বাংলা সাহিত্য
1577. বাংলা সাহিত্যের চলিত রীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা?
- ক. সংবাদ প্রভাকর
- খ. বঙ্গদর্শন
- গ. সবুজপত্র
- ঘ. কালি ও কলম
উত্তরঃ সবুজপত্র
1578. সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহুর্তের রূপায়ণ?
- ক. ছোটগল্প
- খ. ভ্রমণকাহিনী
- গ. উপন্যাস
- ঘ. নাটক
উত্তরঃ ছোটগল্প
1579. কবি সুফিয়া কামালের জন্মস্থান কোন জেলায়?
- ক. কুমিল্লা
- খ. যশোহর
- গ. কোলকাতা
- ঘ. বরিশাল
উত্তরঃ বরিশাল
1580. ‘শোনো একটি মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি’ - গানটির রচয়িতা কে?
- ক. আপেল মাহমুদ
- খ. মুকুন্দ দাস
- গ. গৌরিপ্রসন্ন মজুমদার
- ঘ. গোবিন্দ হালদার
উত্তরঃ গৌরিপ্রসন্ন মজুমদার
1581. জীবনানন্দ দাশ রচিত নয় -
- ক. মহাপৃথিবী
- খ. মাল্যবান
- গ. অদ্ভুত এক আধাঁর
- ঘ. কবিতার কথা
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
1582. ‘আলালের ঘরের দুলাল’ উপন্যাস প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?
- ক. বিবিধার্থ সংগ্রহ
- খ. মাসিক পত্রিকা
- গ. সংবাদ প্রভাকর
- ঘ. বঙ্গদর্শন
উত্তরঃ মাসিক পত্রিকা
1583. শামসুর রাহমান প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
- ক. মর্নিং নিউজ
- খ. নতুন কবিতা
- গ. সোনার বাংলা দৈনিক পাকিস্তান
- ঘ. বঙ্গদর্শন
উত্তরঃ নতুন কবিতা
1584. ‘বড়ু চণ্ডীদাশের কাব্য’ গ্রন্থের সম্পাদক -
- ক. মুহম্মদ শহীদুল্লাহ
- খ. মুহম্মদ আব্দুল হাই ও আহমদ শরীফ
- গ. মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান
- ঘ. মুহম্মদ আব্দুল হাই ও আনোয়ার পাশা
উত্তরঃ মুহম্মদ আব্দুল হাই ও আনোয়ার পাশা
1585. দীনেশচন্দ্র সেন সম্পাদিত ‘পূর্ববঙ্গ গীতিকা’র কোন খণ্ড ‘মৈয়মনসিংহ গীতিকা’ নামে প্রকাশিত হয়?
- ক. প্রথম খণ্ড
- খ. দ্বিতীয় খণ্ড
- গ. তৃতীয় খণ্ড
- ঘ. চতুর্থ খণ্ড
উত্তরঃ প্রথম খণ্ড
1586. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
- ক. সিংহবীর
- খ. বীরসিংহ
- গ. বাঘমারা
- ঘ. ঈশ্বরপাড়া
উত্তরঃ বীরসিংহ
1587. নারী জাগরণের পথিকৃৎ কে?
- ক. সুফিয়া কামাল
- খ. সানজিদা খাতুন
- গ. কামিনী রায়
- ঘ. বেগম রোকেয়া
উত্তরঃ সুফিয়া কামাল
1588. কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি?
- ক. সোজন বদিয়ার ঘাট
- খ. গীতাঞ্জলি
- গ. ছায়ানট
- ঘ. মেঘনাদবধ
উত্তরঃ ছায়ানট
1589. 'জন্ডিস ও বিবিধ বেলুন' নাটকের রচয়িতা কে?
- ক. মাইকেল মধুসূদন দত্ত
- খ. নূরুল মোমেন
- গ. সেলিম আল দীন
- ঘ. মামুনুর রশীদ
উত্তরঃ সেলিম আল দীন
1590. ‘ছন্দের যাদুকর’ কোন কবি?
- ক. সুকুমার রায়
- খ. সত্যেন্দ্রনাথ দত্ত
- গ. আল মাহমুদ
- ঘ. জসীমউদদীন
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত
1591. ‘রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়” - কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন?
- ক. রূপসী ডিঙা
- খ. রূপসী বাংলা
- গ. রূপসা নদী
- ঘ. গ্রামবাংলার নদী
উত্তরঃ রূপসী বাংলা
1592. ‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে’ - উক্তিটি কার?
- ক. মুনীর চৌধুরী
- খ. হুমায়ুন আজাদ
- গ. মীর মশাররফ হোসেন
- ঘ. স্বর্ণকুমারী দেবী
উত্তরঃ মীর মশাররফ হোসেন
1593. ‘প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে’ - গানটির গীতিকার?
- ক. শেখ ওয়াহিদ
- খ. কিরণ রায়
- গ. শাহ আবদুল করিম
- ঘ. কাঙ্গালিনী সুফিয়া
উত্তরঃ শেখ ওয়াহিদ
1594. কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?
- ক. পদ্মগোখরা
- খ. পদ্মপুরাণ
- গ. পদ্মাবর্তী
- ঘ. পদ্মরাগ
উত্তরঃ পদ্মগোখরা
1595. হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে ‘চর্যাপদ’ আবিষ্কার করেন?
- ক. চীনের রাজদরবার
- খ. নেপালের রাজদরবার
- গ. ভারতের গ্রন্থাগার
- ঘ. শ্রীলংকার গ্রন্থাগার
উত্তরঃ নেপালের রাজদরবার
1596. কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত নয়?
- ক. ব্যথার দান
- খ. দোলনচাঁপা
- গ. শিউলি মালা
- ঘ. সোনার তরী
উত্তরঃ সোনার তরী
1597. UNESCO কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
- ক. ১৮ নভেম্বর ১৯৯৯
- খ. ১৭ নভেম্বর ১৯৯৯
- গ. ১৯ নভেম্বর ২০০১
- ঘ. ২০ নভেম্বর ২০০১
উত্তরঃ ১৭ নভেম্বর ১৯৯৯
1599. ‘শ্রীকৃষ্ণকাীর্তন কাব্য’ কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?
- ক. নেপালের রাজদরবার থেকে
- খ. গোয়ালঘর থেকে
- গ. পাঠশালা থেকে
- ঘ. কান্তজীর মন্দির থেকে
উত্তরঃ গোয়ালঘর থেকে
1600. ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের উপাস্য ‘চণ্ডী’ কার স্ত্রী?
- ক. জগন্নাথ
- খ. বিষ্ণু
- গ. প্রজাপতি
- ঘ. শিব
উত্তরঃ শিব