বাংলা সাহিত্য
1426. ‘পঞ্চতন্ত্র’ গ্রন্থটি কার রচনা?
- ক. সত্যেন সেন
- খ. আবুল ফজল
- গ. সৈয়দ মুজতবা আলী
- ঘ. সমরেশ বসু
উত্তরঃ সৈয়দ মুজতবা আলী
1427. ‘পদ্মরাগ’ উপন্যাসটির রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. দৌলত কাজী
- গ. মীর মশাররফ হোসেন
- ঘ. বেগম রোকেয়া
উত্তরঃ বেগম রোকেয়া
1428. ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?
- ক. শওকত ওসমান
- খ. জহির রায়হান
- গ. দৌলত কাজী
- ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তরঃ হাসান হাফিজুর রহমান
1429. ‘টপ্পা’ কী?
- ক. এক ধরনের গান
- খ. নাচের মুদ্রা
- গ. এক ধরনের বাদ্যযন্ত্র
- ঘ. বিশেষ ধরনের খেলা
উত্তরঃ এক ধরনের গান
1430. বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ -এর পরিচালক কে?
- ক. মমতাজ আলী
- খ. চাষী নজরুল ইসলাম
- গ. সুভাষ দত্ত
- ঘ. খান আতাউর রহমান
উত্তরঃ চাষী নজরুল ইসলাম
1431. ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?
- ক. ব্রজধামে কথিত ভাষা
- খ. এক রকম কৃত্রিম কবিভাষা
- গ. বাংলা ও হিন্দির যোগফল
- ঘ. মৈথিলি ভাষার একটি উপাভাষা
উত্তরঃ এক রকম কৃত্রিম কবিভাষা
1432. ‘আনোয়ারা’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. আব্দুল ওয়াদুদ
- খ. ইসমাইল হোসেন সিরাজী
- গ. মোজাম্মেলহক
- ঘ. নজিবর রহমান
উত্তরঃ নজিবর রহমান
1433. ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. শওকত ওসমান
- খ. জহির রায়হান
- গ. শহীদুল্লাহ কায়সার
- ঘ. রশীদ করিম
উত্তরঃ রশীদ করিম
1434. ‘তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন” উক্তিটি কার?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. বঙ্কিম চট্টোপাধ্যায়
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. ঈশ্বরবন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ বঙ্কিম চট্টোপাধ্যায়
1436. বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক-
- ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. প্রমথ চৌধুরী
- ঘ. রামসুন্দর ত্রিবেদী
উত্তরঃ প্রমথ চৌধুরী
1437. বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
- ক. গৌরদাস
- খ. চার্লস উইলকিন্স
- গ. পঞ্চানন কর্মকার
- ঘ. গঙ্গাকিশোর ভট্টাচার্য
উত্তরঃ চার্লস উইলকিন্স
1438. আবুল ফজলের 'রেখাচিত্র' কোন ধরনের রচনা?
- ক. আত্মজীবনী
- খ. ভ্রমন কাহিনী
- গ. উপন্যাস
- ঘ. কাব্য
উত্তরঃ আত্মজীবনী
1439. ’গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত?
- ক. ঢাকার পল্টন
- খ. নওগাঁর পতিসর
- গ. কষ্টিয়ার কুমারখালী
- ঘ. ময়মনসিংহের ত্রিশাল
উত্তরঃ কষ্টিয়ার কুমারখালী
1440. জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে?
- ক. শ্রীচৈতন্যদেব
- খ. কাহ্নপা
- গ. বিদ্যাপতি
- ঘ. রামকৃষ্ণ পরমহংসদেব
উত্তরঃ শ্রীচৈতন্যদেব
1441. ’পরানের গহীন ভিতর’ কাব্যের কবি কে?
- ক. অসীম সাহা
- খ. অরুন বসু
- গ. আবু জাফর ওবায়দুল্লাহ
- ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ সৈয়দ শামসুল হক
1442. ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?
- ক. হুলিয়া
- খ. তোমাকে অভিবাদন প্রিয়া
- গ. সোনালি কাবিন
- ঘ. স্মৃতিস্তম্ভ
উত্তরঃ স্মৃতিস্তম্ভ
1443. চরণকবি হিসেবে বিখ্যাত কে?
- ক. আলাওল
- খ. চন্দ্রাবতী
- গ. মুকুন্দদাস
- ঘ. মুক্তারাম চক্রবর্তী
উত্তরঃ মুকুন্দদাস
1444. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের একটি বিখ্যাত চরিত্র -
- ক. বিনোদিনী
- খ. হৈমন্তী
- গ. আশলতা
- ঘ. চারুলতা
উত্তরঃ চারুলতা
1445. চর্যাপদের টীকাকারের নাম কী?
- ক. মীনানাথ
- খ. প্রবোধচন্দ্র বাগচী
- গ. হরপ্রসাদ শুদ্ধ
- ঘ. মুনিদত্ত
উত্তরঃ মুনিদত্ত
1446. ঊনসত্তরের গন-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?
- ক. ভুমিপুত্র
- খ. মাটির জাহাজ
- গ. কাঁটাতারে প্রজাপতি
- ঘ. চিলেকোঠার সেপাই
উত্তরঃ চিলেকোঠার সেপাই
1447. বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?
- ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শেষ প্রশ্ন’
- খ. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’
- গ. কাজী নজরুল ইসলামের ‘কুহেলিকা’
- ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কপালকুণ্ডলা’
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’
1448. জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি?
- ক. গঙ্গা
- খ. পুতুলনাচের ইতিকথা
- গ. হাঁসুলী বাঁকের উপকথা
- ঘ. গৃহদাহ
উত্তরঃ গঙ্গা
1449. বাংলা সাহিত্যে ‘কালকূট’ নামে পরিচিত কোন লেখক?
- ক. সমরেশ মজুমদার
- খ. শওকত ওসমান
- গ. সমরেশ বসু
- ঘ. আলাউদ্দিন আল আজাদ
উত্তরঃ সমরেশ বসু
1450. বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন কে?
- ক. রামচন্দ্র বিদ্যাবাগীশ
- খ. রাজশেখর বসু
- গ. হরিচরণ দে
- ঘ. অশোক মুখোপাধ্যায়
উত্তরঃ রামচন্দ্র বিদ্যাবাগীশ