বাক্য

101. বাক্যের ‘মাধুর্য গুণ’ বাক্যকে কি বৈশিষ্ট্যমণ্ডিত করে?

  • ক. বাক্যকে হৃদয়গ্রাহী করে তোলে
  • খ. বাক্যকে সহজবোধ্য করে তোলে
  • গ. বাক্যের ভাবভঙ্গিকে বলিষ্ঠ করে তোলে
  • ঘ. বাক্যের প্রকাশভঙ্গিকে জটিলতামুক্ত করে তোলে

উত্তরঃ বাক্যকে হৃদয়গ্রাহী করে তোলে

বিস্তারিত

102. কোনটি জটিল বাক্য?

  • ক. যে বালকটি পরীক্ষায় প্রথম হয়েছে সে পুরস্কার পাবে
  • খ. বালিকাটি খেলছে
  • গ. পড়াশুনা কর নচেৎ ফেল করবে
  • ঘ. আমি তোমার সাফল্যের কথা শুনেছি

উত্তরঃ যে বালকটি পরীক্ষায় প্রথম হয়েছে সে পুরস্কার পাবে

বিস্তারিত

103. কোন বাক্যে উপমার ভুল হলে কোন গুণের অভাব থাকে?

  • ক. যোগ্যতা
  • খ. আসক্তি
  • গ. আকাঙক্ষা
  • ঘ. মাধুর্য

উত্তরঃ যোগ্যতা

বিস্তারিত

105. কোন বাক্যে অপ্রচলিত শব্দ ব্যবহার করলে কি হয়?

  • ক. বাক্যটি অর্থসঙ্গতি হারিয়ে ফেলে
  • খ. বাক্যটি দুর্বোধ্যতা দোষে দুষ্ট হয়
  • গ. বাক্যটি শব্দের বাহুল্য দোষে দুষ্ট হয়
  • ঘ. বাক্যটি গুরুচণ্ডালী দোষে দুষ্ট হয়

উত্তরঃ বাক্যটি দুর্বোধ্যতা দোষে দুষ্ট হয়

বিস্তারিত

106. ‘পরিশ্রম করে সে সাফল্য লাভ করেছে।’-এ বাক্যটি গঠন অনুসারে কোন শ্রেণীর?

  • ক. সরল বাক্য
  • খ. মিশ্র বাক্য
  • গ. জটিল বাক্য
  • ঘ. যৌগিক বাক্য

উত্তরঃ সরল বাক্য

বিস্তারিত

107. যারা অত্যন্ত পরিশ্রমী তারাই উন্নতি করে-বাক্যে উদ্দেশ্য সম্প্রসারণ কিভাবে ঘটেছে?

  • ক. সমার্থক বাক্যাংশ যোগে
  • খ. ক্রিয়া বিশেষণ যোগে
  • গ. বিশেষণ যোগে
  • ঘ. বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে

উত্তরঃ সমার্থক বাক্যাংশ যোগে

বিস্তারিত

108. একটি সার্থক বাক্যের গুণ কি কি?

  • ক. প্রসাদ, দৃঢ়তা, মাধুর্য
  • খ. আকাঙক্ষা, আসক্তি, যোগ্যতা
  • গ. সংকোচন, সম্প্রসারণ, বিয়োজন
  • ঘ. সরল, জটিল, মিশ্র

উত্তরঃ আকাঙক্ষা, আসক্তি, যোগ্যতা

বিস্তারিত

109. ‘হয় রওয়ানা হও, নতুবা গাড়িতে ওঠ’ -এটি কোন ধরনের বাক্য?

  • ক. সরল বাক্য
  • খ. যৌগিক বাক্য
  • গ. জটিল বাক্য
  • ঘ. মিশ্র বাক্য

উত্তরঃ যৌগিক বাক্য

বিস্তারিত

110. খেলা শেষ হলে বাড়ি ফিরব। -এ বাক্যে কোন গুণের অভাব রয়েছে?

  • ক. আসক্তি
  • খ. আকাক্সক্ষা
  • গ. যোগ্যতা
  • ঘ. মাধুর্য

উত্তরঃ মাধুর্য

বিস্তারিত

111. ‘মা শুনে তিরস্কার করলেন।’ -এ বাক্যে কোন গুণের অভাব?

  • ক. প্রসাদ গুণ
  • খ. আকাঙক্ষা গুণ
  • গ. যোগ্যতা গুণ
  • ঘ. আসক্তি গুণ

উত্তরঃ আকাঙক্ষা গুণ

বিস্তারিত

112. “প্রধান শিক্ষক শুনে তিরস্কার করলেন”-এ বাক্যে কোন গুণের অভাব আছে?

  • ক. প্রসাদ গুণ
  • খ. আকাঙক্ষা গুণ
  • গ. যোগ্যতা গুণ
  • ঘ. আসক্তি গুণ

উত্তরঃ আকাঙক্ষা গুণ

বিস্তারিত

113. “তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু অন্তঃকরণ খুব উদার” -কোন বাক্যের উদাহরণ?

