বাক্য
76. ‘ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন’ -এটি কোন ধরনের বাক্য
- ক. সরল
- খ. যৌগিক
- গ. জটিল
- ঘ. খণ্ড
উত্তরঃ খণ্ড
78. “তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি”- এটি কোন শ্রেণীর বাক্য?
- ক. সরল বাক্য
- খ. জটিল বাক্য
- গ. যৌগিক বাক্য
- ঘ. ব্যাসবাক্য
উত্তরঃ সরল বাক্য
79. “কে জানত আমার ভাগ্যে এমন হবে”-এই বাক্যটি নিম্নের কোন কালের উদাহরণ?
- ক. ঘটমান বর্তমান
- খ. সাধারণ বর্তমান
- গ. সাধারণ ভবিষ্যৎ
- ঘ. কোনটিই না
উত্তরঃ সাধারণ বর্তমান
81. ‘প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে।”-বাক্যটির নেতিবাচক রূপ নিম্নের কোনটি?
- ক. প্রিয়বদা যথার্থ কহে নাই
- খ. প্রিয়ংবদা অযথার্থ কহিয়াছে
- গ. প্রিয়ংবদা অযথার্থ কহে নাই
- ঘ. কোনটিই না
উত্তরঃ প্রিয়ংবদা অযথার্থ কহে নাই
82. ‘তুই যেতে পারবি না।’ বাক্যটির অস্তিবাচক রূপ নিম্নের কোনটি?
- ক. তুই যেতে পারবি
- খ. তুই না গিয়ে পারবি না
- গ. তোকে থাকতে হবে
- ঘ. কোনটিই না
উত্তরঃ তোকে থাকতে হবে
83. কোনটি সরল বাক্য
- ক. যা করবার তা করেছি
- খ. তুমি যা বলবে তাই ঠিক
- গ. সে পরিশ্রমী বটে, কিন্তু নির্বোধ
- ঘ. তুমি অধম বলে আমি উত্তম হবো না কেন?
উত্তরঃ তুমি অধম বলে আমি উত্তম হবো না কেন?
- ক. দৈন্যতা প্রশংসনীয় নয়
- খ. দীনতা প্রশংসনীয় নয়
- গ. দীনতা নিন্দনীয়
- ঘ. দীনতা অপ্রসংশনীয়
উত্তরঃ দীনতা প্রশংসনীয় নয়
85. ‘যেমন কাজ করবে তেমন ফল পাবে।”-বাক্যটির সরল রূপ কোনটি?
- ক. কাজ অনুযায়ী ফল পাবে
- খ. যেমন কর্ম তেমন ফল
- গ. ফলেই কর্মের পরিচয়
- ঘ. কাজের উপর ফল নির্ভর করে
উত্তরঃ কাজ অনুযায়ী ফল পাবে
86. ‘জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান’-এটা কোন বাক্য?
- ক. জটিল বাক্য
- খ. সরল বাক্য
- গ. যৌগিক বাক্য
- ঘ. বিশুদ্ধ বাক্য
উত্তরঃ সরল বাক্য
87. কোনটি সরল বাক্য?
- ক. যখন তুমি যাবে, তখন আমিও যাব
- খ. তুমি যেও না
- গ. তুমি বল, নাইলে আমিও যাব না
- ঘ. কোনটিই না
উত্তরঃ তুমি যেও না
88. ‘অরণ্যে রোদন’ না বলে বনে ক্রন্দন’ বললে বাক্যটি কি হারাবে?
- ক. বাহুল্য দোষ
- খ. আকাঙক্ষা
- গ. উদ্দেশ্য
- ঘ. যোগ্যতা
উত্তরঃ যোগ্যতা
89. প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে বাক্য কোন দোষে দুষ্ট হয়?
