বাক্য
52. ‘হযরত মোহাম্মদ (সা:) ছিলেন একজন আদর্শ মানব’ বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণীর--
- ক. মিশ্র
- খ. জটিল
- গ. যৌগিক
- ঘ. সরল
উত্তরঃ সরল
53. ‘সুশিক্ষিত লোক মানেই স্বশিক্ষিত-এটি কোন ধরনের বাক্য?
- ক. সরল
- খ. জটিল
- গ. যৌগিক
- ঘ. মিশ্র
উত্তরঃ সরল
54. কোনটি সরল বাক্য?
- ক. যে রক্ষক সেই ভক্ষক
- খ. তিনি দরিদ্র কিন্তু চরিত্রহীন নন
- গ. ধনের ধর্মই অসাম্য
- ঘ. তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি ।
উত্তরঃ ধনের ধর্মই অসাম্য
55. নিচের কোনটি সরল বাক্য তা চিহ্নিত করুন।
- ক. ইহারা যেরূপ, এরূপ রূপবতী মরণী আমার অন্ত:পুরের অনুপস্থিত
- খ. ইহারা যেরূপ, এরূপ রূপবতী মরণী আমার অন্ত:পুরের বাইরে আছে
- গ. ইহাদের মত রূপবতী মরণী আমার অন্ত:পুরে নাই
- ঘ. ইহারা যেরূপ, এরূপ রূপবতী মরণী আমার অন্ত:পুরে নাই
উত্তরঃ ইহাদের মত রূপবতী মরণী আমার অন্ত:পুরে নাই
56. ‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে’- কোন ধরনের বাক্য?
- ক. সরল
- খ. যৌগিক
- গ. মিশ্র
- ঘ. বিবৃতিমূলক
উত্তরঃ সরল
57. যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম- এটি কোন জাতীয় বাক্য?
- ক. সরল বাক্য
- খ. যৌগিক বাক্য
- গ. মৌলিক বাক্য
- ঘ. মিশ্র বাক্য
উত্তরঃ মিশ্র বাক্য
58. ‘যেহেতু তুমি বেশী নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে’ কোন ধরনের বাক্য?
- ক. সরল
- খ. জটিল
- গ. যৌগিক
- ঘ. অনুজ্ঞামূলক
উত্তরঃ জটিল
59. ‘যদি সত্য বল তাহলে মুক্তি পাবে’-এটি কোন ধরনের বাক্য?
- ক. সংযুক্ত বাক্য
- খ. যৌগিক বাক্য
- গ. সরল বাক্য
- ঘ. মিশ্র বাক্য
উত্তরঃ মিশ্র বাক্য
60. যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?
- ক. একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
- খ. একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
- গ. দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
- ঘ. দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন
উত্তরঃ দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
61. ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’ এটা কোন ধরনের বাক্য?
- ক. যৌগিক বাক্য
- খ. সাধারণ বাক্য
- গ. মিশ্র বাক্য
- ঘ. সরল বাক্য
উত্তরঃ যৌগিক বাক্য
62. ‘তাঁর চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি’- এটা কোন ধরনের বাক্য?
- ক. যৌগিক বাক্য
- খ. জটিল বাক্য
- গ. সরল বাক্য
- ঘ. মিশ্র বাক্য
উত্তরঃ যৌগিক বাক্য
63. কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি।-- বাক্যটি কোন প্রকারের?
- ক. সরল
- খ. জটিল
- গ. যৌগিক
- ঘ. মিশ্র
উত্তরঃ যৌগিক
64. ‘গাড়ি ঘোড়া চড়লে লেখাপড়া কর’ -এই সরল বাক্যটির জটিল রূপ কোনটি?
- ক. লেখাপড়া কর তাহলে গাড়িঘোড়ায় চড়তে পারবে
- খ. লেখাপড়া করে গাড়িঘোড়া চড়তে পারবে
- গ. লেখাপড়া করে যেই, গাড়িঘোড়া চড়ে সেই
- ঘ. গাড়িঘোড়ায় চড়ার জন্য প্রয়োজন লেখাপড়া
উত্তরঃ লেখাপড়া কর তাহলে গাড়িঘোড়ায় চড়তে পারবে
65. ‘বল বীর বল উন্নত মম শির’ বাক্যটি কি?
- ক. ইচ্ছাসূচক
- খ. প্রশ্নসূচক
- গ. আদেশ সূচক
- ঘ. বিস্ময় বোধক
উত্তরঃ আদেশ সূচক
- ক. আকাঙ্ক্ষা, আসক্তি ও বিধেয়
- খ. আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা
- গ. যোগ্যতা, উদ্দেশ্য ও বিধেয়
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা
67. ‘যেই তার দর্শন পেলাম, সেই আমরা প্রস্থান করলাম’- এটি কোন জাতীয় বাক্য
- ক. সরল বাক্য
- খ. যৌগিক বাক্য
- গ. মৌলিক বাক্য
- ঘ. মিশ্র বাক্য
উত্তরঃ মিশ্র বাক্য
68. ‘যখন তোমার হাতে টাকা হবে, তখন আমাকে দিও’ -কোন ধরনের বাক্য?
- ক. সরল
- খ. যৌগিক
- গ. জটিল
- ঘ. মিশ্র
উত্তরঃ জটিল
69. ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ -এটি কোন ধরনের বাক্য
- ক. সরল
- খ. জটিল
- গ. যৌগিক
- ঘ. মিশ্র
উত্তরঃ সরল
70. গঠন অনুসারে বাক্য কত প্রকার?
- ক. তিন প্রকার
- খ. চার প্রকার
- গ. পাঁচ প্রকার
- ঘ. ছয় প্রকার
উত্তরঃ তিন প্রকার
71. ‘গরু মাংস খায়’ -বাক্যটি অশুদ্ধ কেন?
- ক. আসক্তির অভাব
- খ. যোগ্যতার অভাব
- গ. অর্থ অস্পষ্ট বলে
- ঘ. পদবিন্যাসরে ত্রুটি
উত্তরঃ যোগ্যতার অভাব
72. বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্যে সুশৃংখল পদবিন্যাসই হল-
- ক. মাধুর্য
- খ. আসক্তি
- গ. আকাঙক্ষা
- ঘ. যোগ্যতা
উত্তরঃ আসক্তি
73. কোনটি বাক্যে স্বাধীন পদরূপে ব্যবহৃত হয়?
- ক. শব্দ বিভক্তি
- খ. অনুসর্গ
- গ. উপসর্গ
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ অনুসর্গ
74. গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ কি কি?
- ক. যৌগিক, জটিল ও মিশ্র
- খ. মিশ্র, জটিল ও সরল
- গ. প্রশ্নবোধক, বিস্ময়সূচক ও নির্দেশক
- ঘ. সরল, জটিল ও যৌগিক
উত্তরঃ সরল, জটিল ও যৌগিক
75. বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র-এটি কোন ধরনের বাক্য?
- ক. সরল
- খ. যৌগিক
- গ. জটিল
- ঘ. বিযুক্ত
উত্তরঃ সরল