বাক্য
201. ”যিনি বিদ্ধান, তিনি সর্বত্র আদরণীয়” — এটি কোন ধরনের বাক্য?
- ক. সরল বাক্য
- খ. জটিল বাক্য
- গ. যৌগিক বাক্য
- ঘ. খণ্ড বাকা
উত্তরঃ জটিল বাক্য
202. ওদিকে আর যাব না।—এ বাক্যে আর শব্দটি ব্যবহৃত হয়েছে?
- ক. নির্দেশ অর্থে
- খ. পুনরাবৃত্তি অর্থে
- গ. স্বীকৃতিজ্ঞাপন অর্থে
- ঘ. বিস্ময় প্রকাশে
উত্তরঃ পুনরাবৃত্তি অর্থে
203. তার বয়স বেড়েছে , কিন্তু বুদ্ধি বাড়েনি_____
- ক. যৌগিক বাক্য
- খ. মিশ্র বাক্য
- গ. সরল বাক্য
- ঘ. সাধারণ বাক্য
উত্তরঃ যৌগিক বাক্য
204. ”মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে”—এটি কোন ধরনের বাক্য?
- ক. সরল
- খ. জটিল
- গ. যৌগিক
- ঘ. মিশ্র বাক্য
উত্তরঃ সরল
205. ওদিকে যাব না।—এ বাক্যে শব্দটি ব্যবহৃত হয়েছে?
- ক. নির্দেশ অর্থে
- খ. পুনরাবৃত্তি অর্থে
- গ. স্বীকৃতিজ্ঞাপন অর্থে
- ঘ. বিস্ময় প্রকাশে
উত্তরঃ পুনরাবৃত্তি অর্থে
208. ' আষাঢ়ে মেঘ থেকে আসার নামে '---এ বাক্যে ' আসার' শব্দের অর্থ কি?
- ক. জলধারা
- খ. জলকণা
- গ. জলধর
- ঘ. ঝলঝড়
উত্তরঃ জলকণা
209. ' কথায় বর্ণনা করা যায় না যা' ---এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কি?
- ক. বর্ণনাতীত
- খ. অনির্বচনীয়
- গ. অবর্ণননীয়
- ঘ. নির্বচনীয়
উত্তরঃ অনির্বচনীয়
210. ' তুমি আসবে বলে হে স্বাধীনতা , সখিনা বিবির কপাল ভাঙল।' --এটি কোন ধরনের বাক্যের উদাহরণ?
- ক. মিশ্র
- খ. সরল
- গ. যৌগিক
- ঘ. বিভ্রমপূর্ণ বাক্য
উত্তরঃ মিশ্র
211. ’নিন্দা করার ইচ্ছা’ এর বাক্য সংকোচন কি?
- ক. জগুপ্সু
- খ. জুগুপ্সা
- গ. জিগীষা
- ঘ. জিগীর্ষা
উত্তরঃ জুগুপ্সা
212. ’যার বলে তুমি বলী, তার বলে আমি বলি’ বাক্যে নিম্নরেখ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. বলবান
- খ. নিবেদিত বন্তু
- গ. ত্যাগ
- ঘ. ব্যতীত
উত্তরঃ বলবান
213. ’সকল আলেমগণ আজ উপস্থিত’ - বাক্যটিতে কোন দোষ আছে?
- ক. গুরুচন্ডলী দোষ
- খ. বাহুল্য দোষ
- গ. দুর্বোধ্যতা দোষ
- ঘ. বিদেশী শব্দ দোষ
উত্তরঃ বাহুল্য দোষ
214. ”হযরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব” বাক্যটি নিম্নোক্ত কোন শ্রেণীর বাক্য?
- ক. মিশ্র
- খ. জটিল
- গ. যৌগিক
- ঘ. সরল
উত্তরঃ সরল
215. A beggar must not be a chooser-এ বাক্যের যথার্থ অনুবাদ--
- ক. ভিক্ষার চাল মোটা আর সরু
- খ. ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া
- গ. ভিক্ষার চাল মোটা
- ঘ. ভিক্ষার চাল সরু
উত্তরঃ ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া
216. তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি। -কোন ধরনের বাক্য?
- ক. যৌগিক
- খ. মিশ্র
- গ. সরল
- ঘ. জটিল
উত্তরঃ যৌগিক
217. কথায় বর্ণনা করা যায় না ‘ এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কী?
- ক. অবর্ণনীয়
- খ. নির্বচনীয়
- গ. বর্ণনাতীত
- ঘ. অনিবর্চনীয়
উত্তরঃ অবর্ণনীয়
218. কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশের সংক্ষিপ্ত রুপ কি?
- ক. অবিশ্রাম
- খ. অক্লান্ত
- গ. ক্লান্তিহীন
- ঘ. অক্লান্তকর্মী
উত্তরঃ অক্লান্তকর্মী
219. এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি - বাক্যটি কোন কালের ?
- ক. সাধারণ অতীত
- খ. নিত্যবৃত্ত অতীত
- গ. ঘটমান বর্তমান
- ঘ. পুরোঘটিত বর্তমান
উত্তরঃ পুরোঘটিত বর্তমান
220. কোন বাক্যে ভাববাচ্যে কর্তার উদাহরণ দেওয়া হয়েছে ?
- ক. ছুটি হলে ঘন্টা বাজে
- খ. তাকে গ্রামে যেতে হবে
- গ. আমার যাওয়া হবেনা
- ঘ. সে গ্রামে যাবে
উত্তরঃ আমার যাওয়া হবেনা
- ক. আমার কথাই প্রমাণীত হলো
- খ. আমার কথাই প্রমাণিত হলো
- গ. আমার কথাই প্রমাণ হলো
- ঘ. আমার কথাই প্রমান হলো
উত্তরঃ আমার কথাই প্রমাণিত হলো
223. 'আমি যাব, তবে কাল যাব।' কোন ধরনের বাক্য?
- ক. যৌগিক বাক্য
- খ. সরল বাক্য
- গ. জটিল বাক্য
- ঘ. মিশ্র বাক্য
উত্তরঃ যৌগিক বাক্য
224. ‘যে সব পশু মাংশ খায়, তারা খুব বলবান হয়।'— বাক্যটির সরলরূপ হবে ----
- ক. মাংসাশী পশুরা মাংস খায়, তাই বলবান হয় ।
- খ. সকল মাংসাশী পশুই খুব বলবান হয়।
- গ. মাংসাশী পশুমাত্রই কি বলবান হয় না!
- ঘ. সকল মাংসাশী পশুই বলবান হয় বৈ কি।
উত্তরঃ সকল মাংসাশী পশুই খুব বলবান হয়।