- ক. গুরুচণ্ডালী
- খ. বাহুল্য দোষ
- গ. বাগধারার রদবদল
- ঘ. কোনটিই না
উত্তরঃ বাহুল্য দোষ
- ক. তুমি আমার বাড়িতে আসলে আমি খুশি হব
- খ. তুমি আমার বাড়িতে এস, আমি খুশি হব
- গ. তুমি আমার বাড়িতে না আসলে আমি কষ্ট পাব
- ঘ. তুমি যদি আমার বাড়িতে আস, তবে আমি খুশি হব
উত্তরঃ তুমি আমার বাড়িতে এস, আমি খুশি হব
91. “মানুষ ক্রুদ্ধ হলে তার কাণ্ডজ্ঞান লোপ পায়”-এ বাক্যটি কিরূপ বাক্য?
- ক. খণ্ড বাক্য
- খ. মিশ্র বাক্য
- গ. সরল বাক্য
- ঘ. যৌগিক বাক্য
উত্তরঃ সরল বাক্য
92. ‘অশ্ব দ্রুত চলে’-এ বাক্যে বিধেয়-সম্প্রসারণ ঘটেছে কিভাবে?
- ক. বিশেষণ যোগে
- খ. ক্রিয়া বিশেষণ যোগে
- গ. বিশেষণের বিশেষণ যোগে
- ঘ. বিধেয় বিশেষণ যোগে
উত্তরঃ ক্রিয়া বিশেষণ যোগে
93. ‘সাদা ফুল ফুটেছে’-এ বাক্যের উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটেছে কিভাবে?
- ক. বিশেষণ যোগে
- খ. সম্বন্ধ যোগে
- গ. সমার্থক যোগে
- ঘ. ক্রিয়া বিশেষণ যোগে
উত্তরঃ বিশেষণ যোগে
94. ‘তার ধন আছে, কিন্তু বিদ্যা নেই’-বাক্যটি কোন শ্রেণীর?
- ক. সরল
- খ. যৌগিক
- গ. মিশ্র
- ঘ. জটিল
উত্তরঃ যৌগিক
95. বাক্যের অর্থ পরিষ্কার বোঝার জন্যে এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে কি বলা হয়?
- ক. ইচ্ছা
- খ. আকাঙক্ষা
- গ. দৃঢ়তা
- ঘ. যোগ্যতা
উত্তরঃ আকাঙক্ষা
96. ‘আগে তুমি ছোট হও, তবে বড় হবে।’-এ বাক্যটি কিরূপ বাক্য?
- ক. মিশ্র বাক্য
- খ. যৌগিক বাক্য
- গ. সরল বাক্য
- ঘ. আশ্রিত বাক্য
উত্তরঃ যৌগিক বাক্য
- ক. আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হল
- খ. পাখিগুলো আকাশে বাসকরে
- গ. আমরা বাংলা ভষাভাষীগণ সবাই ছিলাম
- ঘ. মালিনী ফুল তুলে মালা গাঁথে
উত্তরঃ মালিনী ফুল তুলে মালা গাঁথে
98. ‘মেঘ গর্জন করে এবং ময়ুর নৃত্য করে।’ -এই যৌগিক বাক্যটির সরল রূপান্তর কোনটি?
- ক. মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে
- খ. মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে
- গ. মেঘ যখন গর্জন করে ময়ূর তখন নৃত্য করে
- ঘ. মেঘ গর্জন করে, তাই ময়ূতৃ নৃত্য করে
উত্তরঃ মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে
- ক. গুরুজনের আদেশ মান্য কর
- খ. যেসব পশু মাংস খায় তারা খুবই হিংস্র
- গ. দোষ স্বীকার কর, তোমাকে কোন শাস্তি দেব না
- ঘ. মাংসভোজী পশু খবুই হিংস্র
উত্তরঃ দোষ স্বীকার কর, তোমাকে কোন শাস্তি দেব না
100. শব্দ প্রয়োগ কালে যদি তার যোগ্যতা হারায় তবে কোন দোষে দুষ্ট বলা হয়?
- ক. গুরুচণ্ডালী
- খ. বাহুল্য দোষ
- গ. বাগধারার রদবদল
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ কোনটিই নয়