  • ক. জটিল বাক্য
  • খ. মিশ্র বাক্য
  • গ. সরল বাক্য
  • ঘ. যৌগিক বাক্য

উত্তরঃ যৌগিক বাক্য

বিস্তারিত

114. ‘বহু কষ্টে শিক্ষালাভ করেছে।’ -এই সরল বাক্যটির যৌগিক রূপান্তর কোনটি?

  • ক. সে বহু কষ্ট করে তবে শিক্ষা লাভ করেছে
  • খ. যেহেতু সে বহু কষ্ট করেছে, তাই শিক্ষা লাভ করেছে
  • গ. সে বহু কষ্ট করেছে বলেই শিক্ষা লাভ করেছে
  • ঘ. সে বহু কষ্ট করেছে এবং শিক্ষা লাভ করেছে

উত্তরঃ সে বহু কষ্ট করেছে এবং শিক্ষা লাভ করেছে

বিস্তারিত

115. ‘আপনি আসুন’-কোন কাল?

  • ক. সাধারণ কাল
  • খ. বর্তমান কাল
  • গ. সাধারণ অতীত
  • ঘ. ভবিষ্যৎ অনুজ্ঞা

উত্তরঃ বর্তমান কাল

বিস্তারিত

116. ‘এ কথা কে না জানে। -অর্থানুসারে বাক্যটি কোন শ্রেণীর?

  • ক. না-বোধক
  • খ. হ্যাঁ-বোধক
  • গ. বিস্ময়সূচক
  • ঘ. প্রশ্নবোধক

উত্তরঃ প্রশ্নবোধক

বিস্তারিত

117. ‘আপনি যাকে ঘৃণা করেছেন সে গরিব বটে, কিন্তু লোভী নয়’-এটি কোন ধরনের বাক্য?

  • ক. যৌগিক বাক্য
  • খ. জটিল বাক্য
  • গ. সরল বাক্য
  • ঘ. অশুদ্ধ বাক্য

উত্তরঃ যৌগিক বাক্য

বিস্তারিত

118. কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?

  • ক. তিনদিন পথ চলল
  • খ. কি মারটাই না মারল
  • গ. সারারাত জেগে কাটিয়েছে
  • ঘ. খোকা ঘুমাচ্ছে

উত্তরঃ কি মারটাই না মারল

বিস্তারিত

119. কোনটি জটিল বাক্য?

  • ক. লোকটি গরিব কিন্তু সৎ
  • খ. যদিও লোকটি গরিব তথাপি সৎ
  • গ. গরিব হলেও লোকটি সৎ
  • ঘ. গরিব হয়েও লোকটি সৎ

উত্তরঃ যদিও লোকটি গরিব তথাপি সৎ

বিস্তারিত

120. 'খোদা আপনার মঙ্গল করুন' কী অর্থে ব্যবহার করা হয়েছে?

  • ক. উপকার
  • খ. প্রার্থনা
  • গ. বিধান
  • ঘ. কোনটাই নয়

উত্তরঃ প্রার্থনা

বিস্তারিত

121. "তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না।" নেতিবাচক বাক্যটির অস্তিবাচক রূপ-

  • ক. তাদের ভুল ভাঙতে দেরি হয়
  • খ. অচিরেই তাদের ভুল ভাঙে
  • গ. তাদের ভুলটা দেরিতে ভাঙে
  • ঘ. কোনটিই না

উত্তরঃ অচিরেই তাদের ভুল ভাঙে

বিস্তারিত

122. কোন বাক্যে অতীত কাল বুঝানো হয়েছে?

  • ক. আমরা গিয়েছি
  • খ. তুমি যেতে থাক
  • গ. সে কি গিয়েছিল?
  • ঘ. কোনটাই নয়

উত্তরঃ সে কি গিয়েছিল?

বিস্তারিত

123. কোন বাক্যে ভবিষ্যৎ কাল বুঝানো হয়েছে?

  • ক. চেষ্টা কর বুঝতে পারবে
  • খ. সদা সত্য কথা বলবে
  • গ. রোগ হলে অষুধ খেতে হবে
  • ঘ. কোনটাই নয়

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

124. 'সে যেতে চায় তথাপি বসে আছে'- কোন শ্রেণীর বাক্য?

  • ক. সরল বাক্য
  • খ. জটিল বাক্য
  • গ. ব্যাসবাক্য
  • ঘ. যৌগিক বাক্য

উত্তরঃ যৌগিক বাক্য

বিস্তারিত

125. 'হৈম তার অর্থ বুঝিল না' এর অস্তিবাচক কোনটি?

  • ক. হৈম তার অর্থ বুঝিতে পারিল না
  • খ. হৈম তার অর্থ বুঝিতে অসমর্থ না
  • গ. হৈম বুঝিতে পারিল না যে তার অর্থ কী?
  • ঘ. কোনটাই নয়

উত্তরঃ কোনটাই নয়

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects