বাংলা সাহিত্য
1651. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পান কোন সালে ?
- ক. ১৯১৩
- খ. ১৯১২
- গ. ১৯১১
- ঘ. ১৯৩১
উত্তরঃ ১৯১৩
1653. অমিত ও ‘লাবন্য’ চরিত্র দুটির রচয়িতা কে?
- ক. রবীন্দ্রনাথ
- খ. নজরুল
- গ. জীবনানন্দ
- ঘ. সুকান্ত
উত্তরঃ রবীন্দ্রনাথ
1654. “শেষ প্রশ্ন” উপন্যাসটি কার লেখা?
- ক. বঙ্কিমচন্দ্র
- খ. শরত চট্টোপাধ্যায়
- গ. হুমায়ুন আজাদ
- ঘ. সঞ্জীব চট্টোপধ্যায়
উত্তরঃ শরত চট্টোপাধ্যায়
1655. 'ডাকহরকরা' গল্পটির রচয়িতা কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. তারাশঙ্কর
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. বঙ্কিমচন্দ্র
উত্তরঃ তারাশঙ্কর
1656. 'বঙ্গবাণী' কবিতাটি কে রচনা করেছেন?
- ক. আলাওল
- খ. আবদুল হাকিম
- গ. কায়কোবাদ
- ঘ. মধুসুধন দত্ত
উত্তরঃ আবদুল হাকিম
1658. বাংলা সাহিত্যে দাঁড়ি, কমা, কোলন ইত্যাদির ব্যবহার সর্বপ্রথম কে করেন?
- ক. প্যারীচাঁদ মিত্র
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. মাইকেল মধুসুধন
- ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
1659. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
- ক. প্রদোষে প্রাকৃতজন
- খ. রাঙা প্রভাত
- গ. নেকড়ে অরণ্যে
- ঘ. কাঁদো নদী কাঁদো
উত্তরঃ নেকড়ে অরণ্যে
1660. ভানুসিংহ কার ছদ্দনাম?
- ক. শরৎচন্দ্র
- খ. বংকিমচন্দ্র
- গ. রবিন্দ্রনাথ ঠাকুর
- ঘ. জীবনান্দ
উত্তরঃ রবিন্দ্রনাথ ঠাকুর
1661. সৈয়দ ওয়ালীউল্লাহর 'চাঁদের অমাবস্যা' উপন্যাসের নায়ক?
- ক. মুহাম্মদ মুস্তফা
- খ. আরেফ আলী
- গ. মজিদ
- ঘ. কাদের
উত্তরঃ আরেফ আলী
1662. সবচেয়ে বেশি চর্যাপদ রচয়িতা চর্যাকার হলেন:
- ক. লুই পা
- খ. কাহ্ন পা
- গ. কুক্কুরী পা
- ঘ. ভুসুকু পা
উত্তরঃ কাহ্ন পা
1663. বাংলা একাডেমির 'আঞ্চলিক অভিধানে'র সম্পাদক হলেন:
- ক. ড. মুহম্মদ এনামুল হক
- খ. নরেন বিশ্বাস
- গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
- ঘ. ড. আহমদ শরীফ
উত্তরঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ
1664. 'দারিদ্র' কবিতাটি কাজী নজরুল ইসলাম-এর কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ?
- ক. সাম্যবাদী
- খ. সিন্দুহিন্দোল
- গ. বিষের বাঁশি
- ঘ. অগ্নিবীণা
উত্তরঃ সিন্দুহিন্দোল
1665. কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
- ক. ঝরা পালক
- খ. মহাপৃথিবী
- গ. সাতটি তারার তিমির
- ঘ. নিজ বাসভূমে
উত্তরঃ নিজ বাসভূমে
1666. ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?
- ক. মৃত্যুক্ষুধা
- খ. লালসালু
- গ. আরেক ফাল্গুন
- ঘ. ঘর মন জানালা
উত্তরঃ আরেক ফাল্গুন
1667. 'নীড়সন্ধানী' কার রচিত উপন্যাস?
- ক. রাজিয়া খান
- খ. আনোয়ার পাশা
- গ. শওকত আলী
- ঘ. হাসান আজিজুল হক।
উত্তরঃ আনোয়ার পাশা
1668. রশীদ হায়দারের 'খাঁচায়' উপন্যাসের পটভূমি হলো :
- ক. ভাষা আন্দোলন
- খ. মুক্তিযুদ্ধ
- গ. স্বৈরাচার বিরোধী আন্দোলন
- ঘ. ছাত্র আন্দোলন
উত্তরঃ মুক্তিযুদ্ধ
1670. ‘বীরাঙ্গনা-কাব্য' কোন জাতীয় কাব্য?
- ক. মহাকাব্য
- খ. গীতিকাব্য
- গ. পত্রকাব্য
- ঘ. মঙ্গলকাব্য
উত্তরঃ পত্রকাব্য
1671. 'কবর' নাটকের পটভূমি হলো-
- ক. দেশভাগ
- খ. মুক্তিযুদ্ধ
- গ. ভাষা আন্দোলন
- ঘ. গণ-অভ্যুত্থান
উত্তরঃ ভাষা আন্দোলন
1672. 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন?
- ক. প্রাচীন যুগ
- খ. আধুনিক যুগ
- গ. মধ্যযুগ
- ঘ. অন্ধকার যুগ
উত্তরঃ আধুনিক যুগ
1673. রবীন্দ্রনাথের 'বলাকা' কাব্যে ব্যবহৃত ছন্দের নাম :
- ক. মুক্তক ছন্দ
- খ. স্বরবৃত্ত ছন্দ
- গ. গদ্যছন্দ
- ঘ. মন্দাক্রান্তা ছন্দ
উত্তরঃ মুক্তক ছন্দ
1674. 'অগ্নি-বীণা' কাব্য উৎসর্গ করা হয় :
- ক. শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়কে
- খ. শ্রীবারীন্দ্রকুমার ঘোষকে
- গ. শ্রীকৃষ্ণ মজুমদারকে
- ঘ. শ্রীরবীন্দ্রনাথ ঠাকুরকে
উত্তরঃ শ্রীবারীন্দ্রকুমার ঘোষকে