্তরঃ কবর

বিস্তারিত

1477. মৃত্যুক্ষুধা উপন্যাসটি কাঁর লেখা?

  • ক. হুমায়ুন আহমেদ
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. ইমদাদুল হক মিলন

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

1478. ”ছন্দের জাদুকর” বলা হয় কোন কবিকে?

  • ক. সত্যেন্দ্রনাথ দত্ত
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • ঘ. কৃষ্ণচন্দ্র মজুমদার

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

1479. ‘সোনালী কাবিন’ কাব্যগন্থটি কার লেখা?

  • ক. আল মাহমুদ
  • খ. শামসুর রাহমান
  • গ. নির্মলেন্দু গুণ
  • ঘ. মহাদেব শাহা

উত্তরঃ আল মাহমুদ

বিস্তারিত

1480. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?

  • ক. সারদা দেবী
  • খ. চন্দ্রাবর্তী
  • গ. স্বর্ণকুমারী দেবী
  • ঘ. সুফিয়া কামাল

উত্তরঃ চন্দ্রাবর্তী

বিস্তারিত

1481. বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়?

  • ক. ১৯২৩
  • খ. ১৯২১
  • গ. ১৯১৯
  • ঘ. ১৯১৮

উত্তরঃ ১৯২১

বিস্তারিত

1482. কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না’ - উক্তিটি কোন উপন্যাসের?

  • ক. চোখের বালি
  • খ. পথের দাবি
  • গ. রাজসিংহ
  • ঘ. ক্রীতদাসের হাসি

উত্তরঃ রাজসিংহ

বিস্তারিত

1483. বিশ্বকবি তার কোন কবিতাটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?

  • ক. রক্তকবরী
  • খ. বসন্ত
  • গ. ভিখারিনী
  • ঘ. রতন

উত্তরঃ বসন্ত

বিস্তারিত

1484. বাংলা ভাষার অভিধান প্রথম কে রচনা করেন?

  • ক. ফাদার ম্যানোয়েল
  • খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • গ. বেগম রোকেয়া
  • ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তরঃ ফাদার ম্যানোয়েল

বিস্তারিত

1485. ‘নূরজাহান’ উপন্যাসটি কে লিখেছেন?

  • ক. হুমায়ুন আহমেদ
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. ইমদাদুল হক মিলন

উত্তরঃ ইমদাদুল হক মিলন

বিস্তারিত

1486. জীবনানন্দ দাশ বাংলাদেশকে কিসের দেশ বলেছেন?

  • ক. নবান্নের
  • খ. শালিক ও শঙ্কচিলের
  • গ. কাকের
  • ঘ. কার্তিকের

উত্তরঃ নবান্নের

বিস্তারিত

1487. ‘শেষের কবিতা’ কোন ধরনের রচনা?

  • ক. কবিতা
  • খ. উপন্যাস
  • গ. গল্প
  • ঘ. নাটক

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

1488. বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি?

  • ক. মঙ্গলকাব্য
  • খ. চর্যাপদ
  • গ. অর্থবিত্তের কাড়ি
  • ঘ. মনসামঙ্গল

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

1489. পাণিনি ছিলেন -

  • ক. নাট্যকার
  • খ. ব্যাকারণবিদ
  • গ. রাজা
  • ঘ. কবি

উত্তরঃ ব্যাকারণবিদ

বিস্তারিত

1490. বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্যের রচয়িতা -

  • ক. নবীন চন্দ্র
  • খ. মাইকেল মধুসূদন দত্ত
  • গ. মীর মশাররপ
  • ঘ. ৫টি

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

1491. বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্যের রচয়িতা -

  • ক. নবীন চন্দ্র
  • খ. মাইকেল মধুসূদন দত্ত
  • গ. মীর মশাররফ হোসেন
  • ঘ. কায়কোবাদ

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

1492. ‘দৈনিক আজাদ’ পত্রিকার সম্পাদকের নাম কী?

  • ক. মোহাম্মদ আকরাম খাঁ
  • খ. আহমদ ছফা
  • গ. সিকান্দার আবু জাফর
  • ঘ. রায়াত খান

উত্তরঃ মোহাম্মদ আকরাম খাঁ

বিস্তারিত

1493. ‘লালসালু’ সৈয়দ ওয়ালিউল্লাহর কোন জাতীয রচনা?

  • ক. উপন্যাস
  • খ. ছোটগল্প
  • গ. নাটক
  • ঘ. কাব্যগ্রন্থ

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

1494. ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রথম বক্তৃতা করেন -

  • ক. ১৯২৬ সালের ১০ ফেব্রুয়ারি
  • খ. ১৯২৮ সালের ১০ এপ্রিল
  • গ. ১৯৩০ সালের ১০ মে
  • ঘ. ১৯৩২ সালের ১০ আগস্ট

উত্তরঃ ১৯২৬ সালের ১০ ফেব্রুয়ারি

বিস্তারিত

1495. বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে?

  • ক. ফররুফ আহমদ
  • খ. মহাদেব সাহা
  • গ. আল মাহমুদ
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

1496. মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা কাব্যগ্রন্থ কোনটি?

  • ক. নিষিদ্ধ লোবান
  • খ. নেকড়ে অরণ্য
  • গ. রাত্রিশেষ
  • ঘ. বন্দী শিবির থেকে

উত্তরঃ বন্দী শিবির থেকে

বিস্তারিত

1497. প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?

  • ক. হুতোম প্যাঁচা
  • খ. অবধূত
  • গ. বীরবল
  • ঘ. টেকচাঁদ ঠাকুর

উত্তরঃ বীরবল

বিস্তারিত

1498. পল্লীকবি জসীমউদদীনের জন্মস্থান

  • ক. গোপালগঞ্জ
  • খ. ফরিদপুর
  • গ. ফিরোজপুর
  • ঘ. বিক্রমপুর

উত্তরঃ ফরিদপুর

বিস্তারিত

1499. শওকত ওসমান কবে জন্মগ্রহণ করেন?

  • ক. ১৯২২ সালে
  • খ. ১৯১৭ সালে
  • গ. ১৯২৫ সালে
  • ঘ. ১৯২৩ সালে

উত্তরঃ ১৯১৭ সালে

বিস্তারিত

1500. ‘কাশবনের কন্যা’ উপন্যাসের লেখকের নাম কী?

  • ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • খ. আবু জাফর শামসুদ্দিন
  • গ. শামসুদ্দীন আবুল কালাম
  • ঘ. জসীমউদদীন

উত্তরঃ শামসুদ্দীন আবুল কালাম

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects